ব্লগের শিরোনাম ঠিক করে রেখেছিলাম বছর দেড়েক আগেই। আক্ষরিক অর্থেই ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া’ টাইপ ব্লগরব্লগর। বাড়ির সীমানা প্রাচীর আর গ্যারেজের মাঝের ওই খোলা জায়গাটুকু কতটুকুই আর বড় হবে? টেনেটুনে একটা ব্যাডমিন্টন কোর্ট হয়ত বানানো যাবে। বাংলাদেশ হলে তো কবেই বন্ধুরা একসাথে মিলে কোদাল হাতে নিয়ে কোর্ট বানিয়ে ফেলতাম। সুদূর অতীতে গ্রীষ্মে কয়েকবার সবজি বাগান করেছি, কিন্তু উত্তর ইতালির এই আল্পিয় উপত্যকায় তাপমাত্রার অস্থিরতায় সব প্রায় পণ্ডশ্রম।আপাতদৃষ্টিতে অযত্ন আর অবহেলায় পড়ে থাকা উঠোনের সীমানায় আছে বিছুটি লতাগুল্মের ঝোপঝাড়।
বসন্তের আগমনী বার্তা জানতে এখন আর মোবাইলের অ্যাপ্স গুঁতাগুঁতি করি না, কোন এক প্রভাতে ঘর হতে শুধু দুই পা ফেলিয়া উঠোনের ঘাসের মাঝে দেখি আমি বসন্তের প্রথম ফুল প্রিমুলা। দিনের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শুনতে পাই আমি ভ্রমরের গুঁজন, মধ্যাহ্নের সূর্যের আলোয় মৌমাছির গায়ে লেপ্টে থাকা ফুলের পরাগে দেখি আমি আলোর ঝিকিমিকি।
প্রিমুলা; (primula)
পরাগসংযোজক হিসেবে নিজেদের পরিপক্কতার খবরটা ভ্রমর কি জানে? পুষ্প কিন্তু ঠিকই সে খবর রাখে, নিজের প্রস্ফুটন যতটুকু সম্ভব ততটুকুই মেলে ধরে অতিথি ভ্রমরের আপ্যায়নে। অনাদরে বেড়ে ওঠা নানা আকারের আর বর্ণের নাম না জানা বুনো ফুলের সৌন্দর্যে বিস্মিত হই আমি। বসন্তের প্রারম্ভে পুষ্পবিকাশের এই দিনগুলি মাতাল হাওয়ায় জাঁকিয়ে বসে প্রকৃতির মাঝে।
উঠোনের সীমানা প্রাচীর ঘিরে থাকা অর্তিকা’র (Urtica) ঝোপে শুরু হয় পোকামাকড়ের ঘরসংসার। বিছুটি প্রজাতির এই উদ্ভিদের সবুজ পাতার উল্টোপাশে নাম না জানা কত পতঙ্গের ডিম্ব সারিবেধে লেপ্টে থাকে। উদ্ভিদের উকুন(এফিড) ডিম ফুটে বেরুতে না বেরুতেই হয়ে যায় লেডিবার্ড পোকা অর্থাৎ বীটলের আহার। তৃপ্তির ঢেঁকুর তুলতে না তুলতেই পা ফসকে বীটল বাবাজী গিয়ে পড়ে মাকড়শার ফাঁদে। সেখানে হয়ত সেই অষ্টপদী অমেরুদণ্ডী শিকারি নিজের বোনা জালে বসে মধ্যাহ্ন ভোজে ব্যাতিব্যস্ত।
ফুলের আকর্ষণে গুনগুন আর ভনভন না করে একেবারে নিঃশব্দে এসে চুপটি মেরে বসে থাকে প্রজাপতি আর ঘাসফড়িঙ। অমৃত সুধার নেশায় কীটপতঙ্গের যেন মেলা বসে যায় খোলা আকাশের নিচে। শৈশবে ঘাস ফড়িঙকে 'গয়া' কেন বলতাম তা আজ আর মনে নেই।
একদিকে পিপীলিকা আর গয়াল কীটের মাঝে চলছে মল্লযুদ্ধ, আর ওদিকে খোলা আকাশের নিচে শুরু হয়েছে ভালবাসার লীলাখেলা। একটু ক্লোজআপ ছবি তুলতে গেলে তো বিছুটি পাতায় নির্ঘাত ঘষা খেতে হবে, তারপর সারাটা দিন তো যাবে ঘষতে ঘষতেই। নিরাপদ দূরত্ব বজায় রেখে তাই ঘাপটি মেরে বসে থাকি আমি, ঘড়িবাঁধা জীবনধারায় ঘটে একটু ছন্দপতন, বুনো ভাবনাগুলি মেলে দেয় ডানা।
(পাদটীকাঃ অনেকদিন কিছু লিখি না; ব্লগ, স্ট্যাটাস কিচ্ছু না। বিচ্ছিন্ন ভাবনাগুলি অদৃশ্য কোন এক কুঠুরিতে এলোমেলো ভাবে জমে থাকে। ইচ্ছে করে না ফাইলগুলি সাজিয়ে রাখতে। টিভির স্ক্রলে চাপাতির খেলা দেখে হয়না আর লগইন করা।
