আমার তো তখন মোটামুটি অজ্ঞান অজ্ঞান অবস্থা! আর বিপু আমার অবস্থা দেখে কিছুটা চিন্তিত ও বিচলিত!
স্যুট-প্যান্ট যদি সত্যি সত্যিই খুলে নেয়, এর চাইতে বড় অপমান আর কি হতে পারে? মুখটাই বা দেখাব কিভাবে ওই কাল মিনিস্কার্ট, জিন্সওয়ালীদেরকে?
মাথাও ঠিকমত কাজ করছেনা। কি করব কিছুই বুঝতে পারছি না!
একটু ডানদিকে তাকাতেই দেখলাম, হলরুমটার পাশ দিয়ে (আমাদের থেকে সাত-আট গজ দূর দিয়ে) মানুষের লম্বা একটা লাইন যাচ্ছে! এই খানিক্ষন আগে আমরা যেদিক দিয়ে বের হতে চাচ্ছিলাম, সেদিক দিয়েই এরা আসছে; এবং যেদিক দিয়ে আমরা প্রথম এই হলরুমটাতে প্রবেশ করেছিলাম, সেদিকেই যাচ্ছে!
যেভাবে লাইন করে যাছে, বোঝা গেল এরাও কনসার্ট দেখার পার্টিই হবে হয়ত!
যাই হোক বসে বসে চিন্তা করছি কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়? টিকেটগুলা কি দেখাব ওয়েটারকে? এতে কি কাজ হবে - কেন যেন ঠিক বিশ্বাস হছিল না।
দু’মিনিট পরই ঘটল আশ্চর্যজনক ঘটনাটি।
কোত্থেকে কি হল, হঠাৎ আমার মাথার পিছনে যেন একজোড়া চোখ গজালো! (চোখ গজানোটাকে আশ্চর্যজনক বলছিনা কিন্তু - চোখ তো গজাতেই পারে, এতে আশ্চর্যের কি আছে?)
আশ্চর্যের যে ব্যাপার তা হল, আমি ওই চোখ দিয়ে পরিষ্কার দেখতে পেলাম - আমাদের ওয়েটার ব্যাটা হঠাৎ ‘এই যে, এই যে’ বলে দৌড়ে গেল ওই মানুষের লাইনটার দিকে! ভাবসাব দেখে মনে হল সে যেন কাউকে ধাওয়া দিচ্ছে পাকড়াও করার জন্য! লাইনটার সম্মুখভাগেও দু’একজনের তৎপড়তা চোখে পড়ল, কেমন যেন চোর-চোর চেহারা, বা ধরা পড়ে গেছে এ টাইপ চেহারা করে লুকাতে চাচ্ছে!
আমার মাথা একদম সময়মতো কাজ করল!
চকিতে দাঁড়িয়ে বিপুকে জরুরী ভঙ্গিতে মাত্র দু’টা শব্দ বললাম, ‘বিপু……পলা’!!
বলতে বলতেই আমি চুপচাপ হাঁটা ধরেছি সামনের দিকে! বিপু কোন প্রশ্ন করে নাই, কোন সময় নষ্ট করে নাই; বিনা বাক্যব্যয়ে আমার সাথে হাঁটতে শুরু করল!
আমরা দু’ভাই চেহারায় যতটা সম্ভব ব্যক্তিত্ব ফুটিয়ে বলিষ্ঠ, দৃপ্ত পদক্ষেপে পালাতে শুরু করলাম!
হলরুমটা থেকে বের হয়েই পড়লাম অন্য মুসিবতে!
‘এখন কি করব?’
বের হওয়ার রাস্তাই তো জানি না, কিছুই তো চিনি না!
কিন্তু পালাতে তো হবেই! ঐ ওয়েটার ব্যাটা ‘ওই ধর, ধর’ বলে ছুটে আসতে পারে যেকোন মুহূর্তে!
ধরা পড়ে যাবার উত্তেজনায় রীতিমত ফুটছি দুজনেই!
