ঘরে ফেরার গান

যুধিষ্ঠির এর ছবি
লিখেছেন যুধিষ্ঠির (তারিখ: সোম, ২৭/১০/২০০৮ - ১১:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানটা গেয়েছেন ডেভ গ্রোল, তার ব্যাণ্ড ফু ফাইটারস-এর Echoes, Silence, Patience and Grace অ্যালবামটায়। গানটা নিয়ে অনেক মত আছে। কেউ বলেন গানটা শুধুই শিল্পীর ঘরে ফেরার আকুতি। কেউ বলেন এটা নিবেদিত হয়েছে নিরভানা-র প্রয়াত কার্ট কোবেইনের স্মৃতির উদ্দেশ্যে। কেউ বলেন এই ঘর হলো অনেক আকাংক্ষিত সেই গন্তব্য, যেখানে গেলে আবার নতুন করে সব শুরু করা যায়। ফু ফাইটারসের অনেক একনিষ্ঠ ভক্তই গানটা পছন্দও করেন না, কারণ এটাতে ডেভ গ্রোল এর তারস্বরে চিৎকার করা সুপরিচিত গলাটাও নেই। আমার কাছে গানটা শুনলেই মনে হয়, সব এখনো শেষ হয়ে যায়নি। এখনো ফেরার জায়গা আছে। স্বতন্ত্র করুণ পরিণতি মেনে না নেয়ার সময় আছে।

আজকে ষষ্ঠ পাণ্ডবের জন্মদিন। প্রথমটা। তার পূনর্জন্মের দিন তারিখের হদিশটা এখনো কেউ জানে না। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কে ইমেইল করলে হয়তো জানা যেতে পারে, কিন্তু থাকুক না সেটা রহস্যেই। তার সচলাচরণ এর মধ্যেই আপনাদের অনেককে মুগ্ধ করেছে। সে মুগ্ধতা অব্যাহত থাকুক। অচলকে সচল, অপ্রেমিককে প্রেমিক, অ-পানাসক্ত কে পানাসক্ত, কুতার্কিককে তার্কিক, অপাঠককে পাঠক, অলেখককে লেখক আর ব্যবসায়ীকে অব্যবসায়ী বানানোর তার সেই অপার ক্ষমতা অব্যাহত থাকুক। বিশ্বকর্মার পাঠশালায় তিনি পরিচিত ছিলেন চলিষ্ণুশব্দকল্পদ্রুম নামে। আজও সমাজ বলুন, অর্থনীতি বলুন, সঙ্গীত বলুন, শিক্ষাব্যবস্থা বলুন, ইতিহাস বলুন, অণুগল্প বলুন - যে কোন বিষয়েই তার পরিচ্ছন্ন আর ঝরঝরে শব্দরাশি।

তার পুনর্জন্মের নিবিড় পথচলা সফল হোক। এই গানটা শুনতে শুনতে মহাপ্রস্থানের পথের শেষে তিনি পরিপূর্ণতার নীড়ে ফিরুন। শুভ জন্মদিন।

ই-স্নিপ থেকে গানের লিঙ্ক:

Get this widget | Track details | eSnips Social DNA

পূনশ্চ, গানের কথাগুলো তুলে দিলাম।

I wish I were with you, but I couldn't stay
Every direction leads me away
Pray for tomorrow, but for today
All I want is to be home

Stand in the mirror, you look the same
Just looking for shelter, from the cold and the pain
Someone to cover, safe from the rain
All I want is to be home

Echoes and silence, patience and grace
All of these moments I'll never replace
No fear of my heart, absence of faith
All I want is to be home

People I've loved, I have no regrets
Some I remember, some I forget
Some of them living, some of them dead
All I want is to be home


মন্তব্য

যুধিষ্ঠির এর ছবি

এর আগে কখনো ই-স্নিপ থেকে গান এর লিঙ্ক দিইনি। বুঝতে পারছি না কাজ হলো কি না।

সচলায়তনে কি করে আগের লেখা সার্চ করতে হয় জানি না - না কি অতিথি লেখক বলে সে সুবিধাটা নেই আমার? তাই এ গানটা নিয়ে আগেই কোন পোস্ট দেয়া হয়ে থাকলে পুনরাবৃত্তির জন্য দু:খিত।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুভ জন্মদিন প্রিয় ব্লগার ষষ্ঠ পাণ্ডব... মূর্খতা হেতু আপনার পোস্টে কমেন্ট করার সাহস হয় কম... কিন্তু পড়ি মুগ্ধতা নিয়েই...
আর ধর্মপুত্র... আপনাকে ধন্যবাদ ব্যাপারটা তুলে ধরার জন্য।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

