আমাদের আগের কালের লোকেরা এভাবে বলতেনঃ "সকাল বেলা যদি একটা পিঁয়াজ খাও, এরপর সারাদিন ভর পোলাও কোর্মা, কালিয়া কোপ্তা যা-ই খাও না কেন, রাতে ঘুমানোর সময় যে ঢেকুর দিবা তাতে পিঁয়াজের ই গন্ধ থাকে।"
কি মাস্ত কথা!! কি মাস্ত কথা!! খেয়াল করে দেখারই মত!!
সেই যে ছোটবেলায় অপচয় রোধের পিঁয়াজ খেয়েছিলাম কয়েকটা লাইনের মাধ্যমে, সেটা আজো ঢেঁকুর দেয়, আর দেয় বলেই বোধয় স্রষ্টা আজো প্রদীপ হীন করে দেন না আমার জীবন।লাইনগুলো সবারই জানা-
যে জন দিবসে, মনের হরষে, জ্বালায় মোমের বাতি
আশু গৃহে তার, দেখিবেনা আর নিশীথে প্রদীপ ভাতি।
এই অপচয় রোধের শিক্ষা সেই যে শিশুকালে ভিতরে বপিত হয়েছিল, আজ অবধি তা নিজের অজান্তে লালিত হয়ে চলেছে। এই গুরু দ্বায়িত্ব যেমন আমাদের শিশুকালে আমাদের শিক্ষক/শিক্ষিকা, মা-বাবা বা গুরুজনেরা পালন করেছিলেন, তেমনি আজ আমাদেরও সময় আমাদের শিশুদের ভিতরে এই ধরনের শিক্ষাগুলো কে বপন করে দেওয়া। আর এটি করতে হবে ছোট্ট বেলা থেকেই। তাহলে পরবর্তী জীবনে নিজের অজান্তেই সেটা স্বতঃস্ফুর্তভাবে ভিতরে ভিতরে কাজ করে যাবে।
এই যেমন আমি। আমার নিজেকে দিয়েই বিচার করি।
আমার সরকারী বাসা, সরকারী পানি। কতখানি পানি গেল না গেল সে হিসাব আমার না। তবুও দিনের শুরুতে শেভ করার সময় প্রথমে মুখ ভিজিয়ে নেয়ার পর ট্যাপটা খুলেই রাখি না। ফোম লাগানোর সময় টুকু র জন্য বেসিনের ট্যাপটা বন্ধ করে নেই কিংবা ব্রাশ করার সময় ট্যাপটা বন্ধই রাখি- ব্রাশ শেষ হলে আবার ট্যাপ ছেড়ে কুলি করি-মুখ ধুই, গোসলের সময় গায়ে সাবান মাখার সময়টুকুতে শাওয়ারটা বন্ধই করে নেই।
শুধু নিজের বাড়ি বলে নয়। ক্যাডেট কলেজের মত কমন বাথরুম ওয়ালা জায়গাতেও যদি দেখেছি কোন একটা ট্যাপ ভালো করে লাগেনি বলে টিপ টিপ করে পানি পড়ছে, নিজেই গিয়ে টাইট করে লাগিয়ে দিয়েছি। কেন করেছি? অটোমেটিক্যালি করেছি। সেই লাইন দুটো শুধু ভেসে উঠেছে মনে মনে।
গতকাল সারা রাত ঘুম হল না। টপ টপ পানির শব্দে। বাথরুমের ফ্ল্যাশটা নষ্ট হয়েছে।
মন্তব্য
চমৎকার।
ধন্যবাদ প্রকৃতিপ্রেমিক
ভালো লাগলো লেখার মেসেজটা। ডেল কার্নেগির লেখার কথা মনে করিয়ে দিলো কিছুটা।
বপিত > 'উপ্ত' হবে না?