এই সংকটাপন্ন মুহুর্তে আবার আমার মাথা চাচা চৌধরীর মগজের চেয়েও দ্রুতগতিতে কাজ করল। নিমিষের মধ্যেই বিদ্যুৎ চমকের মত বুদ্ধি খেলে গেল, ডানদিক দিয়ে মানুষের যে স্রোতটা আসছে, এটার নিশ্চয়ই একটা ‘লেজ’ আছে! আর সেই লেজেই পাওয়া যাবে একটা গেট যা ওদের জন্য হয়তোবা ‘এনট্রেন্স’, কিন্তু আমাদের জন্য তা হবে পরম কাংক্ষিত একটা ‘এক্সিট’!
যে ভাবা সেই কাজ – বিপুকে নিয়ে মানুষগুলার বিপরীত স্রোতে হাঁটা ধরলাম! আল্লাহ'র অশেষ রহমতে এক-দেড় মিনিটের মধ্যেই পেয়ে গেলাম পরম আরাধ্য সেই ‘এক্সিট’!
গেট দিয়ে বের হয়েই দেখি একটা বেবি-ট্যাক্সি যাচ্ছে! তাড়াতাড়ি থামালাম তাকে, ‘বুয়েটে চলো ভাই’।
সোনারগাঁ থেকে বুয়েটে যাবে, এত বড় ফেরেশতা ট্যাক্সিড্রাইভার আজতক পয়দা হয়নি!
ড্রাইভার সোজা বলল, ‘না, যামু না’!
আমাদের তখন এত কথা বলার টাইম নাই, কেননা সবার আগে দরকার নিজের পশ্চাৎদেশটাকে লোকচক্ষুর অন্তরাল করা।
কোন কথা না বলে দুজনেই ঢুকে বসলাম ভিতরে, তারপর বললাম, ‘‘ভাই, একটু বিপদে পড়সি, চলো রে ভাই, তোমারে ব্যাপক খুশী কইরা দিমু! আচ্ছা যাও একেবারে একশ’ টাকা দি্মু’’।
আমাদের পোশাক-আশাক দেখে হয়ত ব্যাটার একটু মায়া হল। সে আর কথা না বাড়িয়ে ট্যাক্সি ছেড়ে দিল!
আহ, শান্তি!!!
আমরা দু’ভাই পরম স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে ট্যাক্সির ভিতরে শরীরটা সম্পূর্ন এলিয়ে দিলাম!
ঢাকা শহরে আমাদের শেষ বেবি-ট্যাক্সি ভ্রমন যে এতটা আনন্দদায়ক হবে, জীবনে কখনো কল্পনাও কি করেছি?
---------------------------------------------------------
(মূল গল্পটা আসলে এখানেই শেষ, কিন্তু পরের ঘটনাটা না বললে কেমন যেন অপূর্ন-অপুর্ন রয়ে যাবে।)
বুয়েটে তো পৌঁছালাম, কিন্তু পোলাপানদের কি জবাব দিব? তখন মনে হয় জাস্ট বারটা বাজতে চলেছে, এত তাড়াতাড়ি তো চলে আসার কথা না আমাদের!
দু’ভাই তাই পলাশী মোড়ে চা-টা খেয়ে আধাঘন্টা যাবৎ ঢেকুর তুললাম! আর এর মধ্যে প্ল্যানও করে ফেললাম সবাইকে কি কি বলব!
ঠিক সাড়ে বারটার দিকে রওনা দিলাম হলের দিকে।
চারতালায় উঠেই প্ল্যানমাফিক হেঁড়ে গলায় ‘চাঁদ-তারা-সূর্য নও তুমি……’ গাইতে গাইতে রুমের ভিতরে প্রবেশ করলাম!
ভেতরের সবাই উল্লাসে প্রত্যুত্তর দিল, ‘তুমি না-আ এ-লে-এ, এ পৃথিবী আ-আ-মা-আ-র……’!
সবাই এসে জড়িয়ে ধরল আমাদের!
আমরা শুরু করলাম,
‘‘ওহ, শাফিন কি বাজাইলো আজকে, কড়া ভাই কড়া!’’
