• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

সচলত্বের গুহ্যতত্ত্ব

কৌস্তুভ এর ছবি
লিখেছেন কৌস্তুভ (তারিখ: মঙ্গল, ০৭/০৯/২০১০ - ১১:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

সুধী হাচলবৃন্দ (সচলবৃন্দ নয়, খুউব খিয়াল কইর‍্যা), আপনাদের মনেও কি এমনই রয়েছে সচল হওয়ার দুর্দমনীয় বাসনা? সচলত্বের সিংহদ্বারের অন্তরালে কতিপয় বিশেষ ব্যক্তি কি অনির্বচনীয় ক্ষমতার সুখ ভোগ করছে তা জানতে কি আপনিও উদগ্রীব? অথবা রেস্ট্রিক্ট ট্যাগের অবগুন্ঠন উন্মোচনের সুতীব্র কামনা কি আপনার চিত্তেও চুলবুলিয়ে যায়? তবে শুনুন – সচলত্বের হুরপরীগুলিকে দ্রুত প্রাপ্তির উপায় মাত্র দুইটি – কোনো মডুর নবযুবতী শ্যালিকার পাণিগ্রহণ, অথবা এই পোস্ট পাঠ।

অবশ্য যাঁরা পূর্বেই অধ্যবসায় অথবা উৎকোচের দ্বারা সচল-বৈতরণী পার করে ফেলেছেন, তাঁদের প্রতি দয়াপরবশ হয়ে আমি তাঁহাদেরও এই পোস্ট পঠনের অনুমতি দিলাম। হয়ত এই নবাবিষ্কৃত তন্ত্রপ্রক্রিয়ায় তাঁদের শীতনিদ্রাগত বৈচিত্রহীন সচলজীবন পুনরায় মশালাদার হইয়া উঠিবে।

যা হোক। পূর্বোক্ত মুষ্টিযোগগুলির মধ্যে প্রথমটি নিয়ে প্রকাশ্যে কিছু বলা প্রশস্ত নয়। যাঁদের আছে, বা যাঁরা শীঘ্র প্রাপ্তির আশা রাখেন (তাঁদের সংখ্যা কম নয় বৈ কি) উভয়দলই শ্যালিকা বিষয়ে অত্যন্ত স্পর্শকাতর, সুতরাং স্বীয় অঙ্গপ্রত্যঙ্গাদির কল্যাণ বিবেচনায় উক্ত প্রসঙ্গ গুহ্যই রাখলাম।

যদি চিরাচরিত প্রক্রিয়ায় সচলত্ব প্রাপ্ত হতে চান, তবে নিশ্চয় অবগত আছেন যে একমাত্র উপায় হল পোস্ট করে যেতে থাকা। কিন্তু প্রশ্ন হল, কতগুলি পোস্ট প্রয়োজন? পোস্ট কি করেই যেতে হবে সারাজীবন? শীতনিদ্রার উষ্ণ আরামে পৌঁছতে কতগুলি সোপানের প্রয়োজন?
এ বিষয়ে বহুবর্ণিল মডুগণ নীরবতার হিরণ্ময় পথই নিরাপদ মনে করছেন। সন্দেশের মিষ্টালাপেও ইহার কোনো আলোচনা নাই, বিষয়টি বড়ই র‍্যান্ডম বলে এড়াইবার চেষ্টা চালায়। কিন্তু এই অধম পরিসংখ্যান বেচিয়াই পেট চালায়, র‍্যান্ডমত্বের কুজ্ঝটিকা তাহার শ্যেনদৃষ্টি আবৃত করতে পারে না। নৃতত্ত্ববিদেরা লক্ষ বছরের পুরাতন প্রস্তরীভূত হাড্ডিগুড্ডি ঘাঁটিয়া তাহার জীবনের গোপন কথাও প্রকাশ্য করিয়া ফেলতেছেন, আর সচলের সাইট ঘাঁটি খানকয় সংখ্যা বের করে আনা কি এমন কষ্টের? তারপর উদ্দিষ্ট ব্যাখ্যার সঙ্গে না মিললে দুয়েকফোঁটা ‘প্রসেসিং’ তো রইলই হাতের পাঁচ...

এই ২০১০ খ্রীষ্টাব্দে যে ভাগ্যবান-ভাগ্যবতীগণ সচল-পদ জয় করে তাঁহাদের কূলপ্রদীপ উজ্জ্বল করেছেন, তাঁদের নিয়ে পড়া গেল। তেনাদের অকাট্য তথ্য আঁকুপাঁকু করে জানাচ্ছে, যে হে ভ্রাতঃ, গড়ে তোমায় সাড়ে পঁচিশটি পোস্ট করতে হবে সচল হবার মধুমাখা ইমেলখানির স্বাদ পেতে হলে। অনভিজ্ঞের ন্যায় প্রশ্ন করবেন না, যে পঁচিশখানা পোস্ট করতে পারি, ছাব্বিশখানাও, কিন্তু সাড়ে পঁচিশখানা পোস্ট কিভাবে করব? পরিসংখ্যান-বিশ্লেষণ-ফলাফলে নিরন্তরই ভগ্নাংশ কি ত্রৈরাশিক উত্তর মেলে, এই নিয়তি, অভ্যস্ত হতে শিখেন; এক্ষেত্রে অবশ্য নিয়ন্ত্রক মডুদিগের র‍্যান্ডম ব্যবহারকেই দোষ দেওয়া অধিকতর যুক্তিযুক্ত।

অধিকাংশ ক্ষেত্রেই রেকারিং ডেসিমালের উত্তর এড়াতে আমরা ‘প্রায়’ বলে ঢাকাচাপা দিয়ে থাকি। এই যেমন পূর্বোক্ত সাড়ে পঁচিশটি পোস্ট করতে হাচলাবস্থায় তাঁহাদের লেগেছে প্রায় সাড়ে আট মাস। অবশ্য আমরা ভুক্তভোগীরা অবগত, এই সাড়ে আট মাসে তেনাদের মানসিক বয়স বেড়ে গেছে বৎসরাধিক – মডুবৈতরণী পার হবে কি না তার দুশ্চিন্তায়, মুরুব্বি-গুরুজনের ঝাড়ি উদরস্থ করে, একতারা প্রাপ্তিতে ফিরায়ে না দিতে পারার অভিমানে, ইত্যাদি ইত্যাদি।

এইবার আসা যাক বুজুর্গ সচলবর্গের পুরাতন স্লোগানে – হাচল সম্ভাবনাময় হলেও তাহাকে সচলত্ব দান নিতান্ত মূর্খামি – তাহাকে শীতনিদ্রায় পাঠায়ে সচলেরই ক্ষতি করবার চিরস্থায়ী বন্দোবস্ত। আসুন দেখা যাক, ইহা কি কেবলই আর্বান লেজেন্ড অথবা ইহার পিছনে উদ্বেগজনত সত্য লুক্কায়িত?
তথ্যের অবগুন্ঠনে সত্য এবারেও দাঁড়ায়ে মুহাহাহা হাস্য করিছে। তাহার বক্তব্য এইরূপ। সচল হওয়ার পূর্বে ও পরে গড়ে একটি পোস্ট দিতে কত দিন সময় লাগে তাহা মাপ করছিলাম। প্রকাশ পেল, নবীন সচলদের ৭০ শতাংশের অধিক এখন অধিক সময় নিতেছেন এক একটি পোস্ট দিতে। গুরুজনের বাণী সব সময় মিথ্যা হয় না বই কি।

অতএব হে হাচলগণ, কোনোরুপ জাদু বটিকা সেবন নয় – আপনারা নব উদ্যমে কেবল নিত্যনূতন পোস্ট মারিয়া যান, এবং খানছাব্বিশেক পোস্ট সারা হলেই মডুরামদের উত্যক্ত করিতে থাকেন। আর যদি ইতিপূর্বেই তাহা ছাড়িয়ে গিয়ে থাকেন, তবে হতোদ্যম হয়েন না – কেউ মাত্র ১২টি পোস্টেই হাচলত্বের নির্মোক ত্যাগ করতে পেরেছেন, কারোর লেগেছে ৪৫টি পোস্ট। একবার মণ্ডূক-শিশুর ন্যায় [অতিথি]-ল্যাজ খসিলেই নির্দ্বিধায় যোগনিদ্রা যাইতে পারবেন। কেবল প্রার্থনা, এই লিপি পাঠে কোনোরূপ সুবিধা পাইলে এই নিঃস্বার্থ হাচলের নিমিত্ত কিছু দোয়াদরুদ পড়বেন।

অনেকে অভিযোগ করিতে পারেন, এখনও অবধি আমার প্রবন্ধটি অত্যন্ত জ্ঞানগম্ভীর হলেও শব্দচয়নে পুরুষপক্ষপাত দোষে দুষ্ট। তাই সচলের নারীব্লগারদের বলি, মা ভৈঃ। আপনাদের অধিক হারে সচলের (নাকি সচলদের?) দিকে আকর্ষিত করার লক্ষ্যে উদারহৃদয় মডুগণ (যৎকিঞ্চিত ত্যালাইলাম, যদি আমাকে ০.১’খানি পোস্ট কম করতে হয়) আপনাদের জন্য বিশেষ স্টিমুলাস প্যাকেজ রেখেছেন।
যদিও এই বৎসর তুলনায় অধিকসংখ্যক পুংব্লগার সচলত্ব পেয়েছেন, তবুও প্রমীলাবৃন্দকে গড়ে একই পরিমাণ পোস্ট করতে হয়েছে হাচলাবস্থা অতিক্রমে – সাম্যবাদ! আরও উল্লেখযোগ্য তথ্য – সচলাবস্থা প্রাপ্তির পর যেখানে ৪০% পুঙ্গবকে তাঁদের পোস্টহার সামান্য হলেও বাড়াতে হয়েছে, রমণীবর্গের প্রত্যেকেই যথোচিত শীতনিদ্রায় গিয়াছেন – তাঁদের পোস্টপিছু গড় সময় হয়ে পড়েছে দ্বিগুণ।

