শুভ লক্ষণ

জুলিয়ান সিদ্দিকী এর ছবি
লিখেছেন জুলিয়ান সিদ্দিকী (তারিখ: বুধ, ১৬/০৭/২০০৮ - ৪:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

বুঝতে হবে আমাদের চিৎকারে ওদের কানের পোকা নড়ে উঠেছে। অনেকেই মন্তব্য করেছিলেন এতে তেমন কোনো প্রতিক্রিয়া হবে না। কিন্তু সচলায়তনের অ্যাড্রেস ব্লকের মধ্য দিয়েই এটি স্পষ্ট হয়ে উঠেছে যে, সচলায়তন আর কিছু না পারলেই একটি ঝাঁকুনি দিতে পেরেছে। নড়েচড়ে বসেছে ব্যাটারা। আর তা-ই প্রমাণ হয়ে গেছে সচলায়তন কে রুদ্ধ করে দেওয়ার মাধ্যমে। এটি সত্যিই একটি শুভ লক্ষণ।

কিন্তু নব্বইয়ের গণআন্দোলনের সময়ও এরশাদের চ্যালারা নানা ভাবে জনগণকে রুখতে চেষ্টা করেছে। কিন্তু পারেনি। আমাদের সচলায়তনে উৎকীর্ন যাবতীয় প্রতিবাদের খসড়া এ কান ও কান হয়ে পৌঁছে যাবে সারা বাংলায়। যে টুকু এরই মধ্যে পৌঁছেছে এতই কেঁপে উঠছে পাহাড়। বাকি শুধু ধ্বসে পড়ার।

মুক্তিযোদ্ধার গায়ে পা, এখন বসে বসে নিজেদের পা দেখুক ওরা। সামনের দিনগুলোতে হাঁটুতে শক্তি থাকে কি না।

"বীর বাঙালী অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর"

শ্লোগানটি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বাঙালীর রক্তে আগুন ধরিয়ে দিয়েছিলো। এখনও বাঙালীর শরীরের রক্ত সব শুকিয়ে যায়নি। অবশিষ্ট যা আছে, তাতেই যদি জাগরণ আসে- তাহলে শুধু জলপাইয়ের পাতা-ডাল-পালা-রঙই আস্তাকুরে টেনে ফেলবে না- জলপাইগাছ শুদ্ধ উপড়ে ফেলতে পারে


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

সব লক্ষণ তেমনটাই বলছে। তবু একদম শতভাগ নিশ্চিত হয়ে নেই। অসমর্থিত সূত্রে অনেক রকম মন-খারাপ-করা খবর পাচ্ছি। দেখা যাক বোধোদয় হয় কিনা।


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!

মাঝ রাতের বর্ষণ এর ছবি

সাম ইনের ভূমিকায় আমি যথেষ্ট অবাক হচ্ছি । সচলের ব্লক বিষয়ে যেকোন ধরনের পোষ্ট সরিয়ে দেয়া হচ্ছে । অরিলডের জল্পাই উপাসনা নাকী রাজাকার মডুদের ভেল্কিবাজী তা বোঝা যাচ্ছে না ।

---------------

সৌন্দর্য্যে কাতর হয়ে পরার পরপরই হতাশ হয়ে পরি, তাঁর নশ্বরতায় ...

ভূঁতের বাচ্চা এর ছবি

এত্তোসব বাজে পোস্ট দেয় মানুষ ওখানে তখন তো ঐ সাইটের মডুরা খুব নাকে তেল দিয়ে ঘুমুতে পারে। আর এখন এমন আচরণ করার অর্থ কি ?
কানের পোকা ভালভাবেই নড়েছে দেখা যায়। কাপড়-চোপড় ভিজিয়ে দেবার যোগাড়।

--------------------------------------------------------

হিমু এর ছবি

দয়া করে অন্য কমিউনিটি ব্লগিং সাইটের আচরণ সম্পর্কে কটুক্তি থেকে বিরত থাকুন। সমস্যায় ফোকাস করার চেষ্টা করাই জরুরি এখন।


হাঁটুপানির জলদস্যু

কীর্তিনাশা এর ছবি

Himu bhai, apnar shathe akmot. kintu amader mon to bosh mante chay na. kisu akta shddhanto dan druto. ei bhabe chup chap boshe thaka jay na.

----------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুজিব মেহদী এর ছবি

আপাতত গোপন সুড়ঙ বেয়েই আমরা সচল আছি, থাকব যতক্ষণ পারি।

বাকরুদ্ধ হই নি এখনো।

................................................................
সবকিছু নষ্টদের অধিকারে গেছে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

আহসান হাবিব এর ছবি

আমি এখনো "সচলায়তন" এবং "সা,হো,ইন" দুটোই দেখতি পাচ্ছি।এখানে সা,হো,ইন-এর ভূমিকা সমন্ধে অবিশ্বাস আর ওখানে সচলায়তন ব্যান হওয়া সত্ত্বেও অবিশ্বাসী সতর্ক প্রতিক্রিয়া।আমাদের মধ্যবিত্ত'র মানষিকতায় নিজেকে তুলেধরার,নিজেকে প্রমাণিত করার চেষ্টা আর গেলোনা !
সা,হো,ইন-এর অনেকেই মানব-বন্ধন করার পরিকল্পনা করছে।মধ্যবিত্ত ইগোসেন্ট্রিক আবেগ'কে ঠেলে আমাদের সবার উচিত মানববন্ধন-এর মতো কোন কর্মসূচী গ্রহণ করা,সফল করা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।