‘‘আহ বন্ধুগন, ওই কাল মিনিস্কার্টটারে ভুলতেই পারতেসিনা; কি নাচনটাই না দিল আমাগো দুইভাইয়ের লগে! কড়া ভাই কড়া!’’
বেশ খানিক্ষন এসব চাপাবাজি চলার পরেই প্রশ্নটা আসলো, ‘‘তাইলে তোরা এত তাড়াতাড়ি আইলি যে? এত মজা ছাইড়া এততো জলদি জলদি আইয়া পড়লি ক্যান?’’
উত্তর তো আমি আগে থেকেই মুখস্থ করে রেখেছি, ‘‘মাল ছাড়া কি শান্তি আছে রে ভাই? থারটি ফার্স্ট নাইট, বাট উইদআউট হুইস্কি?? ওইটার টানেই তো চইলা আইলাম, পাছে না তোমরা আবার শেষ কইরা ফেলো!’’
মোক্ষম ও অকাট্য যুক্তি!
সবাই সন্তুষ্ট, একি সাথে বেশ আনন্দিত! সত্যি বলতে কি, আমাদের দুভাইকে ছাড়া পার্টি জমে নাকি, বিশেষতঃ বিপুকে ছাড়া? বিপুর গিটার,সাউন্ড সিস্টেম (অ্যাম্পলিফাইয়ার, মাইক) সব কিছু আগে থেকেই রেডী রাখা ছিল!
ও যখন গিটার ধরে গান শুরু করল, আমাদের জলসা ক্রমেই হয়ে উঠল রঙ্গিন থেকে রঙ্গিনতর!
পরেরদিন অনেকেই আমাকে বলেছে, আমরা দু’ভাই নাকি সেরাতে গান-বাজনা থেকে শুরু করে হুইস্কি সাঁটানো, সবকিছুতেই নিজেদেরকে তো বটেই, সবাইকেই ছাড়িয়ে গিয়েছিলাম!
আমি মনে মনে বলি, ‘‘ছাড়িয়ে যাব নাই বা কেন?’’
ওই শীতের রাতে শুধু ‘আন্ডু’ পরে ঘুরে বেড়াতে দু’ভাইয়ের নিশ্চয়ই খুব একটা মজা লাগতো না!
মন্তব্য
- হুমম, ভালো হয়েছে। কিন্তু আগের পর্বে যে রকম একটা মজাদার পরিস্থিতি তৈরী করতে সক্ষম হয়েছিলেন, সেটা বজায় রাখতে পারেনি এই পর্বটা। আরে ভাই, কাহিনী জমানোর জন্য কখনো কখনো মূল ঘটনাকে বাইপাস করতে হয়। একটু টুইস্ট আনতে হয়। একটু ইনিয়ে বিনিয়ে একথা সেকথা আকথা কুকথা বলতে হয়। তাহলেই কেল্লাফতে! একটা ফাটাফাটি কাহিনী মাঠে মারা পড়লো মনে হলো। তারপরেও শুভকামনা, পরেরবার নিশ্চয় আর আশাহত হতে হবে না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কাহিনী জমানোর জন্য তারমানে এক আধটু চাপা মারতে হয়? তাই তো বলি ধুগোভাইজানের কাহানি এতো জমজমাট হয় ক্যাম্নে?
কিন্তু সেই "চোর-চোর" চেহারা করা কিউটার আসলে কী সমাচার সেটা জানতে না-পেরে মন-টা খচখচ করছে। আর এর পরে ক্যান আপনারা আর কোনওদিন বেবি-ট্যাক্সিতে উঠলেন না বলেন তো?
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।
এরপর তো ঢাকাতে আর কখনো বেবি-ট্যাক্সি চলে নাই। সেরাত থেকেই বেবি-ট্যাক্সি নিষিদ্ধ করা হয় ঢাকায়। এরপর থেকে তো সিএনজি চলে আসল ঢাকার রাস্তায়।
আর কিউ এর ঐ ঘটনাটার ব্যাখ্যা এখনো খুঁজি আমি। আসলে কি হয়েছিল?