এবং সবশেষে নরমতার কোম্পানিগুলির প্রদেয় ডিসক্লেমারের মত ঘোষণা করে যাই, উপরোক্ত কথাগুলি পাঠের ফলে আপনাদের মস্তিষ্কে কোনোরূপ বিরূপ রাসায়নিক বিক্রিয়ার সৃষ্টি হলে তন্নিমিত্ত লেখক বেচারা দায়ী নহে। পরিসংখ্যান সব সময়েই একচিমটি, না, একদলা, লবণের সঙ্গে গ্রহণীয়।


মন্তব্য

অদ্রোহ এর ছবি

মাপজোখে কোনরকম ভ্রান্তি না থাকিলে এটা দিবালোকের ন্যায় পরিষ্কার যে, আমিই সম্ভবত হাচল পরিবারের কনিষ্ঠতম সদস্য। অতএব, আপনার অভিসন্দর্ভ মোতাবেক খোদা চাহে তো(এ জায়গায় মডুদের মর্জি হইলে পড়িতে হইবে) রোজ কেয়ামতের পূর্ব্বে সচলত্ব লভিবার আশা করিতে পারি , নাকি বলেন ? :D

---------------------------------------------

আজি দুঃখের রাতে, সুখের স্রোতে ভাসাও তরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

কৌস্তুভ এর ছবি

তাই নাকি? নিশ্চয়ই, আশা তো সবার জন্যই।

তবে আপাতত লাইনের শেষে গিয়ে খাড়ান। আমরা যারা অল্প হলেও আগে আছি তারা আগে সচল হয়ে নি, তবে না আপনার পালা আসবে। মুহাহাহা। :D

রাতঃস্মরণীয় এর ছবি

ঠিক নহে ভ্রাতা। আমি আপনাপেক্ষা কনিষ্ঠ হাচল। অনুজের পক্ষ হইতে সশ্রদ্ধ সালাম জানুন।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সংসপ্তক এর ছবি

এতো একেবারে পিএইচডির থিসিস! আপনি ধন্য।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

কৌস্তুভ এর ছবি

আরে মশাই সেই থিসিসটাই তো এগোচ্ছে না এই সচল নামের বিচ্ছিরি নেশাটার পিছনে সময় দিতে গিয়ে!

মাহবুব লীলেন এর ছবি

এক্কেবারে খাঁটি কথা
পুনর্বার হাচল হয়ে সচলত্ব প্রাপ্তিতে এই টিপস কাজে লাগাব

কৌস্তুভ এর ছবি

সেই ভাল। আপনি আজকাল তেমন পোস্ট দিচ্ছেন না, বরং হাচলই হয়ে যান, অন্তত খানছাব্বিশেক লেখা তো পাব আপনার থেকে!

রণদীপম বসু এর ছবি

গবেষণা-সন্দর্ভ হ্রস্বজীবী হোক, যাতে দীর্ঘজীবী যোগনিদ্রায় প্রয়াণ পেতে হ্রস্বদূরত্বে আপনার সচলত্বপ্রাপ্তি ঘটে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

কৌস্তুভ এর ছবি

আহা, আপনার মুখে ফুল-চন্দন পড়ুক।

ফারুক হাসান এর ছবি

মন্তব্যের পরিসংখ্যান নাই যে? অন্যান্য পোস্টে মিথষ্ক্রিয়া তো সচল হবার একটা অন্যতম বিবেচ্য।

কৌস্তুভ এর ছবি

সময়-অনুযায়ী যেভাবে পোস্ট হিসাব করা যায় সেভাবে মন্তব্যের জন্য সরাসরি কোনো পরিসংখ্যান নেই। তাই জন্য শটকে মারলাম আর কি... :)

তাসনীম এর ছবি

প্রোফাইলে গেলে মন্তব্য করা হয়েছে কয়টি আর মন্তব্য পাওয়া হয়েছে কয়টি সেই পরিসংখ্যান দেখায়। আমি সহ অনেকেই নিজের পোস্টের প্রায় সব মন্তব্যেরই জবাব দেই। সুতরাং যদি...

x = করা মন্তব্যের সংখ্যা (নিজের পোস্ট + অন্যের পোস্ট)
y= পাওয়া মন্তব্যের সংখ্যা (শুধু নিজের পোস্ট)

z = x-y (শুধু অন্যের পোস্টে করা মন্তব্যের সংখ্যা)

যদি z > y তাহলে আপনি আত্মকেন্দ্রিক নন, সবার পোস্টেই কথা বলেন, বাচলতা থাকলেও আপনি লোক খারাপ নন।

যদি y > z আর কী বলব ভাই...বলেও লাভ নেই।

এই প্রোগ্রাম মডুদের লেখা আছে, সচল হওয়ার সময়ে এগুলোও দেখা হয়।

সচল আসলেই নেশা...দুই দিন ধরে জ্বুরে ফ্ল্যাট ছিলাম। আজকে একটু ভালো। সকালে বৃষ্টির মধ্যে অফিস যেতে দেখে বউ বলল যে সচল করতে যাচ্ছ নাকি এই অসুস্থ শরীরে।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

ধুসর গোধূলি এর ছবি
কৌস্তুভ এর ছবি

সেইসব লড়াইয়ের গল্প শুনতে চাই!

দ্রোহী এর ছবি

ধুসর গোধুলি লিখেছেন:
আগে z নিয়া বেশ হাড্ডাহাড্ডি নাড়াই হতো। এখন আর সেই দিন নাই, সেই মজাও নাই। রাম, অযোদ্ধা সবই গেছে।

কী মিয়া ভাই? এই পোস্টেই হবে নাকি একখান? :))

ধুসর গোধূলি এর ছবি

আর ক্যামনে হবে! ইটিজ স্লিপিং টাইম। কাইলকা হক্কাল হক্কাল উঠোন ঘটান লাগবো! :(
আর রাম-অযোদ্ধা তো রিটায়ার্ড হার্ট। আপনে মিয়া কুরুক্ষেত্রের ময়দানে বইয়া পাণ্ডু পাণ্ডু বইলা চিক্কুর দিলে হবে?



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

কৌস্তুভ এর ছবি

চলেন চলেন ধুগোদা, মিম্বরের সঙ্গে আপনার আবার একটা সরু হতে হতে মিলিয়ে যাওয়া মন্তব্যের ধারা লাগান, ওসব আর করা হয়না বলে সেদিনই তো আফসোস করছিলেন...

কৌস্তুভ এর ছবি

(১) আমাদের কচিলেখকদের একটা মুশকিল - আমরা অতিথি লেখক থাকাকালীন যে পোস্টগুলি করেছি সেগুলো হাচল হলে আমাদের প্রোফাইলে নিয়ে আসা হয়, কিন্তু যে প্রায় শখানেক মন্তব্য করেছি সেগুলো তো আনা হয়না। ফলে প্রোফাইলের কমেন্ট গুনতিতে সেগুলো বাদ পড়ে।
যেসব প্রাচীন লেখক হাজারকয়েক কমেন্ট করে ফেলেছেন, তাঁদের ওটুকু বাদ গেলে কিছু যায় আসে না। কিন্তু আমাদের কাছে ওইটাই অনেক 'নেগেটিভ বায়াস'। কমেন্টগুলো ধরার ওইটা একটা মুশকিল।

(২) প্রায় প্রতিটি পাওয়া মন্তব্যের উত্তর অনেকেই দেন, আমিও দিই। কিন্তু অনেকে দেনও না। ওই 'অর্থহীন' পোস্টটা যেমন। সেক্ষেত্রে হিসাবের কি হবে?

(৩) এটাই ছিল আমার প্রধান সমস্যা, যে যিনি মে মাসে সচল হয়েছেন, তাঁর সেই সময় মন্তব্য কাউন্ট কত ছিল সেইটা কি করে জানব? তাঁর পোস্ট লিস্টে গেলেই পুরনো পোস্টগুলো সব দেখা যায়, তাই পোস্ট গুনতে সমস্যা নেই। সেখানের মন্তব্য সংখ্যা অর্ধেক করে নাহয় একটা আন্দাজও পেলাম। কিন্তু সেই সময়ে অন্যের পোস্টে করা মন্তব্য সংখ্যা পাব কি করে?

অপছন্দনীয় এর ছবি

আমাদের কচিলেখকদের একটা মুশকিল - আমরা অতিথি লেখক থাকাকালীন যে পোস্টগুলি করেছি সেগুলো হাচল হলে আমাদের প্রোফাইলে নিয়ে আসা হয়,

কই পেলেন? আমারগুলোর তো খবর নেই। মডুদের ইমেইল করলাম উত্তরই দিলো না :(, পোস্ট নিয়ে আসা তো দূরের কথা।

কৌস্তুভ এর ছবি

আহারে। আগামী পোস্টের তলায় সংযোজন হিসাবে মডুদের প্রতি ওই অনুরোধটা জুড়ে দেবেন 'খন।

অতিথি লেখক এর ছবি

মন্তব্য নিশ্চই পোস্টের অন্তর্গত নয় ... :(

অমিত্রাক্ষর

ফারুক হাসান এর ছবি

মন্তব্য পোস্টের অন্তর্গত না হলেও সচল যেহেতু একটা রাইটার্স কম্যুনিটি সেহেতু একে গুরুত্বের সাথেই নেয়া হয়। মন্তব্য না করে কেবল পোস্ট করে গেলে ব্যাপারটা অনেকটাই আত্মকেন্দ্রিক হয়ে যায় না?