যুধিষ্ঠির এর ছবি

সত্যি কথা বলতে কি, আমরা বাকি পাণ্ডবরাও আজীবন ষষ্ঠ'র আশেপাশে বেশ ভয়ে ভয়েই কাটিয়েছি, না বুঝে কমেণ্ট করলে ঝাড়ি খেতে হয় যদি! খাইছে

ধুসর গোধূলি এর ছবি

- তাঁর পোস্ট দেখলেই দাঁত ব্যাথা শুরু হয়ে যায়। ব্যাথা নিয়ে যা-ও পড়ি, দাঁত ভেঙে যাওয়ার ভয়ে কমেন্ট না করেই কাটাপাতলা দেই, যদিও এইটা আমার স্বভাব বিরুদ্ধ! হাসি

জন্মদিনের অনেক শুভেচ্ছা প্রিয় চলিষ্ণুশব্দকল্পদ্রুম কে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ধ্রুব হাসান এর ছবি

শুভ জন্মদিন ষষ্ঠ পাণ্ডব আর পাণ্ডবের বন্ধুকে ধন্যবাদ গানটার জন্য।

ইশতিয়াক রউফ এর ছবি

শুভ জন্মদিন। আমিও কিন্তু বেকুব বনে যাওয়ার ভয়েই মন্তব্য করি না। খাইছে

পান্থ রহমান রেজা এর ছবি

শুভ জন্মদিন পাণ্ডব মশায়।

রাফি এর ছবি

শুভ জন্মদিন ষষ্ঠ পান্ডব.

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন - পূনর্জন্মিত, জাতিস্মর, বিচক্ষণ পান্ডব!

(আমার অবস্থা সেই নাপিতের মতো। আমি যে জানি না, সেটাই আমি জানি না, অতএব নির্দ্বিধায় আপনার লেখা টেখায় কমেন্ট করি দেঁতো হাসি)

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দেরি হয়ে গেল, তবু শুভ জন্মদিন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

যুধিষ্ঠির কে ধন্যবাদ জন্মদিনের শুভেচ্ছার জন্য নয়, গানটির পটভূমি বলার আর বিশেষতঃ কথাগুলো তুলে দেবার জন্য। কাল সারাদিন চেষ্টা করেও ইস্নিপস থেকে গানটা শুনতে পারিনি। ঢাকায় বসে ইস্নিপস থেকে গান শুনতে হলে গানটা মুখস্থ থাকতে হবে। অবশ্য ডাউনলোড করার একটা চোট্টামি পদ্ধতি বের করতে পেরেছি, তবে সুবিধা করতে পারিনি।

যাই হোক, আরেকটু বুড়িয়ে যাবার জন্য শুভেচ্ছা জানানোতে নাট্যজন নজরুল, রসিক গোধূলি, বহুমূখী প্রতিভার ধ্রুব, প্রাজ্ঞ বিশ্লেষক ইশতিয়াক, প্রিয়দর্শন পান্থ আর জীবনানন্দ গবেষক রাফিকে ধন্যবাদ। আমি কৃতজ্ঞ আপনারা কষ্ট করে, সময় নষ্ট করে শুভেচ্চছা জানিয়েছেন।

স্নিগ্ধা নিজেই একটা ইনস্টিটিউশন। সচলের যারা তাকে দেখেছেন বা কথা বলেছেন বা তার লেখা পড়েছেন তারা এই সত্যটা জানেন। সন্ন্যাসীর লেখা যারা এখনো পড়েননি, বাংলা জানা সেসব মানুষ এখনো জানেন না তারা কি অমৃত থেকে বঞ্চিত আছেন। এই দুইজন যখন শুভেচ্ছা জানান তখন অধম পাণ্ডবের জন্মদিন আলোকময় হয়ে ওঠে।



তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।