কেন ওয়েটার সেদিকে দৌড়ে গেল? কাউকে ধরতে কি? কেন ধরতে গেল? কি করেছিল সেই লোক (বা লোকগুলো)? আমাদের মত খেয়ে-দেয়ে কি টাকা না দিয়েই পালিয়ে গিয়েছিল? পরে আবার কনসার্ট দেখার জন্য সেকেন্ডটাইম প্রবেশ করছিল?
এক চিড়িয়া ধরতে গিয়ে আরেক চিড়িয়া ফুড়ুৎ???
=====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
জানলাম, বুঝলাম, শিখলাম। আইডিয়ার জন্য আপনাকে
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
ধন্যবাদ ধূগো ভাই। আপনার সাথে একমত যে, পরিস্থিতিটা বেশ মজার ছিল। তদুপরি, সম্ভাব্য যেসব উপায়ে এ পরিস্থিতি থেকে বাঁচা যেত, তার মধ্যে পালিয়ে যাওয়াই তো আমার কাছে বেশী মজার মনে হল। নাইলে তো বাসায় বা বন্ধুবান্ধবকে ফোন করে টাকা নিয়ে আসতে হত! সেগুলা তো হরহামেশাই ঘটে, তাই না?
তবে আরেকটা উপায়ও ছিল বৈকি, যেটার ভয়ে পুরা গল্পেই আমি আতংকিত ছিলাম ওইটা ঘটলে আপনি মনে হয় বেশী খুশী হতেন, কি বলেন?
এটা আসলেই সত্যি যে আমি পালিয়ে যাওয়ার ঘটনাকে ফুটিয়ে তুলতে পারি নাই, এটা আমারই ব্যর্থতা। আন্তরিকভাবে দুঃখিত।
=====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
- উঁহু, আমি আসলে আপনার পরিস্থিতির ব্যাপারে বলিনি। বলছিলাম, গল্পের পরিস্থিতি, প্লট-এর কথা। এই কাহিনীটা বাস্তব কি অবাস্তব, সে চিন্তা থেকে অবশ্য কথাটা বলিনি। আপনি বাস্তবেই এমন একটা পরিস্থিতিতে পড়ে থাকলে সেটা অবশ্যই বিব্রতকর, আর এতে আমার বেশি খুশী হওয়ার কোনো কারণ নাই।
আমার মন্তব্যটা ছিলো একেবারেই গল্পটাকে ঘিরে। সীমাবদ্ধতার কারণে প্রকাশে বিঘ্ন ঘটেছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি খুব ভাল মত জানি ভাই।
আমি আপনার কমেন্টটাকে যথেষ্ট গুরুত্বের সাথেই নিয়েছি। জাস্ট আপনার সাথে মজা করার জন্য একটু 'ফান' করেছিলাম আর কি। প্লিজ, কিছু মনে করবেন না।
=====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
- হায় হায়, আমি আরও মনে করলাম আপনি বুঝি 'কিছু মনে করলেন'!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মূল গল্পটুকু পড়ে এগাল ওগাল হাসি দিলাম একখান।
লেজটুকু না থাকলেই বোধহয় ভালো হত।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
বুনোহাঁস, আপনাকে অনেক ধন্যবাদ।
আমিও একবার ভেবেছিলাম যে লেজটা ছেঁটে ফেলব কিনা!
=====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
খিকজ।
কাহিনী পড়ে মজা পাইলাম। সোনারগাঁ থেকে ডিনার খেয়ে বিল না দিয়ে পালায়া আসা সোজা কথা না।
সেটাই
সুদীপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
======================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
যাক! আপনে বাঁচতে পারছেন তাতেই খুশি!!! তবে আরেকটু জমজমাট হইলে ভ্লা হইত ।
বাংলা একাডেমীর ডিকশনারী খুঁজেও কাকুল মানে প্লাম না!
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
হাহাহাহা......রাখে আল্লাহ মারে কে?
তবে জমাতে না পারার ব্যর্থতা পুরোপুরিই আমার।
ধন্যবাদ বোহেমিয়ান।
=====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
আমরা অবশ্য একবার আমাদের এক বন্ধুকে ইমানুয়েলসে ফেলে পালিয়ে এসেছিলাম- সেই বেচারা পরে বাসায় ফোন করে টাকা আনিয়ে দিয়ে রক্ষা পায়। এর পরে সে আমাদের অবশ্য সপ্তাখানিক খুজে পায়নি!
কিন্তু সোনারগাঁ থেকে বিল না দিয়ে পালায়া আসতে বুকের পাটা লাগে। আপনে "কড়া ভাই কড়া!"
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
ভাগ্যিস এরকম পাষন্ড বন্ধুদের পাল্লায় এখনো পড়ি নাই।
সুন্দর মন্তব্যটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ ওডিন।
=====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
তাইলে ঘটনা এই!
মন্দ না জীবনের এই ছলচাতুরী।
.
___________________________________________
ভাগ্যিস, আমার মনের ব্যাপারগুলো কেউ দেখতে পায় না!
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
অনেক অ-নে-ক সুন্দর একটি কথা বলেছেন, ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
=====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
সোনারগাঁ হোটেলের ম্যানেজমেন্টের চোখে এই লেখা পড়লে ওরা সুদসহ আদায় করবে টাকা
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
খাইসে
আচ্ছা, আমি তো ওদের ম্যানেজমেন্টের কিছু দূর্বলতাও তুলে ধরলাম। এজন্য কি কোন পুরস্কার আশা করতে পারি না?
অনেক ধন্যবাদ তাসনীম ভাই সুন্দর মন্তব্যটির জন্য।
=====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
কায়েশ এবার নতুন লেখা দেবার সময় চলে আসল। জনগনের দাবী।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
ইনশাল্লাহ বস্। তোমার নতুন লেখারও অপেক্ষায় আছি।
====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
আপনে তো দেখি পুরাই বস পাব্লিক!!
সোনারগাঁ থেকে পালাইয়া আসতে বুকের পাটা লাগে।
হলে এখনো 31st পার্টি হয়, তয় একটু চামে-চুমে আর্কি!!! ;)
- মুক্ত বয়ান
ধন্যবাদ ভাইয়া।
আর হলে পার্টি না হওয়ার তো কোন কারণ নাই। আমাদের চাইতেও আরো বেশী মজা হয় নিশ্চিত। তা না হলে তো আমাদেরই ব্যর্থতা, কি শিখাইলাম আমরা তাইলে??
====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
হে হে হে!!!
তা আর বলতে?? এখন অবশ্য কিছুটা ডিজুস প্রভাব দেখা যাইতেছে.. এইখানে ঐখানে পার্টিতে যায়, তাছাড়া পুলাপাইন এখনো ছাদে উইঠা.. খানাপিনা, নাচাগানা.. সবই করে..
- মুক্ত বয়ান
পার্টিবাজিতে কাকুল কায়েশ ভাইয়ের আকুল খায়েশ দেখিয়া বড়ই প্রীত হইলাম
মামুন ভাই, আমি তাইওয়ানে আসলে বা আপনি নরওয়েতে আসলে অথবা দুজনেই যদি একই টাইমে দেশে থাকি, ইনশাল্লাহ আপনাকে নিয়ে একটা সেরকম পার্টি করব!!
=====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
দেশে মামু যখন আইছিলেন... সাত দিন জটিল হইছিল
আপনেও আইসা আওয়াজ দিয়েন
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
আন্দাজ আপনা আপনা ' ছবিতে আমির খানের বাসন মাজার দৃশ্য মনে পইড়া গ্যালো...
আর মজা এইবার একদমই কম পর্সে ভাগে, পরের বার য্যান মজায় কমতি না পড়ে...
_________________________________________
সেরিওজা
হাহাহাহা......আমার দেখা সবচে' হাসির সিনেমাগুলার একটা।
ধন্যবাদ সুহান।
====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
ফেসবুকে পুরাটা একসাথেই পড়সিলাম...
