সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা।
শপিং নিয়ে খুব ব্যস্ত টাইম কাটাতে হচ্ছে। গত কয়েকদিনে আর্টিস্টি থেকে একটা পাঞ্জাবী কিনলাম ৫৯৯৫ টাকা দিয়ে, এক্সটেসি থেকে একটা শার্ট ২৯০০ টাকা দিয়ে, শপার’স ওয়ার্ল্ড থেকে একটা টি-শার্ট ৪০০০ টাকা দিয়ে, রিড এন্ড টেইলার থেকে একটা প্যান্ট বানালাম ৩০০০ টাকা দিয়ে, মেনজ ক্লাব থেকে একটা জিন্স কিনলাম ২২৫০ টাকা দিয়ে, হাশ পাপিস থেকে একটা জুতো ৬০০০ টাকা দিয়ে ও এপেক্স থেকে একটা স্যান্ডেল ৩৬০০ টাকা দিয়ে। এখন শুধুমাত্র দুটা আন্ডু কেনা বাকী আছে – গুলিস্তানে দেখে এসেছি, গুলিস্তান মোড়ের ‘লে লে দশ টাকা, লে লে দশ টাকা’ থেকে আজকে কিনে ফেলব ইনশাল্লাহ!
---------------------------------------------------------------------
একটা বিজ্ঞাপন চিত্রের কাজ নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি ইদানীং। সব কিছুই রেডী, কিন্তু পুরুষ মডেল পাওয়া যাচ্ছে না। অনিন্দ্য সুন্দরী একজন মেয়ে মডেল পাওয়া গেছে, কিন্তু পুরুষ মডেল রাজী হচ্ছে না! এটি একটি নিরাপদ দিয়াশলাই এর বিজ্ঞাপন। শুটিং হবে কক্সবাজার বীচে। দৃশ্যপট মোটামুটি এরুপঃ
বীচের মধ্য দিয়ে সুঠাম স্বাস্থের অধিকারী একজন পুরুষ খালি গায়ে ও টাওয়েল জড়ানো অবস্থায় হেঁটে এসে বীচে পেতে রাখা হেলানো চেয়ারে শুয়ে এলিয়ে পড়বে। এভাবে বিশ্রামরত অবস্থায় তার হঠাৎ করে একটা সিগারেট খেতে খুব ইচ্ছে করবে। হাত বাড়িয়ে পাশেই রাখা বেনসনের প্যাকেট থেকে সে একটা সিগারেট বের করবে। কিন্তু সেখানে কোন লাইটার বা দিয়াশলাই সে খুঁজে পাবে না! কাছে পিঠে আগুন পাওয়া যেতে পারে চিন্তা করে সে উঠে দাঁড়াবে চেয়ার থেকে, সিগারেটটা ঝুলতে থাকবে তার ঠোঁটে। (এসময় ক্যামেরাটি ক্লোজ রেঞ্জে চলে আসবে) সে একটু ডানে-বামে তাকাবে, চেহারাতে থাকবে বিরক্তির একটা সুস্পষ্ট ছাপ।
ঠিক এ মুহুর্তে একটি সুন্দর কমনীয় ফর্সা পলিশ করা হাত তার ঘাড়ের উপর দিয়ে এগিয়ে আসবে ধীরে ধীরে। সে হাতে ধরা থাকবে একটি দিয়াশলাই। পুরুষটি সেই রমনীর দিকে এক পলক তাকিয়ে স্মিত হেসে দিয়াশলাইটি নেবে। (ঠিক এ মুহুর্তে বাতাসের শোঁ শোঁ আওয়াজটা একটু প্রকট হবে) দিয়াশলাই থেকে একটা কাঠি বের করে এই বাতাসের মধ্যেও কায়দা করে সে সিগারেটটা ধরাবে। এ পর্যায়ে বাতাসের বেগ আরো তীব্র হবে ও প্রবল গর্জন শোনা যাবে এবং সাথে সাথে ক্যামেরাটি চলে যাবে লং রেঞ্জে যাতে পুরুষ ও মেয়েটাকে পূর্ন অবয়বে দেখা যায়। ক্ষনিকপরেই দেখা যাবে যে, সেই দমকা বাতাসের তোড়ে পুরুষটির পরিহিত টাওয়েল উড়ে চলে যাচ্ছে দূরে, বহুদূরে! সেকেন্ডের ভগ্নাংশ সময়ের মধ্যে ক্যামেরাটি ক্লোজ রেঞ্জে চলে এসে পুরুষটির হাতে ধরে রাখা দিয়াশলাই এর কাঠিটিকে ফোকাস করবে। দেখা যাবে কাঠিটি তখনো জ্বলছে……
নিরীহ একটা সেফটি ম্যাচের বিজ্ঞাপন, কিন্তু কোন পুরুষ মডেল খুঁজে পাচ্ছি না আমরা!
