আমি যখন সচলায়তনে প্রবেশ করি তখন অনেক সচলের উপস্থিতিতে মুখর থাকতো সচলায়তন। কিন্তু কী যে হলো- অনেক দীর্ঘসময় ধরেই কোনো কোনো সচলের দেখাই পাওয়া যায় না। তাঁদের মধ্যে শাহীন হাসান | সুদীর্ঘকাল ধরে অনুপস্থিত। আমার মনে হয় সচলায়তনে প্রবেশের পর বর্তমানে তাঁকেই দীর্ঘকালীন শীতনিদ্রায় দেখতে পাচ্ছি।
শাহীন হাসান আপনি কোথায়??????????????
মন্তব্য
- ঠিকই বলছেন। কবি শাহীন হাসানরে আমিও খুঁজি। সেইরকম খিচুড়ি খাওয়াইছিলেন তিনি রাইন্ধা।
অ শাহীন ভাই গেলেন কই?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কই?
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
- ক্যারা?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
লেখার সময় পাইনা। দৌড়ের উপর কাটছে সময়। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে শীতের শেষে (এপ্রিলের শুরুতে) হয়তো আবারো সরব হওয়া যাবে।
আপনে কে ভাই ?
শাহীন হাসান এখন প্রকৃতি প্রেমিক হইছে নাকি !!!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সরি ভাই, আপনাকে ভুল বোঝানের জন্য। আমি আসলে আমার কথাই বলছিলাম। নিজে লিখতে পারছিনা তো তাই।
হুমমম
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ইয়া হাবিবি!
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
মোবাইল আর অন লাইনের যুগে মানুষের নিখোঁজ থাকার অধিকার মৌলিক অধিকারের মধ্যে অন্তভূর্ক্ত করা উচিত
গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। অনেকেই অনেক সময় হারিয়ে যায়। কিন্তু ক্যান? জাহিদ ভাইরেও তো অনেকদিন দেখি না।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
হুমম, অনেককেই দেখা যায় না আজকাল।
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
সচলের অতন্দ্র প্রহরী ভাইজানের কি কুনুই দায়িত্ব নাই এই ব্যাপারে?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
শাহীন ভাইকে আমিও মিস করছি অনেকদিন ধরে। শাহীন ভাই, কোথায় আপনি, দেখা দেন ভাই?
লীলেন ভাইয়া যথারীতি আইসা তার অতি বিখ্যাত উক্তিটি দিয়া আমাদের ধন্য করলেন !
ডুব মারা ভাল তবে বেশীদিন একনাগারে ডুব মারা খুব খারাপ !
--------------------------------------------------------
সচলায়তনে অসচল সচল বিষয়ে কোনও নীতিমালা নেই?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
যারা বহুদিন ধরে নিখোঁজ তাদের আবার নতুন করে সচল হবার পরীক্ষায় বসিয়ে দেয়া হোক।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
সবাইকে ধন্যবাদ। কিন্তু শাহীন হাসান তবুও নিশ্চুপ।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
নতুন মন্তব্য করুন