তাসনীম এর ছবি

সচল হওয়ার প্রসেসটা আরেকটু সহজ হওয়া উচিত। তবে হাচল অবস্থাতেও কোন অসুবিধা হচ্ছিল না, সচল হলে নিজের লেখার বানান-টানান শুধরানো যায়।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

কৌস্তুভ এর ছবি

তবে হাচল অবস্থাতেও কোন অসুবিধা হচ্ছিল না

হ্যাঁ বরং মনের সুখে মডুদের উত্ত্যক্ত করা যায়...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এখন হাচলরাও বানান শুধরাতে পারেন। ;)
শুধু পোস্টটা পুর্নবার মডারেশন ঘুরে আসে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আজকে দেখলাম অতিথি হিসেবে লেখা এডিট করতে পারছি, যদিও সেটা সেভ ('সংরক্ষণ') করার কিছুক্ষণ পরে আবার দেখা যাচ্ছে। মনে হয় মডারেশন পার হয়ে আসছে। তবুও এইটা খুব ভাল হয়েছে, মডারেশন আবার পেরুনো লাগলেও অন্তত টুকিটাকি পরিবর্তন, বানান আর অন্যান্য ভুল শোধরাতে পারার সুযোগ পাওয়াটা অনেক বড় মনে হচ্ছে! ধন্যবাদ কর্তৃপক্ষকে। :)

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

দ্রোহী এর ছবি

এককালে অতিথি লেখকেরাও পোস্ট এডিট করতে পারতেন। নামের পাশে [অতিথি] যোগ হবার আগের কথা। তখন অতিথি লেখকেরা "অতিথি লেখক" আইডি থেকেই পোস্ট দিতেন।

জনৈক অতিথি (নাম শোনার দরকার নাই) এই সুযোগ নিয়ে অতিথি লেখক হিসাবে পোস্ট করা ৮ টি লেখা মুছে ফেলে।

তখন মডুরা অতিথি লেখকদের পোস্ট এডিট করার ক্ষমতা রহিত করে।

মানুষের সীমাবদ্ধতার ইতিহাস আসলে নিজের পায়ে কুড়াল মারার ইতিহাস।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

:(

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নিবিড় এর ছবি

এইসব পরিসংখ্যানের থেকে বরং একটা কাজের চোথা দিয়ে যাই। এটা মন দিয়ে পড়েন। আর্বান লিজেন্ড বলে এই পোস্টে নাকি এক ধাক্কায় চার চারটা নিষ্ঠাবান অতিথি লেখক সরাসরি সচল হয়েছিল। আর এটাতে কাজ না হলে ঘোষণা দেন আপনার বিবাহ যোগ্য সুশীল শ্যালিকা আছে (দেঁতোহাসি)


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

কৌস্তুভ এর ছবি

আড়াই বছর পরে নতুন সিলেবাসের জন্য নতুন চোথা ছাড়েন না কেউ একটা। আমরা ঘোর নিষ্ঠাবান হাচলেরা সবাই লাইন দিয়ে বসে আছি...

হিমু এর ছবি
কৌস্তুভ এর ছবি

ধন্যবাদের সহিত গৃহীত হইল...

হাসান মোরশেদ এর ছবি

সারছে!
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

কৌস্তুভ এর ছবি

:D

যুধিষ্ঠির এর ছবি

কমপক্ষে ২৬টা পোস্টানোর পরে সচলত্ব বিবেচনার আইডিয়াটা খ্রাপ্না :-P

কৌস্তুভ এর ছবি

ক্যান, বায়ো কি তেয়োখানা পোস্টাবার পরই সচল হয়ে গেলে মন্দ কি?

ধুসর গোধূলি এর ছবি

এইসব গোনাগুনতি রাইখা চোখ বন কৈরা খিইচ্যা পোস্ট করতে থাকেন। আর মুহুর্মুহু মন্তব্যবাণে মডুদের আক্রমন করতে থাকেন। আপনেরে সচল না বানায়া মডুরা যাইবো কৈ! আরে, আক্রমন থাইকা বাঁচার জন্যই আপনেরে সচল কৈরা দিবে মডুরা। জানের ডর তো সবারই আছে। :D



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

কৌস্তুভ এর ছবি

আপনেরে সচল না বানায়া মডুরা যাইবো কৈ!

ব্যাপারখান বুঝলেন না দাদা। এইটা হইল ফিলান্থ্রপিক পোস্ট, সমগ্র হাচলবর্গের কল্যাণে। একা একা সচল হওয়াটা কি ভাল দেখাবে?

ধুসর গোধূলি এর ছবি

আরে, তাইলে তো আরও পোয়াবারো অবস্থা। পুরা হাচল দল নিয়েই ঝাঁপিয়ে পড়ুন মডুদের উপর। হে হে হে, মিলিয়ন-বিলিয়ন মন্তব্য চেক করার পেরেশানি থেকে বাঁচতে মডুরা একযোগে সারাদেশব্যাপী হাচলকে সচলত্ব দান করে দিবে। :D

আর সচল হওয়ার পরে আমার কন্সালটেন্সি ফি'টা পাঠায়া দিতে ভুইলেন না জনাব।



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

কৌস্তুভ এর ছবি

নিশ্চয়ই, নিশ্চয়ই। আপনার কন্সালটেন্সি ফি'টা কত, বলেন শুধু। তবে দেখেন, বলাইদার মত বিশ-পঁচিশ লাখের ঘরে চলে যায়েন না!

লুৎফুল আরেফীন এর ছবি

ব্যাকডোর আছে কি কি? সেগুলা খুঁজে দেখেন। এর চে' ভাল কিছু নাই। এই জিনিস সবখানেই থাকার কথা। লেখা জোশিলা হইছে।

কৌস্তুভ এর ছবি

ব্যাকডোর কোথা পাই দাদা, আপনার সন্ধানে কিছু গোপন খবর থাকলে ছাড়েন না...

দ্রোহী এর ছবি

আজই আমার নামে ২০০ ডলার পে-প্যাল করে দিন। "সচল হবার বাতেনি তরিকা" বইটি ১৪ থেকে ২১ দিনের ভেতর হাতে পৌঁছে যাবে।

কৌস্তুভ এর ছবি

ঠিক আছে, জাতির কল্যাণে নাহয় ২০০ ডলারই খরচা করলাম। তারপরেই যখন বইটা স্ক্যান হয়ে র‍্যাপিডশেয়ারে উঠে যাবে, হুঁ হুঁ বাবা, তখন মডুরা বুঝব, কত হাচলে কত সচল!

ওডিন এর ছবি

আমার কিবোর্ডের কমেন্ট কাইড়া নেয়ার জন্য ডিসলাইক টিপি দিলাম! :D
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমার মতে সচল হতে হলে সারাক্ষণ আপনার নাম বাম পাশের তালিকায় ঝোলানো থাকতে হবে। যাতে নিক দেখেই মনে হয়, হু, এটাকে এবার সচল করা যায়। সম্ভবত তেমন ভাবনা না আসা পর্যন্ত যে টেস্টই করেন (পি ভ্যালুকে দরকার হলে ১০০০ দিয়ে ভাগ দিয়ে হলেও) তেলহারামি মডুরা "সচল করা যায়"--হাইপোথিসিস রিজেক্ট করে দেবে।

আর মন্তব্যের ব্যাপারটা তো আছেই :)

সবই যদি পারফেক্ট হইত তাহলে আর পরিসংখ্যানের দরকার হইতো না, ঠিক্না বস? ;)

কৌস্তুভ এর ছবি

তাহলে আমার কোনো আশাই নেই। আমি কয়েক ঘন্টা অন্তর অন্তরই ল্যাপি ঠান্ডা করার জন্য শাটডাউন করে দি। তাই সচল থেকে সেশনটাও চলে যায়। তাই কৌস্তুভ [অতিথি] (৬ দিন) এরককম কিছু হবার কোনো সুযোগ নাই।

সবই যদি পারফেক্ট হইত তাহলে আর পরিসংখ্যানের দরকার হইতো না, ঠিক্না বস?

একদম খাঁটি কথা কয়েছেন বস। হিম্ভাই বলছিলেন, ইয়ে, সচল হতে কটা পোস্ট লাগে তাই নিয়ে লেখা দেবেন, ব্যাপারটা তো ফিক্সড কিছু না... তখন বলছিলাম, যে বেশিরভাগ জিনিসই ফিক্সড নয় বলেই তো আমরা করেকর্মে খেতে পারছি!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমার কথা সিরিয়াসলি নিয়েন না, এমনিই বলেছি :) আমি মডু হইলে এই ক্রাইটেরিয়াও যোগ করে দিতাম অবশ্য ;)

তবে অবশ্যই লেখার সাথে সাথে ইন্ট্যারাকশন গুরুত্বপূর্ণ। আমার মনে হয় ইন্ট্যারাকশন আগে, তার পরে লেখা। (আমার ধারণার কথা বললাম)।

কৌস্তুভ এর ছবি

আর এখন ঢাকাচাপা দিয়া লাভ নাই। ফাঁস হইয়া গেছে যে আপনেই মডু। কোন রঙ সেইটা কন শুধু!

সিরিকাসলি নিই নাই, কিন্তু তাও সুযোগ পেয়ে এট্টু আক্ষেপ করে নিলাম...

দ্রোহী এর ছবি

আমি একদিন স্বপ্নে দেক্সি একটা লাল রঙের লুঙ্গী পরে পিপিদা হাতের বেত দিয়ে জনৈক অতিথি লেখকের পশ্চাতে ঠাশ ঠাশ বাড়ি দিচ্ছেন আর বলছেন, লেখায় এত বানান ভুল ক্যান? :))

ধুসর গোধূলি এর ছবি
কৌস্তুভ এর ছবি

আরে, একটা স্বপ্ন এতজনে মিলে দেখে ক্যাম্নে? ইনসেপশন, না টেলিপ্যাথি?

যাহোক বর্ণনা চলুক...

দ্রোহী এর ছবি

আমরা দুই ভায়রা ভাই স্বপ্ন ভাগাভাগি করে দেখি। আমি স্বপ্ন দেখতে দেখতে হাঁপিয়ে গেলে ভায়রা ভাই মনির হোশেন বাকিটুকু দ্যাখে। :D

কৌস্তুভ এর ছবি

বুঝছি। তার মানে যেদিন বালিকার স্বপ্ন চলে, সেদিন আপ্নেই পুরোটা মেরে দেন, ধুগো ভাই ভাগ পান না?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এই যে মন্তব্য-সিঁড়ির মন্তব্যগুলো যদি বারবার পড়েন, আপনি বারবারই হাসবেন, আপনার মন ভালো হয়ে যাবে। সচলায়তন ছাড়া এমনটা আর কোথাও আপনি পাবেন না।

তবে আপনি যেমন আমাকে নিয়ে ভাবছেন আমিও তেমন কাউকে কাউকে মডু হিসেবে ঠাওরাই। কিন্তু এতদিন সচল থেকেও জানিনা কে কোন রঙের মডু :)

দ্রোহী এর ছবি

কৌস্তুভ জায়গামতো ধরে ফেলেছেন। বালিকাময় স্বপ্নে ভায়রা ভাইয়ের ঠাঁই নাই। বালিকাবিহীন স্বপ্নগুলোই শেয়ারযোগ্য। ইনসেপশনে দেক্সেন না? ডিক্যাপ্রিও তার বউয়ের স্বপ্নগুলো কোলাপসিবল গেট দিয়ে তালা মেরে রাখে। :))

পিপিদার মতো আমি ও কিছু কিছু লোককে মডুরাম হিসাবে সন্দেহ করি। যেমন আমার ধারণা কৌস্তুভ একজন মডু। অন্তর্ঘাতমূলক কার্যকলাপ
পর্যবেক্ষণের জন্যই তিনি নামের পাশে [অতিথি] যোগ করে বসে আছেন যাতে আমার মত বদ লোকেরা তাকে আম-আদমী মনে করে তার পোস্টে এসে হুদাই গিয়ানজাম পাকালে ধরতে পারেন।

কৌস্তুভ এর ছবি

আর আমি বুঝতে পারছি, আপনি 'সচলায়তন'য়ের ভায়রাভাই, নয়তো আমি যে মডু সেই গোপন খবরটা শুনলেন ক্যাম্নে?

নাশতারান এর ছবি

আমিও মডু। আমি সাদা-কালো ডোরাকাটা মডু।


.................
.................
.................
[আর কোনো রঙ বাকি নাই বোধ হয়। তাই কম্বিনেশানে গেলাম :D ]

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

কৌস্তুভ এর ছবি

বেশ বেশ। তা দেখেন, আমাগো অল্টারনেট মডুপ্যানেলের গোপন আলোচনা সব আবার ফাঁস করে দিয়েন্না!

শাহেনশাহ সিমন এর ছবি

:))

(চিপাইলাম)
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

দ্রোহী এর ছবি

লন এইটারে চিপাইতে থাকি। :D

টিউলিপ এর ছবি

মারো ঠেলা, হেঁইয়ো, আরো জোরে, হেঁইয়ো!
___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

দ্রোহী এর ছবি

দিলাম আরেক ঠেলা। :))

ধুসর গোধূলি এর ছবি

এই রোযা রমযানের দিনে আপনেরে না কইছি মুখ খারাপ করবেন না! মুখ খারাপ করলে আগে আল্লায় মারতো, এখন তো মিয়া আপনেরে ভাবী মারে! নাকি এখন প্যারোলে আছেন! (চিন্তিত)



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

দ্রোহী এর ছবি

ঠেলাঠেলি আমার জন্য জায়েজ কিন্তু আপনার জন্য সেটা নাজায়েজ। মুহুহুহুহুহুহু ...

কৌস্তুভ এর ছবি

দাদারা, এই বেচারি পোস্ট লেখককেও একটু সুযোগ দিন এটারে চিপা করার!

কৌস্তুভ এর ছবি

আরো কে কে আছেন চলেন এডারে চিপাইতে থাকি!

শাহেনশাহ সিমন এর ছবি

বাম্পার ক্রস কইরা গ্যালো দেখি ;)
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

টিউলিপ এর ছবি

দেখি আর কতদূর যায়!

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

শাহেনশাহ সিমন এর ছবি

আপনার সিগনেচারটা বেশ :D
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

কৌস্তুভ এর ছবি

চলেন গ্রে এরিয়ায় ঢুকে পড়ি...

অতিথি লেখক এর ছবি

এই যে নেন, গ্রে এরিয়া ছুঁয়ে ফেললাম প্রায়! :p

কুটুমবাড়ি

শাহেনশাহ সিমন এর ছবি

চলেন
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

রাশু [অতিথি] এর ছবি

ধূসর জগত আর কত দূর?

রাশু
ghumontoshohoreঅ্যাটgmail.com

টিউলিপ এর ছবি

আমাদের সংগ্রাম চলবেই...
___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

কৌস্তুভ এর ছবি

হ্যাঁ... ইনকিলাব জিন্দাবাদ... জাগো বাঙালী...

নাশতারান এর ছবি

দিকি তো আর কত চাপানো যায়! :D

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

কৌস্তুভ এর ছবি

আরে প্যারালালে যাচ্ছেন কেন... সিরিয়ালে আসুন...

শাহেনশাহ সিমন এর ছবি

আর যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

শাহেনশাহ সিমন এর ছবি

গ্যাছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নাশতারান এর ছবি

আরো যায় দেখি!!!!!!!!!!!!!!!!!!!!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

কৌস্তুভ এর ছবি

লেখার চেয়ে বেশি দূর যাচ্ছে পোস্টের নাম্বারটা!

কৌস্তুভ এর ছবি

এইটা নিয়ে ৩৪নম্বর পোস্ট হল এই চিপায়...

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

এই যে নেন, পঁয়ত্রিশ! :)

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নাশতারান এর ছবি

এইখানে এ্ত আন্ধার কেনু? আমি চউক্ষে কিস্যু দেক্তেসি না!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

কৌস্তুভ এর ছবি

চল্লিশ হলেই কিন্তু গুনতি ঘুরিয়ে দিতে হবে!

অতিথি লেখক এর ছবি

আরে পাইয়ের মানের মতো পোস্টের নাম্বারও কি অসীম নাকি? ;)

কুটুমবাড়ি

অতিথি লেখক এর ছবি

কৌস্তুভ ভাই, আসেন গোনাগুনতি বাদ দিয়ে চুটিয়ে আড্ডা দেই। ধূসর জগতটাকে আরেকটু চওড়া করি ;)

কুটুমবাড়ি

কৌস্তুভ এর ছবি

ডান কোণে চিপা দিয়ে ধূসর অংশে চুটিয়ে আড্ডা? বেশ তো!

আনন্দী কল্যাণ এর ছবি

এই ধূসর আড্ডায় এবার ধূসর গোধুলীদার একটা মন্তব্য প্রয়োজন :)

কৌস্তুভ এর ছবি

আম্মো ভাবছিলুম!

অতিথি লেখক এর ছবি

আরে আরে আরে, হচ্ছে টা কি??? :) :)

আকাশনীলা

অতিথি লেখক এর ছবি

চান্সে দেখি 'ধূসর জগত' এ আমারও একটু জায়গা হয় কিনা।

অনন্ত আত্মা

অতিথি লেখক এর ছবি

'ধুসর জগত'টা মনে হয় অনন্ত, সবারই জায়গা হয়ে যাবে :p

কুটুমবাড়ি

শাহেনশাহ সিমন এর ছবি

ধূগোদারে মিস্করি
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

জাহামজেদ এর ছবি

এইখানে আমার একটা কমেন্ট দিতে মন চাইলো !

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

রাশু [অতিথি] এর ছবি

ধূগোদা গেলো কো?
এই ধূসর মিলাদে তাইলে মোনাজাত ধরবে কিডা?
ধূগোদারে আওয়াজ দেন, তার ভিটায় দুষ্ট লুকজন ঘোরাঘুরি করতেসে!

রাশু
ghumontoshohoreঅ্যাটgmail.com

ওডিন এর ছবি

এখন এইখানে আমি একটা কমেন্ট না দিলে কেমনে কি???