-----------------------------------------------------------------------
দেশে এসেছি মাত্র কয়েকদিন হল। ইভ টিজিং এর ভয়ে খুব উদ্বেগের মধ্যে আছি, বাসা থেকেই বেরুচ্ছি না বলতে গেলে। কেননা অপরিচিত মেয়েদের দেখলেই একটা মুচকি স্মিত হাসি দিতে ইচ্ছে করে, আবার পরিচিত মেয়েদের সাথে দেখা হলেই ‘হাগ’ করার জন্য হৃদয় নিশপিশ করে!
ঈদ মুবারাক! বাসায় ঈদের নিমন্ত্রন রইল সবার জন্য!
মন্তব্য
হা হা হা।।। মজা পাইছি। আপ্নে ভাই ব্যাপক, খালি ব্যাপক না, পুরা কোপানি।
আমি থাকতে আপনার মডেলের অভাব হইল? শিট!
খাইছে আমারে......তুমিও কি ইদানিং সুঠাম স্বাস্থ্যের অধিকারী হয়ে গেছ নাকি, ফারুক? তাহলে আর দেরি কেন, টাওয়েল জড়ানো অবস্থায় খালি গায়ে গোটা দুয়েক ফটো খিঁচে এখনি আমার কাছে পাঠিয়ে দাও......হাহাহাহা!
ঈদ মুবারাক, ফারুক!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
ভাই, উপরের কেনাকাটার তালিকাটা কি আপনার জন্য, নাকি ঐ মডেলের জন্য?
পিপিদা, ওই মডেলের জন্য তো একটা টাওয়েল কেনাই যথেষ্ট, এত কিছু ওর জন্য কিনব কেন খামাখা??? বস, ধরে নিতে পারেন যে, ওই জিনিসগুলা আমার জন্যই কিনেছি
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
কী আর কমু...আপনার ঈদ নির্ভয়ে কটুক।
হেহেহে......সম্ভবত আজকে আমার 'হাগ' করার খায়েশ মিটে যাবে পুরোপুরি
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
ভাইজান বাসায় বসেই এত কেনাকাটা সেরে ফেললেন, ক্যাম্নেকী ?
-----------------------------------
আজি দুঃখের রাতে, সুখের স্রোতে ভাসাও তরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
কঠিন অবজারভেশন, অদ্রোহ! লাইকাইলাম!
'তবে উপরের ঘটনাগুলার একটার সাথে আরেকটার কোন সম্পর্ক নাই! যদি কোন মিল পাওয়া যায় তা নিতান্তই কাকতাল! লেখক এজন্য দায়ী নয়!!'
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
হা হা হা। মজারু। কিন্তু ভাইজান, 'লে লে দশ টাকা' দামের আন্ডু কোনো মডেল পর্তে চাইবে কেনু? বিশেষ করে সেটাই যখন তার একমাত্র পোশাক হবে বিজ্ঞাপনে?
