আজ ফাগুনের আগুন ঝরা কৃষ্ণচূড়া,
বলছে আমায় হারিয়ে যেতে দূর অজানায়।
কঁচি পাতার সজীব প্রাণের আলতো ছোঁয়ায়,
মন যেন চায় পাশে পেতে শুধুই তোমায়।
দখিনা হাওয়ার দোলায় সকল গাছের পাতা দোলে,
তুমি আসবে বলে কষ্টগুলো যাচ্ছে যেন উড়ে।
আড়াল থেকে কোকিল ডাকে,
কুহু সুরে এ মন ভোলে।
নদীর জলে ঢেউ জাগে,
তোমার আসায়, এ হৃদয় দোলে।
আজ প্রজাপতি ডানা মেলে,
যাচ্ছে উড়ে দুলে দুলে।
তবে কেন তুমি থাক দূরে,
দাওনা ধরা হাত বাড়িয়ে।
দোয়েলও আজ গান ধরেছে,
গাছের ডালে হৃদয় মেলে।
আজ আমিও দরজা খুলে
দাঁড়িয়ে আছি, তুমি আসবে বলে।
মন্তব্য
বাহ্! ভালো তো!
--------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
গীতিকবিতার স্বাদ পাওয়া গেলো।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন