আবার একাকীত্বে

কালবেলা এর ছবি
লিখেছেন কালবেলা [অতিথি] (তারিখ: শনি, ২৭/১২/২০০৮ - ৯:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

নিজেকে শুদ্ধ রাখতে,
দিলে তোমার অতীতের বিষ উগলে আমার পাতে,
আর খাওয়া যাবে কি যাবে না ভেবে পিছপা হলাম।
ক্লেশের শেষ বিন্দু পর্যন্ত যেয়ে ফিরে আসা
অসফল মনে- তখন দগদ্গে জ্বালা,
অনিচ্ছাতেও ভেংচে যায় মুখ
তবু কান রাখি খাড়া
বাকিটা শোনার জন্যে।

মুহুর্তে ভেস্তে গেলো স্বপ্নবাজি,
বিষনাগ বাসা বাধে শ্বাসনালীতে
মগজের চিলে কোঠায় ঢিপ ঢিপ চিনচিনানী,
আমি আস্তে আস্তে ঢলে পড়ি আবারো
আবারো সেই একাকীত্বের গহব্বরে-
আগের চেয়েও বড্ড বেশী অন্ধকার,
আরও বেশী ব্যাথাতুর।


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বেশ বেশ। বেদনায় ভরপুর...

কালবেলা এর ছবি

একদিন চলে যাব সুখপুর......

সাইফুল আকবর খান এর ছবি

তাই। এটা ভালো যে আবার একাকিত্বে থেকেও, শ্বাসনালীতে বিষনাগ নিয়েও, মগজের এই চিনচিনানি মোকাবেলা ক'রেও, সুখপুরের চিন্তা করতে পারছেন। ইট টেকস মাচ কারেজ। হাসি

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

কালবেলা এর ছবি

হুঁ পারছি। একেবার চলে যাব। ফিরব না আর কোনদিন- এখানকার স্মৃতি নিয়ে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।