হাহাহা ভাইজান, নিচে ধুগোদা কিন্তু বুঝে গেছেন যে, বেচারা মডেলের সবেধন নীলমনি পোশাক বলতে ওই তোয়ালেটাই রয়েছে!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
কষ্ট করে আমার জন্য এত উপহার কেনার কি প্রয়োজন ছিল বলেন তো! তবে থ্যাংকু, আর ঈদের শুভেচ্ছা রইলো
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
হাহাহহা......মন্তব্যের জন্য ধন্যবাদ! আর আপনাকেও ঈদের শুভেচ্ছা!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
আসল কামের খবর কি? মেয়েরাই যদি বাসায় না আসে, তাইলে তো ঈভ টিজিংয়ের রিস্ক থাকলেও বাইরে বেরোতে হবে।
লেখা ব্যাপক মজারু। ঈদ মোবারক।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
বলাইদা ঈদ মুবারাক! ভাবীকেও ঈদের শুভেচ্ছা দিয়েন!
আসল কামের আপাতত কোন খবর নাই! তবে ঈদের পরে সম্ভবত একটা ক্রিকেট ম্যাচ খেলব! বুয়েট মাঠে বাংলা-ক্যাটের সাথে একটা ম্যাচ অ্যারেঞ্জ করছি আমাদের ক্লাব রেঞ্জার্স! তবে এখনো কাউকে আমার সাম্প্রতিক ব্যাটিং ফর্মের কথা বলি নাই, বললে হয়ত বেস্ট ইলেভেনে রাখবে না
আপনাদের খেলাধুলার কি অবস্থা?
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
কায়েশ ভাই,
RANGERS র Cricket Match হলে,জাবেদ ভাই & কাইয়ূম-ভোলা-চন্চল ভাই রা Best 11 করে নিজেদের 11-এ রেখে সাথে আরো 2/3 জন জাবেদ ভাই-র Guest নিয়ে,এইজন্য আমি ব্যস্ত থাকব-বলে মাঠে যাইনা ম্যাচ-র দিন।
এইবার আমি Best 11 বানাব,আর আপনি Ensure করবেন এইটা।
okay,bro??
ভাইয়া, বাসার ঠিকানাটা দেন দেখি একবার...
কালকে আপনার বাসায় আসুমই আসুম...
লেখা ব্যাপক হইসে
হ্যাঁ চলে আসেন নামহীন অতিথি! আমাদের বাসা উত্তরা ১০ নং সেক্টরে! তবে রোড নং ও বাসা নং আমি এখনো জানি না (সিরিয়াসলি বলছি)! একটু পরে জেনে জানিয়ে দিচ্ছি!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
হাহা!! বেশ লাগলো!
_________________________________________
ৎ
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
হা হা প গে
ফার্মগেটেরটা নিয়ে নেন, ওটাকে ওরা 'বাঘের খাঁচা' বলে
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
হাহাহাহা!
অঃটঃ আপনি সম্ভবত আমাকে একটা দাওয়াত দিয়ে রেখেছেন যে, দেশে আসার পরে আমরা একটু পানাহার করব! আপনার কি মনে আছে?
সংযমের রমজান মাস তো শেষ, হবে নাকি শ্যালে বা শাকুরা??
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
বিলকুল মনে আছে!!! আমি তো ঐ রাস্তাতেই হাঁটছি এখন। হাতে সময় থাকলে চলে আসেন
samiwashek@gmail.com এ আপনার নাম্বার টা এসেমেস করে দ্যান বস
আপনার ঈদ কেনাকাটার ফর্দ দেখে লজ্জায় পড়লাম। বেশ মোটা আপনার ঈদ বাজেট । তবে কিনা যদি ফর্দটা না দিতেন খুব কি অসুবিধে হতো ? না হয় শুধু দোকানের নামটাই দিতেন আমরা বাকি টা বুঝে নিতাম। তবে ধন্ধ হল, ফর্দে যা দেখলাম তাতে তো ঈভ টিজিং এর সাথে সম্পর্কিত কারো কেনাকাটা বলে মনে হল না। আবার ফর্দের সাথে গুলিস্তানের আন্ডু কেমন যেন খাপছাড়া। মাথায় ধরছে না কিছু।
আপনার বিজ্ঞাপনের স্ক্রিপ্ট এর নমুনা পড়ে আমার তো ভিরমি খাওয়ার দশা। এটা জিপপো লাইটারের স্ক্রিপ্ট হলে তা-ও একটা স্বস্তি পেতাম কিন্তু দেয়াশলাইয়ের ক্রেতা তো আম-জনতা ! এর টার্গেট গ্রুপ কারা তা বুঝতে এমবিএ পাশ করা লাগে না। দেশে কী সৃষ্টিশীলতার এতটাই আকাল চলছে ?