অগোছালো একটা ব্লগ তারপরও অস্থির মন নিয়ে লিখে ফেললাম, অন্তত গোপন কুঠুরির একটা ফাইলে তো জোড়াতালি লাগানো গেল।)
মন্তব্য
অদ্ভুত সুন্দর মন মাতাল করা ছবি।
---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।
ধন্যবাদ, চোখের আড়ালে লুকিয়ে থাকা কীট পতঙ্গের পৃথিবীটা আসলেই অনেক সুন্দর।
------------------------------------------------------------------------------
জিপসিরা ঘর বাঁধে না,
ভালবাসে নীল আকাশ
পাদটীকার জবাবেঃ তবুও লিখে চলুন।
..................................................................
#Banshibir.
হার মানতে তো মন চায় না, 'অসির চেয়ে মসি বড়' এই বিশ্বাসটুকু যতক্ষণ থাকবে ততক্ষণ হারবো না।
------------------------------------------------------------------------------
জিপসিরা ঘর বাঁধে না,
ভালবাসে নীল আকাশ
অদ্ভুত সুন্দর সব ছবি
গুডরিডস
ধন্যবাদ, পৃথিবীটা সুন্দর বলেই তো ভালবাসতে ইছে করে বেঁচে থাকার প্রতিটি মুহূর্তকে।
------------------------------------------------------------------------------
জিপসিরা ঘর বাঁধে না,
ভালবাসে নীল আকাশ
চমৎকার ছবি |
লিখে চলুন |
১০ বছর পর নিজের মাতৃভূমি, স্মৃতির শহরকে কেমন দেখলেন তা নিয়ে কিছু লিখে ফেলুন||
অবশ্যই লিখব, সাথে থাকুন।
------------------------------------------------------------------------------
জিপসিরা ঘর বাঁধে না,
ভালবাসে নীল আকাশ
সুন্দর
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ধন্যবাদ
------------------------------------------------------------------------------
জিপসিরা ঘর বাঁধে না,
ভালবাসে নীল আকাশ
আরে বাহ! দারুণ!
গুবরে পোকার প্রথম ছবিটা সবচেয়ে ভাল লাগল। কি লেন্স ব্যবহার করেছেন জানতে চাইছিলাম। প্রতিটা ছবিই ভীষণ নিখুঁত।
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
সবগুলি ছবিই সনি এইছ ৪০০ ক্যামেরায় তোলা। এই ব্রিজ ক্যমেরাটি দিয়ে একটু গুঁতাগুঁতি করে মাঝে মাঝে ভাল ছবি তোলা যায়। (বেশীরভাগ ক্ষেত্রে যথেষ্ট ক্লোজআপ পজিশনে থেকেছি)
গুবরে পোকার ঐ ছবিটি আমারও অতি প্রিয়।
------------------------------------------------------------------------------
জিপসিরা ঘর বাঁধে না,
ভালবাসে নীল আকাশ
অনুভূতিতে আঘাত পাওয়ার মত একেকটা ছবি!
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
অনুভুতি এত ঢিলা হইলে ক্যামনে চলিবে?
টাইট দিন, লাইনে আসুন
------------------------------------------------------------------------------
জিপসিরা ঘর বাঁধে না,
ভালবাসে নীল আকাশ
ছবি ভালো লেগেছে। সুন্দর।
----------------
স্বপ্ন হোক শক্তি
ধন্যবাদ।
------------------------------------------------------------------------------
জিপসিরা ঘর বাঁধে না,
ভালবাসে নীল আকাশ
অসম্ভব সুন্দর ছবিগুলো! ছবিমুগ্ধ।
ধন্যবাদ।
------------------------------------------------------------------------------
জিপসিরা ঘর বাঁধে না,
ভালবাসে নীল আকাশ
নতুন মন্তব্য করুন