উসমান সেমবেন : মারা গেলেন আফ্রিকান চলচ্চিত্রের জাহাজী

যূথচারী এর ছবি
লিখেছেন যূথচারী (তারিখ: বিষ্যুদ, ১৪/০৬/২০০৭ - ১১:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

"আপনি জনগণের প্রতিনিধি, আপনি আগে যাবেন।"
"না, আপনি সরকারের প্রতিনিধি, আপনি আগে।"

বলছিলাম, আফ্রিকান চলচ্চিত্রের জনক বলে খ্যাত উসমান সেমবেনের XALA ছবির একটি সংলাপ। একটি জমকালো পার্টির সদর দরজায় টেকনোক্রেট মন্ত্রী এবং নির্বাচিত এমপি তর্ক করছিলেন কে আগে পার্টিতে ঢুকবেন তা নিয়ে। সরকার না জনগণ- রাষ্ট্রের কোন অঙ্গটি বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিষ্পত্তির বিতর্কে ততক্ষণে তাদের পেছনে জমে গেছে দীর্ঘ কিউ।

উসমান সেমবেন মারা গেছেন। কবে মারা গেছেন, এই বিষয়টিও নিশ্চিত করে বলতে পারেননি সাংবাদিকরা। ফরাসি চলচ্চিত্রের দিকপাল রবার্টো ব্রেসোর মৃত্যুর সাথে সেমবেনের মৃত্যুর অদ্ভুত মিল। ব্রেসোর মৃত্যুর সাতদিন পর দুধওয়ালা না খবরের কাগজওয়ালা ত্যক্ত বিরক্ত হয়ে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তার লাশ দেখতে পান। উসমান সেমবেনের মৃত্যুটিও অনেকটা ওই রকমই। এমনকি কান ফেস্টিভ্যালে যখন উসমান সেমবেনের চলচ্চিত্র নিয়ে আলোচনা হচ্ছে, উসমানের জীবনী শিক্ষা দেওয়া হচ্ছে নবীন চলচ্চিত্রকারদের তখনো উৎসবকারীরা জানেন না- মারা গেছেন উসমান। চলচ্চিত্র এবং জীবন- এই দুই বিষয়েই ব্রেসো এবং উসমানের মধ্যে এক অদ্ভুত মিল খুঁজে পাই আমি। অথচ এদের একজন ঔপনিবেশিক ফ্রান্সের এবং অন্যজন ফ্রান্সেরই সেই সময়ের উপনিবেশ সেনেগালের মানুষ।

জেলে কিংবা জাহাজী যে পরিচয়-ই বলুন না কেন, সেমবেনের আসল পরিচয় তার মানুষকে চেনার দৃষ্টি।

*লেখাটি চলছে


মন্তব্য

হযবরল এর ছবি
দেখিনি সেমবেনের ছবি। রবার্ট ব্রেসো শুনে কার্টিয়ার ব্রেসোর কথা মনে পড়লো। দুই ব্রেসো কি কোনভাবে আত্মীয় ?
যূথচারী এর ছবি
কোন কার্টিয়ার? ফটোজার্নালিস্ট? যতদূর জানি দু'জনে একই সময়ে প্রায় একই ধারার চর্চার সাথে জড়িত ছিলেন। কার্টিয়ারকে তো পরাবাস্তববাদী বলা হয়, তাই না? ফিল্মে ব্যাপারটাকে বোধ হয় অমনভাবে আনতে পারেননি ব্রেসো, তার ফিল্মকে আমি রিয়েলিস্টিকই বলবো*; তবে বালথাজারে একটু বোধহয় এসেছিল। সবচেয়ে বড়ো কথা, দু'জনের কাজই ভাল। বাদ-ফাদ না বুঝলেও ভাল লাগবে। ফ্যামিলি এক কিনা এটা কখনও ভাবিনি। এমনকি কার্টিয়ারের বউ রত্না মোহিনী ইন্ডিয়ান কিনা এটাও কখনো মনে আসেনি। ভাল কথা তুলেছেন, জেনে দেখবো। *অনেকে নিওরিয়েলিস্টিক বলে। ______________________________________________ চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম... আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...

চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...

হযবরল এর ছবি
'বাদ-ফাদ না বুঝলেও ভাল লাগবে' বুঝি নাই। আমি ফটোজার্নালিস্টের কথাই বলছিলাম। ওরে নিয়ে কি কোনো মুভি বানানো হয়েছে জানেন?
যূথচারী এর ছবি

বাদ-ফাদ মানে ইজম-ফিজম, এইসব
______________________________________________
চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...


চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।