--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা
আমি তো বেকার পেয়েছি লেখার স্বাধীনতা
--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।
মাহবুব ভাই, ধন্যবাদ আপনার বিশদ মন্তব্যের জন্য। আপনার মন্তব্যের জন্য পোস্টটির বেশ কিছু জিনিস আমার নজরে এসেছে। সেগুলোর ব্যাখ্যায় যাওয়ার আগে স্বীকার করছি যে, আপনি কি মন্তব্যটা সিরিয়াসলি করেছেন নাকি ফান করেছেন এটা বুঝতে আমি সত্যি ব্যর্থ হয়েছি! যেমনটা সম্ভবত আপনিও বুঝতে ব্যর্থ হয়েছেন যে, আমার পোস্টটা কি ফানি পোস্ট নাকি সিরিয়াস পোস্ট??
এ পোস্টটা পুরাটাই ফানি পোস্ট, জাস্ট জোকস বলতে পারেন! প্রতিটা জোকস স্বতন্ত্র, একটার সাথে আরেকটার কোন সম্পর্ক নাই (অর্থাৎ শপিং এর সাথে শুটিং বা টিজিং এর কোন সম্পর্ক নাই)! আমি ডটেড লাইন দিয়ে এদের স্বাতন্ত্রটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু সেটা ভুল স্ট্র্যাটেজি ছিল! অন্য কোনভাবে রিপ্রেজেন্ট করলে হয়ত এই বিভ্রান্তিটা হত না! সত্যি দুঃখিত এজন্য।
যে হাশ পাপিসের জুতো পরে, সে গুলিস্তানের আন্ডু পরে না! জোকসটা ধরতে পেরেছেন নিশ্চয়ই।
আমার তো মনে হচ্ছে এই স্ক্রিপটা সৃষ্টিশীলতার একটা জ্বলজ্যান্ত উদাহরণ! আমরা কেন দিয়াশলাই এর বিজ্ঞাপনে বারবার মোবারককেই ডেকে আনব? ঐসব কাজ তো আগের সবাই করেছে ও করছে! নতুন সৃষ্টিশীল কিছু তো করতে হবে!
যাই হোক, সিরিয়াস কিছু নয়, নিছক ফান ছিল ব্যাপারগুলা!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
ধন্যবাদ। ফান করার জায়গাটা আমিই ধরতে পারি নি। আমার বোঝা উচিত ছিল।
আমার তো মনে হচ্ছে এই স্ক্রিপটা সৃষ্টিশীলতার একটা জ্বলজ্যান্ত উদাহরণ! আমরা কেন দিয়াশলাই এর বিজ্ঞাপনে বারবার মোবারককেই ডেকে আনব? ঐসব কাজ তো আগের সবাই করেছে ও করছে! নতুন সৃষ্টিশীল কিছু তো করতে হবে!
বিষয়টা ঠিক মানতে পারছি না। প্রথমত দেয়াশলাই -এর কটা বিজ্ঞাপন (বাংলাদেশে) টিভিতে এ যাবত হয়েছে ? সংখ্যাটি নগণ্য । দ্বিতীয়ত, বিজ্ঞাপন একটা শিল্প কিন্তু সবার আগে প্রমোশনাল একটিভিটি। তৃতীয়ত, সবাই নতুন নতুন চাকা বানাচ্ছে বলে তো আর চাকার আকৃতি বদলে যাচেছ না, চাকা যে-ই তৈরি করুক না কেন তা গোলই হবে (আমার না, বিল গেটস এর কথা)। চতুর্থত, নতুন কিছু করার কথা সবাই বলছে কিংবা ভাবছে, কিন্তু তারপরও তো সব চর্বিতচর্বন কিংবা নতুন বোতলে পুরোনো মদ।
দিয়াশলাইয়ের বিজ্ঞাপনের একটা উদাহরণ দেবো,
অন্ধকার রাস্তা।এক লোক হন্যে হয়ে ঘর থেকে বেরিয়ে রাস্তা দিয়ে ছুটছে। পাশের এক ডিসকোতে সবেগে সমস্ত সিকিউরিটি ভেঙে সে ঢুকে পড়লো। তার পেছন পেছন সব ইয়া মাসলওয়ালা সিকিউরিটি তেড়ে আসছে। লোকটা সোজা চলে গেল ফ্রেশরুমের কাছে রাখা এক ছোট্ট কাঁচের বাক্সের কাছে। পাশে রাখা ছোট্ট হাতুড়িটা দিয়ে ভেঙে ফেললো বাক্সটা। হয়তো অনেকে জানেন যে, পশ্চিমা দেশগুলোতে ওরকম কাঁচের বাক্সের ভেতর 'কনডম' থাকে, আকস্মিক প্রয়োজনে কাজে লাগানোর জন্য। বিজ্ঞাপনের মজাটাই এখানে। কনডম নয়, বের হল দিয়াশলাই। কিন্তু একটু ভাবুন, এই চমৎকার বিজ্ঞাপনটি আমাদের সমাজে কোন অর্থ বহন করে না।
আরেকটা বিজ্ঞাপনের উদাহরণ দেই, দিয়াশলাই নয়- সিগারেটের। মধ্যপ্রাচ্যের বিখ্যাত সিগারেট 'আব্দুল্লাহ' বিশ্বব্যাপী ধূমপানবিরোধী প্রচারণায় নিজকে সামিল করল এভাবে -- ' Don't smoke- even ABDULLAH.'
এবার বুঝুন সৃজনশীলতা কাকে বলে? আপনার বিজ্ঞাপনে সিগারেটের ব্যবহারও এর দুর্বল দিক। আর মোবারকের কথা বললেন? বাংলাদেশের এ যাবত কালের সুপার হিট বিজ্ঞাপন, আরসিকোলা (তোমার জন্য মরতে পারি....) নোবেল বা শ্রাবন্তীর কারনে সুপার হিট নয়.... ফোক ঢঙের জনপ্রিয় সুরে কম্পোজ করা গানের জন্য--- যার দেখাদেখি পরে আরো অনেক তথাকথিত নতুন ধরণের বিজ্ঞাপন বানানোর চেষ্টা অনেকেই করেছেন এবং ফেল মেরেছেন।
--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা
আমি তো বেকার পেয়েছি লেখার স্বাধীনতা
--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।
আপনার কথাবার্তা খুবই চমৎকার! আপনার দৃষ্টিভঙ্গী বুঝতে পেরেছি। সৃজনশীলতাকে আপনি আমার চাইতে একটু ভিন্ন দৃষ্টিতে দেখছেন।
যাই হোক, সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন। ঈদ মোবারাক!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
হে হে, ব্যাপক। মঠেল হইতাম চাই।
অনন্ত
Suddenly Ovro is not working in my computer right now. And unfortunately I failed to write phonetic Bangla with Ctr+Alt+B here. However, all the comments are really mind-blowing. Thanks all for your comments. I will definitely attend all of your comments tomorrow.
Have a nice EID, dear friends!
কেনাকাটার লিস্টি দেখে তো বস মনে হচ্ছে, দেরি নাই, আর বেশি দেরি নাই- কুরবানী ঈদের!