"উপ্ত " হবে হয়ত । "বপিত" হয়না মনে হয়। বাংলার লতিফা ম্যাডামের কথা মনে পড়ে গেল। খুব কষ্ট স্বীকার করেছিলেন এই ধরনের ভুল গুলো শুধরাতে। ধন্যবাদ ইশতিয়াক রউফ।
"রোপিত" ব্যবহার করতে পারেন।
তবে "বপিত" হবে না তাও না। আপনি যদি ব্যবহার করেন, তাহলে সেটা আপনার স্টাইল। বাংলা ভাষায় যে পরিমাণ শব্দ আছে, তাই যদি সবসময় ব্যবহার করি, তাহলে শর্ট পড়ে যাবে।
নতুন শব্দ বানানো লেখকের অঙ্গীকার। তবে ফ্রি-স্টাইল না, কিছুটা যুক্তিসঙ্গত, ধ্বনিমাধুর্যময়, এবং সবচে বড় ব্যাপার যেটা, সেই শব্দ যেন চিত্রকল্পের জন্ম দেয়।
আপনি দেশের আদর্শ নাগরিক। দেশের সম্পদের প্রতি এই মমত্ববোধের জন্য ধন্যবাদ। পারলে আরো কিছু মানুষকে একটু শেখাতে চেষ্টা করবেন।
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
অনেক ধন্যবাদ লিখাটার জন্য। মাঝে মাঝে আমরা ভুলে যাই আমাদের দায়িত্ব। আমরা না শিখালে যে সামনের প্রজন্ম শিখবে না সেটা মনে থাকেনা। আমরা অনেক ব্যাস্ত এখন।
চমৎকার
সচলায়তন শুরুর আগে এই বিষয়ে একবার লিখেছিলাম ..... বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে নামা কাটানোর পর সেগুলো সংগ্রহে রেখেছি আমার ব্লগস্পটে।
আসুন আমরা কৃপণ হই।
একই প্রসঙ্গে: আমাদেরকে সীমিত সম্পদ অপচয় করা শেখানো হচ্ছে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
আপনার লিঙ্ক গুলো পড়লাম ...খুব ভালো লেগেছে।
আমার অবস্থাও অনেকটা আপনার মতো। ছোটবেলা থেকেই বাবা এই কথাটা খুব বলে। কোনকিছুর অপচয় না করতে। তা সে কলের জলই হোক, আর অযথা অকারণে টাকাই হোক।
আপনার ছোট মেসেজটা খুব পছন্দ হলো।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ধন্যবাদ
কত কিছুই যে কত সময়ে অপচয় করি, তার হিসেব দিয়ে শেষ করা যাবে না!
মেসেজটা ভাল লাগল
অফটপিকঃ আপনার লেখা পড়ে মনে হচ্ছে- দেখে যেন মনে হয় চিনি উহারে
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ধন্যবাদ নিবিড়।
কি জানি
চিনি নাকি?
রাতের বেলা পানির এই টপটপ শব্দ যে কী একটা অসহনীয় অত্যাচার, যে শুনে অনিদ্র রাত কাটায়নি, সে বুঝবে না।
লেখা চলুক।
সাহস পেলাম।
লেখাটা খুব চমৎকার লাগল।
ধন্যবাদ ধন্যবাদ।
ভালো লাগলো
ধন্যবাদ।
দারুণ !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আপনার লেখার একনিষ্ঠ ভক্ত আমি। আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।
- পানি পড়ার টেপটেপ শব্দে এমনিতেই তো ঘুম হবার কথা না। হিসাব কিতাবের কথা তো পড়ে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হা...হা...এটাও ঠিক কথা।
ভাল লাগল ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ধন্যবাদ।
সচলায়তনে ডুয়াল পোস্টিং নিরুৎসাহিত করা হয়।
সচলায়তনে প্রকাশের ৭২ ঘন্টার মধ্যে অন্য ব্লগেও প্রকাশের কারণে এ লেখা নীড়পাতা থেকে সরিয়ে কেবল লেখকের ব্লগে প্রকাশ করা হলো।
আগামীতে বিষয়টির প্রতি লক্ষ্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।
সূত্রঃ http://www.cadetcollegeblog.com/kalbela/12545
নতুন মন্তব্য করুন