যাই হোক আমি যা বলতেছিলাম- আমাদের এই অস্তিত্ব আসলে খুবই সংবেদনশীল একটা ব্যপার। অকটোবরের বৃষ্টিতে ধুয়ে যাওয়া জেসমিন ফুলের বিবর্ণ পাপড়ির মতন।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

শাহেনশাহ সিমন এর ছবি

অকটোবরের বৃষ্টিতে ধুয়ে যাওয়া জেসমিন ফুলের বিবর্ণ পাপড়ির মতন।

বাপ্রে!!! :O
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

ওডিন এর ছবি

হুহুহু, ফিলোসফি বুঝছো, ফিলোসফি। আরেকটু দিবো কি না ভাবতেছি। :D
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

কৌস্তুভ এর ছবি

দিয়ে দেন। বাইদিওয়ে, এটা ৪৭ নম্বর, থুড়ি, ৩৩ নম্বর কমেন্ট... এবার ৩২ নম্বরটা দেন।

কৌস্তুভ এর ছবি

বাঃ, চিপার কমেন্ট আবার ফিরে এসেছে দেখি! ধূসরের উপরে পড়াও যাচ্ছে! ডেভুদের (জাঝা)

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ওডিনদা, তুমি কি শিওর যে এইটা অক্টবারের বৃষ্টি হবে? November Rain না? :D

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অতিথি লেখক এর ছবি

ওডিনদা, অমৃত! ধুসর কবিতা আরও ছাড়েন দু-একটা

কুটুমবাড়ি

খেকশিয়াল এর ছবি

পোলাপাইন সব দেয়াল-মেয়াল ভাইঙ্গা লাইলো দেহি!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

বিম্বিসার অশোকের ধূসর জগতে অচলায়তন ভাঙি দৃপ্ত শপথে। জ্বলুক মশাল হাতে হাতে... এই অন্ধকারে বিদর্ভ নগরে...

কুটুমবাড়ি

ওডিন এর ছবি

আবার এলাম ফিরে এই ধুসর উঠোনে। এইখানে খেলা করে ছায়াময় নিঃসঙ্গ অনন্ত অন্ধকার। অন্ধকার ... ইয়ে মানে ধুত্তোরি ভাবটা ঠিক আসতাছে না। আরেকটু পাকাপোক্ত ভাব আসলে আরো কিছু লেখার কথা ভাবা যাইতে পারে। আফটার অল এই ধুসর স্পেসটা আসলেই মনে হইতাছে অনন্ত দ্য ইনফিনিট! ;)

______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

অরফিয়াস এর ছবি

এতদিন পরে আমিই বা বাদ যাই কেন ?

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অতিথি লেখক এর ছবি

এইখানে কি হইতেসে???

ফারাসাত

কৌস্তুভ এর ছবি

ঠেলাঠেলি হইতেছে। লাইনে আসেন। ;)

অনার্য সঙ্গীত এর ছবি

ইতিহাসের পাতায় নাম লিখে গ্লাম :D

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

কালো কাক এর ছবি

আরে বাঃ ! এ তো নতুন জগত :D

অতিথি লেখক এর ছবি

ছিঃ!! পুরুষ মানুষের সাথে আমি ঠেলাঠেলি করিনা! ;)

ফারাসাত

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

দেরিতে হলেও ইতিহাসের অংশ হয়ে থাকি।
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার .......


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

এরিক এর ছবি

দিলাম ধাক্কা !

পথিক পরাণ এর ছবি

মন্তব্য খুঁজতে গিয়ে বাম দিকে সাদা পাতা দেখে তো ভয়ই পেয়ে গেছিলুম দাদা- ভাবলুম কোন বাতেনি গুহ্যতত্ত্বের ভিতর নিমজ্জিত হলুম! পরে চিপায় খুঁজেপেতে জবাব লিখতে গিয়ে দেখি টাইপ করার জায়গাই নাই! এ কোঞ্চিপারে বাবা!!

রব এর ছবি

তিষ্ঠ পথিকবর, এ বড়ই আজবচিপা!

আঁধার-মেখলার গতরের আগুনরঙা সোনা
অথবা রূপার
সাথে তুলনা করোনা কোনো আঁধার স্থান
বা চিপার
আঁধারের ব্যাকরণ তোমার সহ্য হবেনা!

:p

কৌস্তুভ এর ছবি

খাইছে রে, এখানে কাব্যচর্চাও চলতেছে!

কড়িকাঠুরে এর ছবি

কোবতের দেশ নেই আকালে
কোবতে খেয়ে যায় মাকালে

মেঘা এর ছবি

আমাকে কি দেখা যায়?

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

অনার্য সঙ্গীত এর ছবি

সিমন্ভায়ের মন্তব্যগুলা বড়ই অশ্লীষ! এক্সপাঞ্জের দাবী জানাইলাম! ;)

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মৃত্যুময় ঈষৎ এর ছবি

এখন আমিও ইতিহাসের অংশ!

এবং প্যারালাল ওয়ার্ল্ড যে আছেই সেইটার চাক্ষুষ প্রমাণ পাইলাম!!

ভাগ্যিস টেক্সট বক্সটা রিসাইজেবল!!


_____________________
Give Her Freedom!

অরফিয়াস এর ছবি

নতুন লাইন !! ;)

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

জুন এর ছবি

আয় হায়! আমার লেখার যায়গা কই? ইতিহাসের পাতায় নাম লেখাইতে গিয়া কি তবে নিজেই ইতিহাস হয়া গেলাম?

তানিম এহসান এর ছবি

:D

মেঘা এর ছবি

এখন কি কমেন্ট আসছে?

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

সাফিনাজ আরজু এর ছবি

আমিও এখন ইতিহাসের সাক্ষী! :)

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

তিথীডোর এর ছবি

@পিপিদা,
মিথস্ক্রিয়ার ব্যাপারে সহমত!
আর আজ থেকে দিনরাত লগড ইন হয়ে থাকবো...
সচলত্বের সংগ্রাম চলবেই! :P

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

কৌস্তুভ এর ছবি

যাঃ, রিপীট কমেন্ট নিয়ে মন্তব্য করলাম আর পালটে দিছেন দেখি!

চলেন, ধুগোদার পরামর্শ নিয়ে আমরা সকলে মিলে আন্দোলন গড়ে তুলি। নেত্রী হবেন তো?

জাহামজেদ এর ছবি

আজ থেকে দিনরাত লগড ইন হয়ে থাকবো...

এই ব্যাপারে আমারে আদর্শ মানতে পারেন...

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

তিথীডোর এর ছবি

লেখায় ***** তারা!

হায়, আর কতকাল হাচল হইয়া রহিবো... (বেদনার্ত দীর্ঘশ্বাস)

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

কৌস্তুভ এর ছবি

নাহ তিথী আপু, ডবল মন্তব্য করে কাউন্ট বাড়াবার চেষ্টা কিন্তু ফাউল! ওতে মডুরা বোকা বনব না...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ইশ আমি বলার আগেই আপনি বলে দিলেন :D

কৌস্তুভ এর ছবি

:D

বোহেমিয়ান এর ছবি

হেহে!!!

@লেখক চমৎকার! আপনার সচলত্ব প্রাপ্তি শীঘ্রই ঘটুক!
_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

কৌস্তুভ এর ছবি

ধন্যবাদ, আপনারও হোক শিগগিরই!

জাহামজেদ এর ছবি

হায়, আর কতকাল হাচল হইয়া রহিবো... (বেদনার্ত দীর্ঘশ্বাস)

(গুল্লি)

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

কৌস্তুভ এর ছবি

সমবেদনা...

পুতুল এর ছবি

হাচলের সেই রোদ মাখা দিন!
আহা যদি আর একবার ফিরা আইতো!
লেখা ভালু পাইলাম।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

কৌস্তুভ এর ছবি

হুমম, "নদীর এ পার কহে ছাড়িয়া নিঃশ্বাস..."?

অতিথি লেখক এর ছবি

আর অচলদের কী হবে? তাদের কথা কেউ ভাবে না :S

কুটুমবাড়ি

কৌস্তুভ এর ছবি

আসেন, আপনেও হাচল হয়ে যান, তাহলে অতিথিদের নিয়ে চিন্তা আপ্নারও থাকবে না...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

তাসনীম লিখেছেন:
সকালে বৃষ্টির মধ্যে অফিস যেতে দেখে বউ বলল যে সচল করতে যাচ্ছ নাকি এই অসুস্থ শরীরে।
সুরটা চেনা চেনা লাগলো তো তাই একচোট হাসলাম।

তাসনীম এর ছবি

হুম...একই অবস্থা সবখানে।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আর আমারতো আদার হাফ নাই এখনো, আপাতত আমাকে আম্মা বলেছে। :(

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

(হ, দুইবার একই কথা পোস্ট হইছে।)

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

দ্রোহী এর ছবি

অভিসন্দর্ভ দারুণ হয়েছে। বাংলা জিআরই-র কথা মনে পড়ে গ্যালো।

পোস্টের সংখ্যা গুনে লাভ নাই। কারণ ১২/১৩ পোস্ট দিয়েও সচল হতে পারেন আবার ৫০+ পোস্ট দিয়েও অতিথি লেখক রয়ে যেতে পারেন।

সচল হবার জন্য পোস্টের সংখ্যার চাইতে পরীক্ষিত ফর্মুলা অনেক বেশি কার্যকরী। পরিবর্তনশীলের লেখা সচলায়তন এবং একুশ বছর বয়সের ছেলেগুলো
এখন পর্যন্ত সবচাইতে কার্যকরী ফর্মুলা হিসাবে বিবেচিত।

ধুসর গোধূলি এর ছবি

আর আমাগো কথা কলেন না যে মেম্বর! আমরা হারারাত ধরে মন্তব্য দিতে দিতে মন্তব্যকোটা শেষ করে ঘুমায়ে গেছি। ঘুম থেকে উঠে দেখি সচল হয়ে গেছি, এগুলা কলেন না যে বড়!
(এগুলা না করে পরে আমাগোরে দিয়া কেউ বইয়ের ফ্ল্যাপ ল্যাখাইবে?)



