সচলায়তনের বর্ষপূর্তিতে বছরের প্রথম পোস্ট

জুলিয়ান সিদ্দিকী এর ছবি
লিখেছেন জুলিয়ান সিদ্দিকী (তারিখ: বিষ্যুদ, ০৩/০৭/২০০৮ - ৩:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(কবিতা)
অমানুষ

ভেবো না কবিতা লিখি বলে ছিঁড়তে কখনো পারবো না আমি
প্রস্ফুটিত কোনো মনোলোভা ফুল! লেখনী আমার হাতে প্রতিনিয়তই
দুরন্ত হাওয়া যেন সচল রয়েছে বলে গর্জাবে না খেরো খাতার পাতায়
চেপে বসা অন্য হাতটিতে অত্যাধুনিক মেশিনগান!

কবির বিদগ্ধ বুকে জড়াজড়ি সুন্দরের বসবাস বলে, ভেবোনাগো বন্ধু
মনের গহীনে পারবো না আর ফোটাতে ঘৃণার বিষে ধুতুরার ফুল।
আমার পিয়াসী মন ভাষা ও শব্দাবলীর ঘ্রাণময়তায়
ছোটাছুটি করে নিরন্তর বর্ণালী ছন্দের মঙ্গলঘাটায়
নিত্যদিন যায় মদালস গড়াগড়ি। তাই বলে
ভেবো না কস্মিনকালে পারবো না বিস্ফোরিত হতে রুদ্র তেজে।
দেখ নাই কি মৌন-পাহাড় চকিতে উগড়ে দিয়ে তপ্ত লাভা স্রোত
নিমেষে নিশ্চিহ্ণ করে দিয়ে যায় কী যে এক পৈশাচিক উল্লাসে
ফসলের ক্ষেত, সবুজ বনানী, মুখরিত জনপদ?

কবিতা লিখিয়ে বলে, আমি কি মানুষ নই? আর জানো নাকি-
রক্ত-মাংস আর মস্তিষ্কে গড়া মানুষ হলেই তার ভেতরে ভেতরে
করবে বসত অমানুষ একজন; যে দারুণ নিলাজ, বেহায়া সমাজ বিরোধী;
অবচেতনায় যার নৃত্যরত সদা বন্য বরাহের নিষ্ঠুর উল্লাস!


মন্তব্য

খেকশিয়াল এর ছবি

লাল সালাম

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

পাল্টা।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

পুতুল এর ছবি

এতটুকু উত্তাপ না থাকলে, কবির কলম থেকে কথার খৈ ফূটবে কী করে! অসাধারণ হইছে গুরু! আমি যদি আপনার মত আমার ক্ষোভটুকু শব্দে ধরতে পারতাম!
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আসেন দুইজনে ফাইট দেই!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

শেখ জলিল এর ছবি

দারুণ প্রত্যয়। এইতো চাই কবি..

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

ধন্যবাদ কবি।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।