নষ্ট সময় (সম্পূর্ণ)

জুলিয়ান সিদ্দিকী এর ছবি
লিখেছেন জুলিয়ান সিদ্দিকী (তারিখ: রবি, ২৪/০৮/২০০৮ - ৪:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যদিও ব্লগে ধারাবাহিক ভাবে উপন্যাস পোস্ট করলেও সচল সংশ্লিষ্টতার একটি সুযোগ আপাতত থাকে। কিন্তু পুরো উপন্যাসটি একবারে দিয়ে দিলে পোস্ট করার মত তো এমন কিছু আমার মাথা থেকে বের হবে না। তবু আমার প্রিয় অলস আর আরামপ্রিয় পাঠকদের জন্য নিরুপায় হয়ে পুরো উপন্যাসের লিংক দিলাম।

তবে একটি কথা বলে রাখি- আগামী ২০/২৫দিন আমার কোনো নতুন পোস্ট না দেখলে দোহাই আমাকে নিখোঁজ তালিকায় তুলে দেবেন না। চিন্তিত
http://www.banglabook.com/bangla/Nasto%20Samoy.pdf


মন্তব্য

পলাশ দত্ত এর ছবি

লেখাটা প্রিয় পোস্টে নিয়ে ধরে রাখলাম। একসঙ্গে পরে ফেলতে পারবো। তারপর আশাকরি নিরাশ হবো না।।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অতন্দ্র প্রহরী এর ছবি

লম্বা উপন্যাস জন্যে কখনো পড়িনি আপনার এই নষ্ট সময়। কারণ জানতাম শেষে পুরো উপন্যাসের একটা পিডিএফ আসবে। এখন ডাউনলোড করলাম। পড়ে পরে জানাবো কেমন লাগল হাসি
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

শেখ জলিল এর ছবি

ধন্যবাদ। পিডিএফ সেভ করে রাখলাম। এখন সময় নিয়ে পড়া যাবে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

দেবোত্তম দাশ এর ছবি

পিডিএফ পাতাটা খুলছে না, একটু দেখবেন ?
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

banglabook.com দেখেন।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।