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

দ্রোহী এর ছবি

এগুলা বললেও কি আর কেউ ফ্ল্যাপ লেখানোর কাম দিব?

কৌস্তুভ এর ছবি

বাংলা জিয়ারই??

ধুগোদা তো বলেই দিলেন, সে রামও নাই, সে অযোধ্যাও নাই, আগের ফর্মুলায় কি আর কাজ হবে? নতুন যুগের ফর্মুলাটা চুপি চুপি বলেন না মিম্বর সাব...

হরফ এর ছবি

খুব্ভালো পেলাম এবং ভারচুয়াল পাঁচতারা দিয়ে গেলাম।
---------------------------------------------------------------------------------
"ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে"

ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে

কৌস্তুভ এর ছবি

ভারচুয়াল ধন্যবাদ। :)

দময়ন্তী এর ছবি

দুবার এসেছে|
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

হরফ এর ছবি

ভারচুয়াল ধন্যবাদ দিলেন!!!! হায়!! আমার ভালু পাওয়াটা কি আর ভারচুয়াল হে সহহাচল? তারানোটা ভারচুয়াল হাচল বলেই না। যাগ্গে!

"ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে"

ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে

কৌস্তুভ এর ছবি

এই ব্লগ দুনিয়ায় সবই ভারচুয়াল, দিদিভাই, আর কি কমু...

দময়ন্তী এর ছবি

হে হে তাহলে একটা গোপন কথা আপনাকে চুপি চুপি জানিয়ে যাই| আমি সাড়ে ৩ খানা পোস্ট লিখে সচল হয়ে গেছিলাম| তখন আমি মাসে একটা করে লিখতাম| :D

আহাহা হিংসেয় সবুজ হয়ে গেলেন নাকি? আচ্ছা একটা লাল টুকটুকে পাঁচতারা নেন|
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

দ্রোহী এর ছবি

তাহলে এইবেলা আমিও একটা গোপন কথা জানিয়ে যাই। সচল হবার জন্য আমাকে একটা পোস্টও লিখতে হয়নি। :D :D :D :D :D :D

কপাল ভালো যে শুরুতেই সচল হয়ে গিয়েছিলাম। তা না হলে আমার লেখালেখি ও মিথস্ক্রিয়ার যা দুরবস্থা তাতে করে সচল হতে সারাজীবন লেগে যেত।

তাসনীম এর ছবি

এইসব ঘটনা ১/১১ এর আগে চলত, এখন আর হয় না :-) আমি ২৪/২৫টা পোস্ট পার করে সচল হয়েছি। আরেকটু হলেই মরণোত্তর হয়ে যেত সচলত্ব।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

কৌস্তুভ এর ছবি

সত্যি। সেই সত্যযুগ কখন গত হয়েছে, এখন ঘোর কলি, সচলত্বের অফিসে অ্যাপ্লিকেশন ফর্মও বাড়ন্ত...

আপ্নের ২৬খান পোস্ট লেগেছিল জনাব...

কৌস্তুভ এর ছবি

হিংসে করব কেন দিদি, আপনাদের সময় দিনকাল আলাদা ছিল সে তো জানিই... একটা পয়সারও, থুড়ি, একটা পোস্টেরও অনেক দাম ছিল...

কিন্তু প্রশ্ন হল, সাড়ে তিনের ওই অর্ধেকখানা পোস্ট করলেন কি করে বলুন তো? আমিও ঠিক সাড়ে পঁচিশখানা পোস্টই করতে চাই...

জাহামজেদ এর ছবি

আমি সাড়ে ৩ খানা পোস্ট লিখে সচল হয়ে গেছিলাম

দিদি এইডা কি শোনাইলেন গো ?

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

তাসনীম এর ছবি

এই লেখার মন্তব্যগুলো পড়তে মজা পাচ্ছি দেখে বারবার আসছি। কৌস্তভ, আপনার লেখা দারুণ, মিথস্ক্রিয়াও চমৎকার। আমি মডু হলে আপনি আগামীকাল সকালেই সচল হয়ে যেতেন। তবে মনে হয় খুব শিগগিরিই হয়ে যাবেন। এইগুলা স্বপ্নেপ্রাপ্ত কেইস।

সচল হলে অসুবিধাও আছে, নিজের ভুল মডুর ঘাড়ে চাপানো যায় না। আরেকটা অসুবিধা হচ্ছে মাঝে মাঝে ভোট দিতে হয়, এই সমস্যার সমাধান হচ্ছে সবাইকে পাঁচ দেওয়া।

চালু থাকুক লেখালেখি।
+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

কৌস্তুভ এর ছবি

সত্যি, এমন মজাদার গল্পসল্প পড়তে আমারও খুব ভাল লাগছে, আর সেগুলো আমার পোস্টের কমেন্টে হওয়া তো ভাগ্য বলতে হবে।

সুহান রিজওয়ান এর ছবি

প্রতিবার ঈদের আগে নাকি যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত কিছু আসামীকে ভালো ব্যবহারের পুরস্কার স্বরুপ মুক্তি দেয়া হয়। আমি এবং সচল শাহেনশাহ সিমনকেও সেই ভালো ব্যবহারের দরুণ প্রায় একবৎসর পূর্বের ঈদের দিন হাচলদন্ড থেকে মুক্তি পেয়েছিলেম... পোস্টফোস্ট ওসব ভ্রান্ত ধারণা :D

_________________________________________

সেরিওজা

কৌস্তুভ এর ছবি

বলছেন? ঈদ তো সামনেই আসছে, আশায় আশায় বসে থাকি তাহলে...

জাহামজেদ এর ছবি

মডু ভাইয়েরা, এই ঈদে সচল না হলে আমি কিন্তু নতুন কাপড় পরুম না !

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

শাহেনশাহ সিমন এর ছবি

কথাটা 'মুসা ঈদে প্যান্ট পড়বেন' টাইপের লাগ্লো
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

জাহামজেদ এর ছবি

সচল না হইলে নতুন কাপড় কিন্তু সত্যি সত্যি পরুম না ভাই !

তয়, আমারে মুসার সাথে মিলাইয়েন না, ভদ্রলোক চান্দে ( থুক্কু এভারেস্টে ) গেছেন, আমি এখনো মতিঝিলের বাংলাদেশ ব্যাংক বিল্ডিংয়ের উপরেও উঠতে পারি নাই !

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ঈদী??! :D

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

শাহেনশাহ সিমন এর ছবি


_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

কৌস্তুভ এর ছবি

কই সুহান ভাই... ঈদ এল গেল, কোনো হাচলের কপালেই তো চাঁদ উঠল না...

নাশতারান এর ছবি

খুব্বালুপ্লাম :D

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

কৌস্তুভ এর ছবি

ধইন্যবাদ :)

মূলত পাঠক এর ছবি

লেখা আর মন্তব্য পড়ে যারপরনাই মজা পেলাম। সচল হতে আমার বোধ'য় খান তেত্রিশ পোস্ট লেগেছিলো, এই জন্যই কবি বলেছেন টপাল টপাল সবই টপাল।

কৌস্তুভ এর ছবি

আপনাদের সচলত্ব তো সত্যযুগ না হোক সেই ত্রেতাযুগের গঠনা, তখনও পোস্ট করে টরে সচল হওয়া যেত... এখন টপাল নয় পেপ্যাল লাগছে, ওই দেখেন দ্রুহী মিম্বর কি বলতেছেন...

অছ্যুৎ বলাই এর ছবি

আমি প্রাগৈতিহাসিক সচল, উত্তরাধুনিক যুগে আমার টিপস কাজে নাও আসতে পারে, তারপরেও দুই পয়সা যোগ করি:

১। সচল হওয়ার সাথে লেখার সংখ্যার কোনো সরলরৈখিক সম্পর্ক নাই।
২। সচল হওয়ার সাথে অন্যের পোস্টে ধুমধাম মন্তব্যেরও কোনো সরলরৈখিক সম্পর্ক নাই।
৩। সচল হওয়ার জন্য মডুদের তেল দেয়ার সাথেও সরলরৈখিক সম্পর্ক নাই।
৪। সচল হওয়ার সাথে সচলে কাটানো সময়েরও কোনো সরলরৈখিক সম্পর্ক নেই।

সচল হওয়ার ক্ষেত্রে প্রধান কারণ হলো সচলদের (এবং তাহলেই মডুদের) 'চোখে পড়া'। যত তাড়াতাড়ি চোখে পড়বেন, ততো সময় বাঁচবে। চোখে পড়াটার আবার দুই মেরু, পজিটিভ আর নেগেটিভ। নেগেটিভ অর্থে চোখে পড়লে মোটামুটি নিশ্চিত হওয়া যাবে সচল হওয়া হবে না আর পজিটিভ অর্থে চোখে পড়লে সপ্তাহ না ঘুরতেই ব্রাকেটের ভিতরে 'অতিথি' শব্দটা হাপিস হবে। চোখে পড়ার উপায় হলো আপনার লেখা এবং অন্য সচল (অতিথি আর ব্রাকেটহীন মিলাইয়া)দের সাথে কথাবার্তা। এই কথাবার্তা আপনার নিজের পোস্টেও হতে পারে, অন্যদের পোস্টেও। কথাবার্তার মাধ্যমে যদি মনে হয় আপনি সবার বা নিদেনপক্ষে মেজরিটির সাথে আপনার চিন্তা শেয়ার করতে পারছেন, অন্যের কাঁধে পা উঠিয়ে দিচ্ছেন না এবং ছাগু নন, তাহলে আপনার সচল হওয়া ঠেকানোর সাধ্য কোনো মডুর নেই।

পোস্ট লাইকাইলাম। আমার ধারণা, এই পোস্ট 'চোখে পড়া' শ্রেণীর। ;)

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

কৌস্তুভ এর ছবি

ধইন্যযোগ বলাইদা।

বুঝলাম, সচল হবার সঙ্গে কিছুরই সরলরৈখিক সম্পর্ক নাই? প্রশ্ন হল, তাহলে কার্ভ ফিটিং করতে হতে পারে কি?