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
আবারো যে বিষয়টার প্রতি দৃষ্টি আকর্ষন করছি তা হলো কোন লেখায় ১ রেটিং দিলে তার একটা ব্যাখ্যা লেখক আশা করতেই পারে। এই ব্যাখ্যা দেবার মধ্যে কোন জবাবদিহিতা নেই বরং তা লেখকের লেখাকে আরো সমৃদ্ধ করার প্রয়াসকে বাড়াবে। আশা করি সে সচল এই লেখাতে ১ দিয়েছেন দেরীতে হলেও তিনি তার ব্যখ্যা দিয়ে যাবেন।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
স্যরি, এই ১ রেটিং বা ১ তারা সম্বন্ধে আমার ভাল আইডিয়া নাই।
খুব ভাল লেখাকে তো ৫ তারা দেওয়া হয় জানি। কিন্তু ১ তারা বা ১ রেটিং এর মানে কি? খুব খারাপ লেখা?? (আমি অবশ্য চিন্তা করসিলাম যে, ১ তারা রেটিং মানে হচ্ছে মোটামূটি ভাল।)
কেউ যদি একটু ক্লিয়ার করেন, তাইলে বেশ খুশী হই।
=====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
য়ামার যদি রেটিং দেওয়ার পাওয়ার থাকতো তাহলে আমি ৫ দিতাম। খুবই মজার লেখা।
আপনি নরওয়ে তে কোথায় থাকেন?
বুঝলাম না কিছু, আমি পাঁচ তারা দিলাম কিন্তু দেখাইলো একতারা! সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কাকুল কায়েশ ভাইয়ের লেখা আমার ভালো লাগছে এবং আমি তাতে পাঁচ তারা দিয়েছি। আরও নতুন নতুন লেখা আসুক!
মামুন ভাই, আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না ।
তবে এটুকু কথা দিয়ে রাখছি যে, আপনাকে যে পার্টিবাজির অফারটা দিলাম, সেটার বিল নিশ্চিন্তে আমার উপর ছেড়ে দিতে পারেন!
====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
লেখা মজারু হইয়াছে!
তবে ইয়ে, আমারো পরিপাকযন্ত্র খানিকটা দূর্বল... (আগের পর্বে শরতশিশির আপুর মন্তব্য দ্রষ্টব্য)
"কাকুল" অর্থ কি??
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ধন্যবাদ তিথীডোর।
আপনার হজমে অসুবিধা হওয়াতে আন্তরিকভাবে দুঃখিত। এই গল্পে ভাষাটা আর চেঞ্জ করা হয়নি। পরেরবার ইনশাল্লাহ হবে।
=====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
বড় বাঁচা বাঁচছেন!
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
হ্যাঁ, সিমন ভাই।
====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
সত্যি কথাটাই বলে ফেলি।
মামুনের পাঁচতারা দেয়ার মন্তব্য দেখে ভাবছি পড়েই দেখি কী লিখেছে। পড়লাম। তারপর মনে হলো এ-তো বাংলা ছবির মতো হয়ে গেল। ফ্ল্যাশব্যাকে সব দেখাচ্ছে। পড়া শেষ করে দেখি কিছুই বুঝলাম না। তারপর লেখার শুরুতে গিয়ে দেখি একটা লিংক ঝুলতেছে, "প্রথম পর্ব"। তারও উপরে শিরোনামের মধ্যে ব্র্যাটকে লেখা "(শেষ পর্ব)" (হোহোহো)।
হাহাহা...পিপিদা, আপনি এত আনমনা হলে চলে নাকি???
====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
মাঝে মাঝে আনমনা হয়ে যাই। পড়ার সময় পাইনা, আবার লেখা পড়ার একটা মানসিক তাগিদও অনুভব করি। বুঝতেই পারছেন.. কমিউনিটি ব্লগে যদি লেখা না পড়ি তাহলে কমিউনিটি গড়ে উঠবে কিভাবে
জ্বী পিপিদা, সেটাই।
====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
সবটা আবারো পড়লাম।
খুব ভালো লাগলো।
তমিজ উদদীন লোদী
অনেক ধন্যবাদ, ভাই।
====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
নতুন মন্তব্য করুন