পাপেরসাগরে তীরহারা মাঝি এখনো মেলেনি চোখ,
পাপের সংগা ভাংতে ভাংতে
উপরে ফেলেছে বোধ।
কোথা হতে শুরু, কোথায় শেষ, কে আছে বোঝাবে তারে,
বোধ করি তার, তীরে ফেরা আর
হবে না এ সং-সারে!
পূর্নচন্দ্রার পূত আলোকের দাম্ভিক পবিত্রতা,
শ্যেন হয়ে বেঁধে বুকের পাঁজরে
না শামিলের আকুলতা।
একঘরে আজ অচ্ছুত মাঝি বাইছে বৈঠা হায়,
নিজেরেই আজ ফেলেছে লুটায়ে-
বসি বাতায়নে নিরুপায়।
কে আছে, কে আছে তুলে পল্লবী, উঠে
দূর হতে ভীরু পায়,
কাছে এসে তার আঁচল ছড়ায়ে
ঢেকে দেবে সব কায়।
আত্নার মাঝে আত্নীয় হয়ে
শুষে নেবে যত পাপ,
নতুন করে বুনবে সেখানে
সবুজের পত্রালাপ।
দেখো দেখো কেউ এল নাকি ঐ
তৃষিত মেঠো পথে হায়,
সিঁদুর ঝড়ানো বেলা যে সাঁঝের
পাতাল বয়ে যায়।
মন্তব্য
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কীর্তিনাশ...হায়েছে......
নতুন মন্তব্য করুন