বেশ কিছুদিনের পত্রিকা দেখা হয়নি। একগাদা নিয়ে বসেছিলাম। তারিখ টুকে রাখিনি, হয়তো কিছু কিছু চোখ এড়িয়েও গিয়েছে; তারপরেও যেগুলো চোখে পড়ল তারমধ্যে কয়েকটা ছিল এরকম -
১) বিএসএফ মাঝরাতে বর্ডার পার হয়ে এসে এক গ্রামে হামলা চালায়। রীতিমত ঘরের দরজা ভেঙ্গে মহিলা ও শিশুদের মারধোর করে এবং পুরুষদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সবার মিলিত বাঁধায় শুধু পিটিয়ে আহত করে রেখে যায়।
২) বাংলাদেশের সীমান্তের ভেতরেই বর্গা নাওয়া জমিতে সেচ দিচ্ছিল একজন। বিএসএফ তিনবার গুলি করে তাকে। চোখের নিচে গুলি লাগায় ঘটনাস্থলেই নিহত। বিনা উস্কানিতে গুলি করে মারায় বিজিবি তীব্র প্রতিবাদ জানিয়ে ফ্ল্যাগ মিটিং ডেকেছে।
৩) অপহরণ করার সপ্তাহ খানেক পর কয়েকজন বাংলাদেশিকে ফেরত প্রদান।
৪) সীমান্তের ভেতরে ঢুকে পিটিয়ে বাংলাদেশি হত্যা।
--- এবার কী?
মন্তব্য
এপ্রিলের পর মোট দশটা ঘটনার তালিকা এখানে পাবেন।
হিম্ভাই, তালিকা বড় এবং ছোট যাই হোক, একটা ঘটনাই হোক না শুধু; তফাৎ কী তাতে? আসলে আমার অস্বস্তিবোধ থেকেই এই লেখাটা ছিল। যখন এটার বিরুদ্ধে দাঁড়ানোর কথা উঠেছিল তখন অন্তর থেকেই সাথে থাকতে চেয়েছি। এখনও চাই। কিন্তু নিজে যেহেতু নেতৃত্ব নাওয়ার বা দাওয়ার ক্ষমতা নাই কাজেই এখন আমাদের করনীয় কী হবে সেটা জানতে চাচ্ছিলাম।
নাকি অন্য আর দশটা হুজুগের মতো এইটাও ধামা চাপা পড়ে যাবে?
যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...
নির্ভর করছে আপনার ওপরই। মঙ্গলগ্রহ থেকে কেউ এসে জিনিসটা চালাবে না।
সৌরভ কবীর
কিছুদিন আগে পত্রিকায় দেখেছিলাম , র্যাব সদস্যকে ধরে নিয়ে গেছে বি এস এফ।অথচ ভারত বার বার কথা দেয় সীমান্তে বাংলাদেশীদের আর হত্যা আর হবেনা । ভারতীয় দের কথায় ও কাজে মিল খুব কম পাওয়া যায়। তারা অনেক ক্ষেত্রেই বাংলাদেশ কে দেওয়া প্রতিশ্রুতি পুরন করছেনা ।
ভূতের মুখে রাম রাম শোনা যায় এই কালে বেশী
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
ভারতীয় পণ্য কিনে হোন ধন্য
ভারতীয় মিডিয়া ধন্য হোন দেখিয়া
______________________________________
পথই আমার পথের আড়াল
খবরের কাগজেই এই, আর বাস্তবে যে কত খারাপ অবস্থা -
facebook
ভাই বাংলাদেশের পুরাটাই কোনদিন দখল কইরা নিবো সেই অপেক্ষায় থাকেন!!
jatra shuru
একেবারে কিছুই হয়নি তা বলা যাবেনা। মানুষের মাঝে কিছুটা হলেও সচেতনতা তৈরী হয়েছে। এই যেমন, আমি ও আপনি!
নতুন মন্তব্য করুন