আর মডেল কোনো ব্যাপার না। নাদুসনুদুস না হয়ে কাঠবডি হলে চলবে? তাইলে আমার লগে যোগাযোগ করতে পারেন। সমুদ্র সৈকতে, অনিন্দ্য সুন্দরী এক বালিকার বাহুলগ্ন হয়ে পরনের সবেধন নীলমণি তোয়ালে খোয়ানোর সুযোগ এই জনমে তো পাবো না। সুতরাং, আমি রাজী আছি। খালি 'এ্যাকশন' বলে দেখেন!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হেহেহে বস, কুরবানী ঈদের টাইমে এত কমের উপর ছেড়ে দিব নাকি?? কি বলছেন এগুলা??
'এ্যাকশন' বলতে আমি রাজি আছি, কিন্তু একটু কষ্ট করে আপনার আধা-নাঙ্গা কাঠবডির কিছু ফটুক যদি ফেসবুকে আপলোডাইতেন, তাইলে অধমের কিছুটা উপকার হইত
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
সুঠাম ভুঁড়ির অধিকারী কোনো মডেলের প্রয়োজন থাকলে আমার সঙ্গে সত্ত্বর যোগাযোগ করেন।
ও দশ টাকার আন্ডু বাদ দেন। লোহার জাইঙ্গা পরেন!
হাহাহহা, ধন্যবাদ বস পোস্টটার লিঙ্ক দেওয়ার জন্য! ব্যাপক মজা পেলাম! বুঝতে পারছি সামনে সমূহ বিপদ আছে, ধুগোদা/মেম্বরের কাছে একটা লোহার জাইঙ্গা আজকালের মধ্যেই অর্ডার করতে হবে!
আর শোনেন, এইসব ভুঁড়ি-টুড়ি চলবে না! আমার অপরুপা সুন্দরী মডেলের এসব আবার পছন্দ নয়! আপনাকে কাস্ট করলে সে ভেগে যেতে পারে
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
বাঃ, জনাব, আমি আপনাকে দিলাম এমন একটা পোস্টের খবর, আর আপনি আমাকে খবর দিলেন রিজেকশনের! ঠাডা পড়ব, ঠাডা!
প্রথমটায় খুবই মজা পেলাম ... হা হা হা ... উপরে ফিটফাট ভেতরে সদরঘাট এমন একটা কথা খুব প্রচলিত ছিলো
এখানে কারো বাসায় দাওয়াত খেতে গেলে গাদা গাদা রিচ ফুড খাওয়া হয়। মনে হয় ৫০০০ কিলো ক্যালরী পোলাও-কোর্মা-রোস্ট-রেজালা খাওয়া হয়। তারপর অনেককেই দেখা যায় বলতে, "আমি নরমাল কোক খাইনা, ডায়েট কোক আছে?" (ডায়েট কোক জিরো ক্যালরী বলে এ্যাডে দাবী করা হয়)
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
হাহাহাহা......চ্রম...চ্রম! সেম কাহিনী আমিও দেখসি অনেক। কিন্তু এভাবে চিন্তা করি নাই কখনো......এরপর থেকে এসব দাওয়াতীদেরকে আর ছেড়ে কথা বলা যাবে না!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
আমিও মাঝে মাঝে সিগারেট টানতে টানতে জোরে জোরে হাঁটি কারন জোরে হাঁটলে হার্ট ভাল থাকে।
অনন্ত আত্মা
বস, এত্তো হেজিমোনির ভিত্রে না যাইয়া আয়নার সাম্নে দাড়ালি এক্কেরে পাফেক্ট মঠেল পাইলেও পাইতারেন...
"চৈত্রী"
দিলেন তো একটু বিপদে ফালাইয়া
যাই হোক আমার উত্তর হচ্ছেঃ যো হাম বেচতে হ্যায়, ও কাভি খারিদতে নেহি
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
আর্টিস্টি ইটালিয়ানির ৩৯৯৫ টাকার একটা শার্ট খুব পছন্দ হইছিল।
লেখাডা এতদিন পরে দেখলাম। নির্মল বিনোদন।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
সচল জাহিদ ব্লগস্পট
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
নতুন মন্তব্য করুন