আমি মেঘ হয়ে তোমায় নিয়ে দূর আকাশে চাই বেড়াতে,
তুমি বৃষ্টি হয়ে সেথা হতে আমায় আনো মর্তলোকে।
আমি পাখি হয়ে বাঁধন ভেঙ্গে দূর অজানায় চাই হারাতে,
তুমি খাঁচা হয়ে নিয়ম দিয়ে বাঁধতে চাও সেই আমাকে।
আমি পথিক হয়ে আচিন পথের শেষ ধাপটা চাই দেখতে,
তুমি তারা হয়ে চিনিয়ে দাও সঠিক পথটা কোথায় আছে।
আমি সুবাস হয়ে হাওয়ায় ভেসে সবখানেতে চাই ছড়াতে,
তুমি মৌমাছি হয়ে মধুগুলো জমা কর এই হৃদয়ে।
আমি নদী হয়ে সবার মনের দুঃখগুলো নেই কুড়িয়ে,
তুমি সাগর হয়ে যত্ন করে তাদের মোছো এ মন থেকে।
আমি কাবিতা লিখে কথার মাঝে কষ্টগুলো চাই লুকোতে,
তুমি বন্ধু হয়ে পাশে থেকে সুখ এনে দাও এই হৃদয়ে।
মন্তব্য
নতুন মন্তব্য করুন