খাইসি তরে

জুলিয়ান সিদ্দিকী এর ছবি
লিখেছেন জুলিয়ান সিদ্দিকী (তারিখ: শনি, ১৯/০৭/২০০৮ - ১০:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাঙ্গালী কুল্লু আকেল! মাফি শারাব!

একবার আমাকে পরিচয় করিয়ে দেবার সময় আমার সিরিয় বন্ধু ফয়সাল তার আরেক বন্ধুকে বলেছিলো। যদিও কথাটি বেশ কিছুদিনের পুরোনো, তবুও ভাবনাটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিলো। সত্যিই তো। পৃথিবীতে অ্যাত্ত আ্যত্ত ভাষা আছে সব ভাষাতেই তরল বস্তু পানের ব্যাপারটা আছে অথচ আমরা খুইয়ে বসেছি আমাদের পান করার বিষয়টি। ছোটবেলা যখন বিভিন্ন গল্প পড়তাম তখন সেখানে পানি,চা অন্যান্য তরলের বিষয়ে পান করার কথা উল্লেখ করা ছিলো। কিন্তু সর্ববস্তু খাওয়ার ব্যাপারটি কেবল মুখের ভাষাতেই ব্যবহার্য ছিলো। কিন্তু কোনদিন থেকে যে লেখ্য ভাষা থেকেও পান করার ব্যাপারটি উঠে গিয়ে খাওয়া খাওয়ির ভেতর অনুপ্রবেশ ঘটিয়েছে তাই বিস্ময়।

আমরা চা খাই। সিগারেট খাই। ভাত খাই। জুস খাই। দুধ খাই। তামাক খাই। মাল খাই ইত্যাদি। হালে আরো কত কথাই হয়তো আমদানী ঘটেছে যা আমার অজানা।

১. কেউ কারো উপর খুব বেশি রেগে গেলে বলতাম, ‘খাইসি তরে!’

২. একবার ঢাকার রেলওয়ে হাসপাতালে (ফজলুল হক হলের সামনে। বর্তমানে সরকারি কর্মচারি হাসপাতাল।) রুগি হয়ে ভর্তি আছি। সন্ধ্যার খাবারের আগে নার্স একটি ট্রলি ঠেলতে ঠেলতে এগিয়ে আসছিলো আমার নৈশাহারের পর সেব্য অষুধ দিয়ে যেতে। তার সঙ্গে সঙ্গে আসছিলো আরেকজন পুরুষ নার্স। এ সময়টাতে আমি প্রায়ই ঘুমিয়ে থাকি। কিন্তু কোনো কারণে তখনই হয়তো ঘুমটা ভেঙে গিয়ে থাকবে। শুনতে পাই পুরুষটি বলছে, (হয়তো সেবিকাটিকে) আফনে হুনি রাহেন, আঁই ওই শালিরে একহাজার টিঁয়া অইলেও খাইয়ুম!’

৩. বি.সি.এল (বাংলাদেশ কন্সালট্যান্ট লি:)-এর আর্কিটেক্ট মাহবুব ভাই একদিন নারায়নগঞ্জ এলাকার কোনো এক ব্যক্তির দোতলা একটি বাড়ির ডিজাইন করালেন। প্রিন্টের পর তা দেখে তেমন সন্তুষ্ট হতে পারলেন না। বললেন, ‘আইচ্ছা, আগে দেখি ব্যাটা এই ডিজাইনটা খায় কি না। না খাইলে পরে আরেকটা ডিজাইন কইরা দিবো।’

৪. ২০০৬ এর বই মেলার আগে মুক্তদেশ প্রকাশনের জাবেদ ইমনের ওখানে গেছি। আমার ”আরেক জীবন” উপন্যাসের প্লেট তৈরীর জন্য ট্রেসিং-এ প্রিন্ট নিচ্ছে। (প্রকাশক ছিলো বইপত্র গ্র“প অব পাবলিকেশন্স এর মাহবুবুর রহমান বাবু।) ইমন তার একটি কবিতার বইয়ের প্রচ্ছদের কাঁচা রঙিন দেখিয়ে বললো, ‘আমার কবিতার বই বার করতেসি। পাবলিক যাতে খায়, তার লাইগ্যা প্রচ্ছদের উপরেই জোর দিতাসি। কেমন হইলো?’