অদ্রোহ এর ছবি

চোখে পড়তে চাই, মডুদের হইলে ভাল আর ললনাদের হইলে আরো ভাল :D

--------------------------------------

আজি দুঃখের রাতে, সুখের স্রোতে ভাসাও তরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

কৌস্তুভ এর ছবি

খাড়ান খাড়ান।

১. মডু যারা ললনা নয়
২. মডু যারা ললনাও বটে
৩. ললনা যারা মডু নয়

এইবার চাহিদা অনুসারে র‍্যাঙ্কিং করেন। তারপর সচলের নারীবাদীদের খবর দিতেছি। :D

দেবোত্তম দাশ এর ছবি

পোস্ট লাইকাইলাম। আমার ধারণা, এই পোস্ট 'চোখে পড়া' শ্রেণীর।

সহমত, আপনার শীত ঘুমে যাবার আর দেরী নেই বলে মনে হচ্ছে

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অছ্যুৎ বলাই এর ছবি

শীতঘুম কেন?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

কৌস্তুভ এর ছবি

ধইন্যযোগ, আপ্নার মুখেও ফুলচন্দন পড়ুক ভাইজান!

রাহিন হায়দার এর ছবি

হাহাহা! মজা পেলাম কৌস্তুভ ভাই।

বেশ অনেকদিন ব্লগব্লগানো হয় না। আলসেমি করে মন্তব্যও করা হয় না। তাই নিজের তাড়াতাড়ি সচলত্ব প্রাপ্তির সম্ভাবনাও দেখি না, এ নিয়ে চিন্তিতও না খুব একটা। সচলত্ব প্রাপ্তি সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা, এটা নির্ভর করে সচলায়তনকে হাচলরা কতটা দ্রুত আপন করে নিতে পারলেন তার ওপরে; অন্যদিকে, সচলায়তন সবাইকে খোলামনেই স্বাগত জানায়, অবশ্যই কিছু বিষয়ের প্রতি আপোষহীন থেকে। সচলত্ব প্রদানের ক্ষেত্রে সচলায়তনের কিছু সীমাবদ্ধতা(!) আছে। সচলায়তনকে তার নিজের মানটা ধরে রাখতে হয়। ফলে গণহারে সচলত্ব দেয়াটা সম্ভব হয় না, পাঠক হিসেবে সেটা আমাদের কাম্যও না।
________________________________
মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো...

কৌস্তুভ এর ছবি

ধইন্যবাদ রাহিন ভাই।

রাশু [অতিথি] এর ছবি

সদ্যই অতিথি হিসেবে নিবন্ধন করলাম। এটাই প্রথম মন্তব্য। আশারাখি এই পোস্ট একদিন আমারো কাজে আসবে। লেখকের জন্য শুভেচ্ছা।

রাশু
ghumontoshohoreঅ্যাটgmail.com

কৌস্তুভ এর ছবি

সচলায়তনে স্বাগতম, রাশু।

আনন্দী কল্যাণ এর ছবি

আপনার গবেষণার স্যাম্পল হতে পেরে মজা লাগল :)

তবে সচল হওয়ার "আনন্দের" কোন পরিসংখ্যান হয় না।

কৌস্তুভ এর ছবি

হেঁ হেঁ... :)

তানভীর এর ছবি

উরে! হাচল অবস্থাতেই পোস্টে এতো কমেন্ট!! সচল তবে না হওয়াই তো ভালো... কি বলেন? (চোখটিপি)

কৌস্তুভ এর ছবি

(বিব্রত)

ধন্যবাদ তানভীর ভাই। অনেকসময় অনাকাঙ্খিত বিতর্ক থেকে মন্তব্য কাউন্ট বাড়ে, তা যে নয় সেটা দেখে খুব ভাল লাগছে।

সিরাত এর ছবি

শীতনিদ্রা ভুয়া কথা - আমি, রাজর্ষিদা, মামুন হক, প্রায় একসাথে সচল হইসি; কে কবে শীতনিদ্রায় গেসিলাম? :)

কৌস্তুভ এর ছবি

যান নি বুঝি? খুব দুষ্টু লোক তো!

অতিথি লেখক এর ছবি

এই পোস্ট এর নাম হওয়া উচিত ছিল সচল হবার ৯৯৯৯ টি উপায় :-)। একজন নতুর ইউজার হিসাবে সচল হবার এই বিষয়টি আমার জানাছিলনা। ব্যাপারটা ওনেক বিরক্তিকর হলেও একটা বিষয় ভেবে ভাল লাগছে যে এখানে স্পামিং করার কোন সুযোগ নাই।

তানু

কৌস্তুভ এর ছবি

ধন্যবাদ। লিখতে থাকুন, শিগগিরই সচল হয়ে যাবেন আপনিও!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমার সচল হতে তিনশর বেশি পোস্ট দিতে হয়েছে। বিশ্বাস হয় না? দেখুন এখানে

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

জাহামজেদ এর ছবি

মাহবুব ভাই, আপনার লেখার লিন্ক দেয়ার জন্য ধন্যবাদ। যদি এই লিন্কটা না দিতেন তাহলে সচলের শুরুর দিকের অনেক কিছুই জানা হতো না । আপনারা যারা অনলাইনে লেখালেখির জন্য সচলায়তনের জন্ম দিয়েছেন, তাদের সবার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা।

আপনাদের জন্যই আজ আমরা এখানে লিখতে পারছি।

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

জাহামজেদ এর ছবি

মাহবুব ভাই, এখানে আপনার লেখার লিন্ক দেয়ার জন্য ধন্যবাদ। আপনার লেখাগুলো পড়ে সচলায়তনের শুরুর দিকের অনেক কিছুই জানতে পারলাম। অন্তর্জালে লেখালেখির জন্য যারা সচলায়তনের জন্ম দিয়েছেন, তাদের শ্রদ্ধা ও ভালোবাসা। আপনাদের কারণেই আজ আমরা সচলায়তনে লিখতে পারছি।

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

'লাইক'।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

কৌস্তুভ এর ছবি

আপনারা হলেন সচলের বাপ-মা, আপনাদের তো এট্টু কষ্ট করতেই হবে...

সুমন চৌধুরী এর ছবি

আমার ছিল ৫০০'র কিছু বেশী। পরে মাছি মারতে মারতে ক্লান্ত হইয়া বাদ্দিছি।



অজ্ঞাতবাস

অছ্যুৎ বলাই এর ছবি

এই পোস্টে সুফির কমেন্ট পড়লাম। কমেন্ট পইড়া মনে হইলো, একসময় মেগাব্লগার ছিলাম। হা হা হা। সময়ে অনেক কিছুই বদলায়। তবে মানুষের যাত্রা নিশ্চিতভাবেই শান্তির দিকে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুমন চৌধুরী এর ছবি

দ্বীনগুলি মোর সোনার খাঁচায় ....



অজ্ঞাতবাস

দ্রোহী এর ছবি

'সোনার' খাঁচা!!!!!!!!!!!! :p :p :p

সুমন চৌধুরী এর ছবি

গোল্ড গোল্ড ...Au.... দিল ময়লা করো ক্যান মিয়া? ;)



অজ্ঞাতবাস

বাউলিয়ানা এর ছবি

হে হে হে...পোষ্ট পড়ে মজা প্লুম।

আসলে একটা নির্দিষ্ট সংখ্যক পোষ্ট করে যে সচল হতে হবে এমনতো কোন কথা নেই, একটি পোষ্ট না করেও সচল হয়েছেন এমন উদাহরনও বোধহয় আছে। মূল ব্যাপারটা হচ্ছে সচলের সাথে মিথষ্ক্রিয়া। কেউ কেউ শুধু কমেন্টের মাধ্যমেও এটা করতে পারেন তাই না?

সুতরাং মিথষ্ক্রিয়া জারি থাকুক।

কৌস্তুভ এর ছবি

ধন্যবাদ বাউলিয়ানা।

একটি পোষ্ট না করেও সচল হয়েছেন এমন উদাহরনও বোধহয় আছে।

সে সত্যযুগের গল্প। এখন উদাহরণ দেখান দিকি? এখন আইনকানুন কড়া, হুঁ মশাই!

খেকশিয়াল এর ছবি

ব্যাপক একখান পোস্ট, অনেক আগেই পড়সিলাম, আইজকা জানায়া গেলাম!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

চিপায় মন্তব্য দাও নাই খেঁকুদা? চিপায় একখান মন্তব্য দিয়ে যাও। নাইলে কোন লাভ নাই! :D
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

কৌস্তুভ এর ছবি

ধইন্যবাদ খেঁকশিয়াল দা!

অনন্ত [অতিথি] এর ছবি

আপনি দেখি এখনো আটকে আছেন এখানে। যান, আমিও একখান কমেন্ট দিয়ে গেলাম।

কৌস্তুভ এর ছবি

হ্যাঁ ভাই, এখনও নতুন পোস্ট দিয়ে ওঠা হল না। হিমুভাই বলেছিলেন, নিয়মিত লিখতে, নইলে সচল হবার আশা বৃথা, কিন্তু এগোনো হচ্ছে কই?

