অফিসে নানা ধরনের লোকজন আসে। ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার। আমার কাছে নানাবিধ ড্রইঙের কপি চায়। আমি তাদের ভাষা বুঝি না। কেউ কেউ যে ইংরেজি বলে তাও আমার চেয়ে খাসা। যে কারণে ধরতেও পারি না যে, বলছে কি!
ভেবেছিলাম যে যে আরবি শব্দগুলো শুনে মনে রাখতে পারবো সেগুলো কাগজে টুকে রাখবো। পরে সুযোগ মত পুরোনো বাঙালি বা ভারতীয় কারো কাছে জিজ্ঞেস করে অর্থটা লিখে নিয়ে মুখস্ত করে ফেলবো। সে আশায় কাগজ পেন্সিল সব সময় হাতের কাছেই তৈরী রাখি।
তো, আমাদের প্রজেক্ট ম্যানেজার হিশাম। যার দেশ হচ্ছে মিশর। সে ইংরেজি আর আরবি মিলিয়ে কথা বলে। তাই আরবি মোটে না বুঝতে পারলেও মোটামুটি কাজ চলে।
আমি কাজ শুরু করার সপ্তাহ খানেক পর হিশাম এসে আমাকে জিজ্ঞেস করতে লাগলো- গাভিদ ইগি? (গাভিদ এসেছে?)
আমার মনে প্রশ্ন - গাভিদ কি?
পাশের ফিলিপিনো ইঞ্জনিয়ারকে জিজ্ঞেস করি, - এশ গাভিদ? (গাভিদ কি?)
সে জানায় - সার্ভেয়ার।
আমি কাগজে টুকে ফেলি, গাভিদ=সার্ভেয়ার।
ভেবেছিলাম গাভিদ (গাওয়িদ) আরবি শব্দ। মনে মনে খুশি হচ্ছিলাম যে, সার্ভেয়ারের আরবি শব্দটা আমি শিখে ফেলেছি!
তারপর সে একটি ড্রয়িং প্রিন্ট করতে বলে এস্রি পেপারে। এস্রি শব্দটা সম্ভবতঃ ইংরেজি। যেহেতু আমার ইংরেজি জ্ঞান সীমিত, মোটে চল্লিশ-পঞ্চাশটা শব্দ। কাজেই এটি হয়তো আমার জ্ঞান বহি্র্ভূত কোনো শব্দ হবে। কিন্তু কাগজের যে ক’টি সাইজের কথা আমার জানা আছে তার মধ্যে এস্রি কোনো সাইজ নেই। তাই মনে মনে ধরে নেই যে এ-থ্রি সাইজের কথাই বলছে। যাই হোক, হিশাম বললো যে, সে রাতের বেলা এসে প্রিণ্ট নেবে। ফলে তখনই ঝামেলা থেকে বেঁচে যাই। কিন্তু বিকেলে এক ভারতীয় সার্ভেয়ার এসে এ-থ্রি পেপারে ড্রয়িং প্রিন্টের কথা বলে জানালো যে, হিশাম তাকে পাঠিয়েছে সেটা নেয়ার জন্যে। আমি তখন এ-থ্রি পেপারে প্রিন্ট করা ড্রয়িং এগিয়ে দিয়ে বলি- হিশাম গাভিদকা বারে মে পুছা থা। (হিশাম গাভিদের কথা জিজ্ঞেস করেছিলো।)
তখন সে জানালো, -ম্যায় হু জাভিদ। (আমিই জাভিদ।)
বিস্মিত আমি বলি, -গাভিদ কৌন? (গাভিদ কে?)
জাভিদ হেসে জানালো -মাসরি লোগ অ্যায়সেই বোলতা। মেরেকো বোলতা গাভিদ। অর্থাৎ মিশরের লোকেরা এভাবেই বলে। আমাকে বলে গাভিদ।
মন্তব্য
ইংরেজী জী (g) এর উচ্চারণ বোধ হয় আরবীতে গী হয়ে গেছে! কিন্তু জী কে জার্মানরাও গে বলে।
মজার অভিজ্ঞতা!
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
G এর কারণে না। ব্যাপারটা হচ্ছে আরবি বর্ণ 'জিম' এর কারণে। জিম-কে তারা 'গীম' বলে।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
স্প্যানীশ এ G নিয়া মহা কেলেংকারী
Ga-গা
Ge-খে (general-খেনেরাল)
Gi-খি (registro-রে্খিস্ট্র)
এমনই একটি কিছু। নিজেদের মতই করে নিয়েছে।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
স্প্যানীশ G নিয়া আরো জানার ইচ্ছা থাকলে দেখুন এখানে।
G=গোলমেলে
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
হয় হয়, এমন হয়
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
আসলেও!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
পোষ্টের শিরোনামখানা ব্যাপক হয়েছে ভাই ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
চাইসিলাম আরো বিকটতর করতে। শব্দ জুটলো না।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
প কে বলে ব। বুঝেন ঠ্যালা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
থ-ও বলতে পারে না। Thank You= স্যাঙ্ক্যু। খুবই কঠিন অবস্থা!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
মজার!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
তেমন আর হইলো কই!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
ভাল বিপদে আছেন দেখি!
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
বিপদ মানে! কওনের মতন না!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
আপনেরে কি গুলিয়ান ডাকে?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
উঁহু, মনে হয় 'ঝুলি আন' ডাকে !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আরবরা আমার এই নাম জানে না। এইটা তো ২০০৫সালের নাম। তারা জানে ১৯৬৮সালের নামটা।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
সমস্যা আরবি 'জিম' বর্ণ নিয়া। বাংলা বর্গীয়-জ নিয়া না।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
এই নাম পাসপোর্টে নাই। এইটা তো লেখালেখির লাইগ্যা ভূয়া নাম লইসি।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
এ তো দেখি কঠিন অবস্থা ! খুলিয়ান ভাই (স্প্যানিশ) !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
দাদা, আপনে কি ই হইয়া গেলেন নাকি?
জুলিয়ান তো ইংরেজি 'J' দিয়া। স্পেনে যাওনের চান্স নাই।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
হায় হায়, তাইলে একটাও লাগলো না ! মানে দুইটাই মিস ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
চশমা লন। আর টার্গেট প্র্যাকটিস করেন তাড়াতাড়ি!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
গুরিয়ান সিদ্দিকী
ভালো নাম
লীলেন ভাই আমারে এই নাম দিলেন? এখন যদি সব গুঁড়া কইরা ফালাই নয়তো সবেরে "গুরিয়া" বানায় ফালাই -পরে কিন্তু দোষ দিতে পারবেন না!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
ছোট বেলায় শোনা গল্প। পন্ডিত জওয়াহেরলাল নেহেরু আর গামাল আব্দেল নাসের ভালো বন্ধু। ইয়োগোস্লাভিয়ার টিটোর সাথে মিলে ন্যাম-এর ত্রয়ী সষ্টা। নেহেরু গেলন মিশরে সরকারী সফরে। কিন্তু আরবীতে তো প নেই, ঐ উচ্চারণ কেউ বোঝে না। কাগজে বিরাট শিরোনাম বের হলো ঃ WELCOME TO BANDIT NEHRU.
আরবির মাজেজা (অবশ্যই মাগেগা নয়।)
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
নতুন মন্তব্য করুন