৫. নো কান্ট্রি ফর ওল্ড মেন শিরোনামে শিক্ষানবিশ-এর ব্লগে রায়হান আবীর কমেন্ট করেছে ”....(মুভিটা দেখার ক্ষেত্রে) এইটাও সময় করে একদনি খেয়ে ফেলবো।”

৬. হাওয়ার উপর তাওয়া ভাজে কেরে! শিরোনামে ফারুক ওয়াসিফের ব্লগে মন্তব্যের এক জায়গায় ফারুক হাসান লিখেছেন- ”সুতরাং বিষয়টা পাঠক খাবে।”

এভাবেই এখন অনেক কিছুই পাবলিকের খাওয়ার বস্তুতে পরিণত হয়েছে। আমরা এখন অনেক কিছুই খাই। ভবিষ্যতে যে আরো কী খেতে হবে তা ভবিতব্যই জানে! দেঁতো হাসি


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি
জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আইওয়াহ!

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍কুল্লু আকেল! মাফি শারাব!

মানে কইরা দ্যান। আরবি, উর্দু, হিন্দি - কিস্যু বুঝি না।

আপনার লেখাটা খেয়ে বেশ লাগলো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

কুল্লু- সব
মাফি- কিছুই না
আকেল- খাওয়া (চিবিয়ে)
শারাব- পান করা
= এইবার জোড়া দেন!
সব খায়। কিছুই পান করে না।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

মুশফিকা মুমু এর ছবি

আপনার এই লেখাটাও খাইলাম দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

পড়বেন কখন?

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

কীর্তিনাশা এর ছবি

আমিও এই সুস্বাদ লেখাটা খাইলাম।

-----------------------------
সচল আছি, থাকবো সচল!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

পড়ার জন্য রইলো বাকি।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

তীরন্দাজ এর ছবি

খাওয়ার মতোই লেখা। সকালে নাশত হিসেবে খেয়ে মজাই পেলাম।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

তাইলে আপনের নাস্তাটা আমারে দ্যান।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

পুতুল এর ছবি

ভাই কিজানী একটা খাওয়ার জিনিস বাদ এল! হেইডা কী ? ঘুষ?
ঘুষ খোররা আপনেরে কত টেহা ঘুষ খাওয়াছে হে গো নাম বাদ দেওনের লাইগ্যা?
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

পানি ছাড়া জীবন বাঁচে না। তেমনি ঘুষ ছাড়া অনেক সরকারি চাকর বাঁচে না। খুব দামী খাদ্য- সাধারণের ধরা-ছোঁয়ার বাইরে।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

রায়হান আবীর এর ছবি

খাই খাই...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

এরকটু দেই?

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

শেখ জলিল এর ছবি

... খাই খাই স্বভাবটা বাংলাদেশরেও খাইলো।!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

এ বিষয়ে অনেক আগেই ছাড়পত্র পেয়ে গেছি। দেঁতো হাসি

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

খাইছে !
অনেক রকম খাইদাই দেখি...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

রসনাটা পরখ করবেন নাকি একটু? চিন্তিত

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

পান্থ রহমান রেজা এর ছবি

জুলিয়ান ভাই, খাওয়াবার লাইগা আমরা বিজ্ঞাপন এজেন্সি তো আছিই। হঠাৎ আপনি আমাদের পাবলিকরে খাওয়ানোর মধ্যে আইলেন ক্যা। দুর মিয়া, অন্যজনের ভাত মারবার চান দেখছি।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

ভাইরে, চাইলের যেই দাম! ভাত না মাইরা আর উপায় কি?

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

মুজিব মেহদী এর ছবি

আমি ঠিক খেলাম না। কারণ এই রস(রম্য)রচনার রসটা পান করেই বেশি আরাম লাগল।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

পান করা ভুলে গেছি বহুদিন। সচল অচল সবাই মিলে চেষ্টা করি আমাদের ভাষায় পান শব্দটার পুন: প্রচলন করতে। "চর্ব-চোষ্য-লেহ্য" যোগ্য খাবার গুলোই খাবো বলে লিখি। আর ‍"পেয়" যাবতীয় পান করার কথা লিখি।

রসাস্বাদনের জন্য আপনাকে অভিনন্দন মুজিব মেহদী।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

রেনেট এর ছবি

দেশে বোধহয় একবার একটা সিনেমা হইসিলো..."খাইছি তোরে"
ঐ সিনেমার স্ক্রিপ্ট কি আপনি লিখছিলেন? চিন্তিত
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

বেশ ভাবিয়ে তুললেন দেখছি! আচ্ছা পরে না হয়... চিন্তিত

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

দেবোত্তম দাশ এর ছবি

আমিও বেশ বিপাকে পড়ি যখন আমার হিন্দীভাষী ভাই বলে তুমলোগ সব খাতা হে ? কি করে বোঝাই ?
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আসেন আমরা পাণিয় খাওয়ার বিরুদ্ধে সোচ্চার হই। তরল আহার্য বস্তুকে পান করি। লেখায়ও তা ব্যবহার করি।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।