নৈষাদ এর ছবি

গবেষণা-সন্দর্ভ খুবই ভাল লাগল।

অনেকে অভিযোগ করিতে পারেন, এখনও অবধি আমার প্রবন্ধটি অত্যন্ত জ্ঞানগম্ভীর হলেও শব্দচয়নে পুরুষপক্ষপাত দোষে দুষ্ট। তাই সচলের নারীব্লগারদের বলি, মা ভৈঃ। আপনাদের অধিক হারে সচলের (নাকি সচলদের?) দিকে আকর্ষিত করার লক্ষ্যে উদারহৃদয় মডুগণ (যৎকিঞ্চিত ত্যালাইলাম, যদি আমাকে ০.১’খানি পোস্ট কম করতে হয়) আপনাদের জন্য বিশেষ স্টিমুলাস প্যাকেজ রেখেছেন।
- কোথায়? কী বলেন? এই ... মন্দার দিনে আমি নারীব্লগারদের জন্য বিশেষ প্রণোদনা-প্যাকেজের (দেশি মডুদের প্রতি) এবং বেইল-আউট প্ল্যানের (প্রবাসী মডুদের প্রতি) দাবী জানিয়ে গেলাম।

কৌস্তুভ এর ছবি

ধন্যবাদ নৈষাদদা।

উত্তম প্রস্তাব। কিন্তু কার কার ভেস্টেড ইন্টারেস্ট আছে এতে? :P

কৌস্তুভ এর ছবি

ও মডুরা, একটু দেখেন না। আমরা কত কম্পিটিশান করে কমেন্টগুলোকে ডানদিকের চিপায় পাঠালাম, গ্রে-জোনের উপর আমাদের হাচলদের কমেন্টস্পৃহার নিদর্শন হিসাবে সেগুলো জ্বলজ্বল করত, এখন দেখি সেই ধূসর এলাকায় গেলে সেগুলো ধূসরের নিচে চাপা পড়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে!

রু (অতিথি)  এর ছবি

হাচল হতে কয়টা পোস্ট দিতে হয়? -রু

কৌস্তুভ এর ছবি

সেইটা তো মাপিনি ভাই, তবে খুব বেশি না। ৫-১০টার বেশি নয় মনে হয়। তবে নিবন্ধন করা থাকতে হবে, নইলে হাচলত্ব পাবেন কি করে। তাই কুটুমবাড়ি ভাই ২০-৩০টা পোস্ট করেও হাচল হন নি।

রাতঃস্মরণীয় এর ছবি

কোনও সচলশ্যালিকার পাণিগ্রহণের আপাততঃ ইচ্ছে নেই। সর্বাঙ্গীন সুখী দাম্পত্যজীবনের এক দশক পার করেছি। তবে সচল হইতে মনে চায়। তা'ও সচল যদি আমারে সচল না করে, কোনও গান নাই।

আমি সম্প্রতি একটা সার্টিফিকেট পাইছি (সার্টিফিকেটদাতা আমাদের আসার্টিফিকেটউদ্দৌলা নন, একজন ক্ষৌরকার)। গতকাল সেলুনে গিয়েছিলাম চুল কাটতে আর দাড়ি সাইজ করতে। এক পর্যায়ে ক্ষৌরকার মহাশয় যে দু'একটা 'সফেদ' দাড়ি আছে তা ঝেড়ে দেবেন কিনা জানতে চাইলে আমি বললাম ওগুলো থাকুক। মহাশয় অতিশয় গাম্ভীর্যের সাথে বললেন, "ইয়ে তো বোজর্গ কা নিশানা হ্যায়।"

এই আনন্দেই আছি। সচল হইছি বা না হইছি, বোজর্গ তো হইছি।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

কৌস্তুভ এর ছবি

:D

আপনি যেসব ভ্রমণবৃত্তান্ত দিচ্ছেন, আপনাকে সচল করা আদৌ উচিত না। হয়ে গেলেই তো শীতঘুমে ডুব দিবেন!

রু (অতিথি)  এর ছবি

নিয়মিত না লিখলে সচল থেকে হাচলে ট্রান্সফার করার নিয়ম করা উচিত। একটু ইম্প্রভাইজ করি। না লিখে শুধু মন্তব্য করলে হাচল। মন্তব্য করতেও আলসেমী করলে 'অতিথি লেখক'-এর একাউন্ট ধরায় দেওয়া হবে।

অতিথি লেখক এর ছবি

:)) ...সহমত জানাইলাম...মাগার এখনো হাচলই হই নাই, তাই " ভুই পাই "...

লেখা টা গাইড বই হিসেবে নীলক্ষেতে বিক্‌কিরি করবার লাগি মন চায়...মন্তব্যগুলান সহ...:)

______________________________________
মেঘদুত

কৌস্তুভ এর ছবি

হেহে... আপনাদের হাচলত্বের জন্য দোয়া করে গেলাম।

রোমেল চৌধুরী এর ছবি

হাচল হওয়ার কি যে জ্বালা, উনি হইলেই বুঝবেন। না ঘরকা না ঘাটকা।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তানজিমুর এর ছবি

এই পোস্ট আর কমেন্টের মিছিল শেষ করতে গিয়ে খাবি খাওয়ার জোগাড়। ধুসর মাইঙ্কা চিপাটা জবর লাগসে...

কৌস্তুভ এর ছবি

আস্তেধীরে, সময় নিয়ে, রসিয়ে রসিয়ে পড়েন। কী আছে জীবনে? :)

কৌস্তুভ এর ছবি

একসময় এই পোস্টে আমাদের সংগ্রামের অংশীদার ছিলেন তিথীপু আর যাযাবরদি, সেই থেকে এগিয়ে এসে এখন তাঁরা সচলজীবন ভোগ করছেন, সেজন্য অভিনন্দন রইল। :D

তানজিমুর এর ছবি

আপাতত জীবন ডিএনএ/আরএনএ পেজগিতে বাধা...বউ আর সুপারভাইজারের চোখ ফাঁকি দিয়ে একটু সচলে ঢুঁ মারি...লিখা মাথায় আসে না...সচলে কমেন্ট করতে গিয়েই বাংলা টাইপ করতে শেখা $)
আপনার ডিজিটাল ক্যামেরার পোস্টটা ভাল লাগসে...আমার ও ওখানে আগ্রহ...
এই ব্লগ এর পরিবেশ ভাল লাগে......আপনারা এগিয়ে যান আমরা সাথেই আছি!

কৌস্তুভ এর ছবি

আমার ডিজিটাল ক্যামেরার পোস্ট? আপনি বোধহয় অন্য কারো পোস্ট দেখেছেন। আমি বরং একটু-আধটু ওই ডিএনএ-আরএনএ নিয়ে গুঁতোগুঁতি করি... সেসবেই যখন আপনার জীবন বাঁধা তখন কিছু পোস্ট শেয়ার করেন না!

সাফিনাজ আরজু  এর ছবি

হে হে হে, ব্যাপুক বিনোদনিত পুষ্ট । =))
চিপা চাপা এবং টিপস ভালু পাইলাম।
খুব হাসতেছি !!!

কৌস্তুভ এর ছবি

এদ্দিন বাদে এ পোস্ট চোখে পড়ল ক্যাম্নে? :-?

সাফিনাজ আরজু এর ছবি

আপনের পুরাতন লেখাগুলো পড়তে বসেছিলাম। ভাগ্যিস!
সেইরম পোস্ট কৌ দা। :))

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

স্যাম এর ছবি

হাহাহাহাহাহহাহহাহাহহাহ - আসলেই - পোস্ট, মন্তব্য, চিপা সব মিলে জব্বর মজার ছিল - এত আগে লেখা, এখনো যে কেউ মজা পাবে....

অরফিয়াস এর ছবি

চিপায় মন্তব্য করেন নাই কেন ?? যান যান জলদি !!

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

কৌস্তুভ এর ছবি

লোককে চিল্লায় পাঠানোর জন্য তাড়া দিতে শুনেছি, চিপায় পাঠানোর জন্য তাড়া দিতে এই প্রথম দেখলাম :P

অরফিয়াস এর ছবি

:D

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

কৌস্তুভ এর ছবি

বলছেন? (ধইন্যা)

কড়িকাঠুরে এর ছবি

সাফিনাজ আপু'র জন্যই সকালে দেখেছিলাম... এইখানে জানিয়ে যাই- আম্মো আছি... :D

কৌস্তুভ এর ছবি

এখানে থাকলে অর্ফিয়াস পিটাইবে, শিঘ্রি চিপায় যান :P

অরফিয়াস এর ছবি

:p

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

কড়িকাঠুরে এর ছবি

চিপায় গেছি... বিয়াপক মঅঅঅঅজাাাাাা... :D

বেচারাথেরিয়াম এর ছবি

এ জীবনে আর সচল হওন যাইব না, হাঙ্গা জীবন আমার নামডা কালো কালারে লেখা থাকব ভাবতেই কেমুন কিড়বিড়াইতেছে।

কৌস্তুভ এর ছবি

আহা কাইন্দেন না, পোস্টায়ে যান...

মেঘা এর ছবি

একি ভয়ানক পোষ্ট :O কমেন্ট পড়ে হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছি কৌ'দা। ব্যাপক বিনোদন হয়েছে। আমিও চেষ্টা করেছি আরেকটু চিপায় কমেন্ট নিতে! জানি না এসেছে নাকি :D

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।