তোমার মাঝে দেখিনি আমি গ্রীষ্মের রূক্ষতা,
দেখিনি বর্ষার বিধ্বংসী রূপের ছাঁয়া।
কিংবা জড়াগ্রস্থ শীতের বিষাদময় প্রতিমূর্তি,
তোমার থেকে আলাদা তো সে সবই।
শরতের স্নিগ্ধতা অনুভব করেছি তোমার মাঝে,
যা করেছে শীতল এ হৃদয়কে আমার।
আর দেখেছি বসন্তের সঞ্জিবনী শক্তি,
নতুন করে বাঁচতে শেখার তীব্র আশা।
তবে সব ছাপিয়ে দেখেছি তোমার মাঝে,
হেমন্তের মত এক অকৃত্তিম সরলতা।
যা তোমার মনের সাধারন সব কিছুকেই,
করে তুলেছে একটু ভিন্ন, অনন্য।
মন্তব্য
বাহ! দারুন লিখেছেন তো, খুব সুইট
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
কবিতা লিখুন প্রাণ খুলে, তাকে সাজান কল্পনার রঙ তুলি দিয়ে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ভালো লেগেছে। আরও লিখুন..
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন