অনেকদিন আগে প্রায় সবার অগোচরেই কানামাছি নামে একটি উপন্যাস পোস্ট করেছিলাম। সেটা তখনকার জন্য গোপন রাখতে প্রথম পাতায় প্রকাশ না করে নিজের ব্লগে রেখেছিলাম। কিন্তু দেখা গেল কোন ফাঁকে পুতুল সেখানে ঢুঁ মেরে মন্তব্য করে চলেও এসেছেন।
পরে লেখাটিকে এখান থেকেই কপি করে নিয়ে আরো কিছুটা ঘঁষামাজা করলাম। এবং সচলদের জন্য তা আবার পিডিএফ করেই দিলাম। এ না হলে যে আমার ইস্নিপ্সের ভান্ডারে এটিকে রাখতে পারবো না। ধন্যবাদ।
http://www.esnips.com/doc/d9de08e6-148c-42d2-9ce3-9e044480402a/kanamachhi
মন্তব্য
ঘঁষামাজা > ঘষামাজা
ভান্ডার > ভাণ্ডার
ধন্যবাদ অ-নে-ক বার।
.
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
নতুন মন্তব্য করুন