Reasoning with a two-year old is about as productive as changing seats on the Titanic.
বস্টনের মতই লন্ডনে এসেও পুরোনো বইয়ের দোকানগুলোয় মাঝেসাঝে উঁকি মারি। চ্যারিং ক্রস রোডের উপর পরপর কয়েকটা ভালো দোকান আছে কিনা। কালকে এমনই একটা দোকানের এক কোনার রোগামত একটা শেলফে দেখি একগুচ্ছ বই রয়েছে, পুরোনোকালের ব্রিটিশ হিউমারের উপর। বেশিরভাগই আবার দুষ্টু হিউমার। মাত্তর এক টাকা দাম, টপাটপ গুটিকয় ব্যাগবন্দী করে বাড়ি নিয়ে চলে এলাম।
বিলি কীন-এর ফ্যামিলি সার্কাস কার্টুনগুলো আমার ভারি পছন্দ ছিল, দেশে টেলিগ্রাফ-এ পড়তাম, আম্রিকায় এসে দু ভল্যুম সঙ্কলন কিনে নিয়েছিলাম। এইবারের গোছার মধ্যে একটা বই পেলাম, ‘দা ফানি সাইড অফ পেরেন্টহুড'। নানারকম মজার মজার কোটেশন আর ছবিওয়ালা একটা চটি বই, ট্রেনে ডারউইনের বাড়ি যেতে যেতে পড়ে ফেলতে পারবেন। এখন মুরুব্বিরা অবশ্য ধমক দিয়ে বলতে পারেন, ‘কাঁঠালগাছ না পুঁততেই গোঁফে তেল কিসের হে?'
বইটা শুরু হয় একটা ছড়া দিয়ে:
Nurses nurse
and teachers teach
and tailors mend
and preachers preach
and barbers trim
and chauffers haul
and parents get to do it all.
এরপর রসিকতাগুলো জীবনের ক্রোনোলজি অনুসারে সাজানো। যেমন শুরুতেই বাচ্চা হওয়া থেকে শুরু করে শেষে বাচ্চাদের কলেজ যাওয়া এবং অবশেষে আপনার দাদু-দিম্মা বনা পর্যন্ত।
Life is tough enough without having someone kick you from the inside.
আমি বেশি কথা না বলে বরং বইটা থেকে কিছু বাছাই কোটেশন কপিপেস্ট করে যাই।
Any man can be a father. It takes someone special to be a dad.
God could not be everywhere. That’s why he made mothers.
A crying baby is the best form of birth control.
এইটায় অবশ্য আমাদেরকে এট্টু খোঁচা দেওয়া:
If evolution really works, how come mothers only have two hands?
আমাদের দেশে যেমন দত্যিদানোর গল্প বাচ্চারা হাঁ করে শোনে, ওদেশে তেমনই বাচ্চারা বিশ্বাস করে সান্তাক্লজ এসে তাদের ক্রিসমাসে গিফট দিয়ে যায়। তারপর অবশ্য বড়বেলায় একদিন জানতে পারে যে সেগুলো সব রূপকথা। তাই এসব দেশে নাস্তিকতার বক্তারা বলেন, সান্তাক্লজের মতই একদিন যিশুক্রিস্টের গল্পকেও মিথ বলে মেনে নিতে অসুবিধা কী?
There are three stages of a man’s life:
1. He believes in Santa Claus.
2. He doesn’t believe in Santa Claus.
3. He is Santa Claus.
সদ্যোজাত বাচ্চাকে নিয়ে আমাদের দেশেও আত্মীয়স্বজনদের এই হুড়োহুড়িটা প্রায়ই দেখা যায়, যা নিয়ে এই ছড়াটা:
His mother’s eyes,
His father’s chin,
His auntie’s nose,
His uncle’s grin,His great-aunt’s hair,
His grandma’s ears,
His grandpa’s mouth…Poor little tot,
Well may he moan.
He hasn’t much
To call his own.
ক্রোনোলজি অনুসারে ক্রমবর্ধমান শিশুর সঙ্গে পাল্লা দিয়েই আরো অনেকগুলো আছে:
People who say they sleep like babies usually don’t have them.
When your first baby drops her pacifier, you sterilize it.
When your second baby drops her pacifier, you tell the dog: “Fetch.”
Whatever is on the floor
Will wind up in your baby’s mouth.
Whatever is in your baby’s mouth
Will wind up on the floor.
In general, my children refused to eat anything that hadn’t danced on TV.
If you wonder where your child left his roller skates, try walking around the house in the dark.
The only way to make sure you child goes to the dentist is to schedule the appointment during school hours.
It costs more now to amuse a child than it used to cost to educate his father.
I didn’t make the same mistakes my parents made when they raised me. I was too busy making new ones.
Parents: a peculiar group who first try to get their children to walk and talk, and then try to get them to sit down and shut up.
Children are a great comfort in your old age – and they help you reach it faster, too.
শিশুপালন নিয়ে তাসনীমভাইয়ের লেজেন্ডারি সিরিজটায় এসব গল্প প্রায়ই উঠে আসে:
If scientists can put a man on the moon, why can’t they figure out which kid hit the other first?
Children are natural mimics – they act like their parents in spite of our efforts to teach them good manners.
The quickest way for a parent to get a child’s attention is to sit down and look comfortable.
Children behave best when their stomachs are full and their bladders are empty.
There are three ways to get something done: do it yourself, hire someone, or forbid your kids to do it.
এইটা আবার লন্ডনের সদ্য শুরু হতে যাওয়া অলিম্পিকের প্রতি ইঙ্গিত করে:
I was doing the family grocery shopping accompanied by two children, an event I hope to see included in the Olympics in the near future.
আমেরিকায় যেটা দুর্লভ, এবং আমাদের দেশে ভাগ্যবশত যেটা এখনও অনেকটাই প্রচলিত, তা এই যে ছানাপোনারা তাদের দাদুঠাকুমার সঙ্গে অনেকটা সময় কাটাতে পারে।
The reason grandparents and grandchildren go along so well is that they have a common enemy.
আর এই শেষটা নিয়ে আমার মত প্রবাসীদের বাবা-মা, বিশেষত মায়েরা, ভারি একমত হবেন:
A child enters your home and for the next twenty years makes so much noise you can hardly stand it. The child departs, leaving the house so silent you think you are going mad.
*************************************
এই পোস্টটা আমাদের প্রিয় ঢাকা-গাইড এবং নতুন পিতৃগৌরবপ্রাপ্ত সিমনভাইয়ের নববর্ধিত পরিবারের উদ্দেশ্যে।
মন্তব্য
"Children are natural mimics "
মজা পেলাম লেখাটা পড়ে।
সিমন ভাইকে অনেক অভিনন্দন। এখুনি তীব্র আনন্দ টা হয়তো ততো টের পাবেন না.. কয়েকটা মাস অপেক্ষা করুন.. এটা শুধু বয়সের মতো বড়েই যাবে..
ভালো থাকবেন।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
আপনার নিজের শেয়ার করার মত কিছু অ্যানেকডোট নেই?
Anecdote আছে কিছু.. পরে সময় সাপেক্ষে শেয়ার করে যাবো।
নামতা ইদানীং একটা আফসেসা করে.. " বাবাল (বাবার) দালি আছে.. নাম্মাল দালি নাই.." (ল কে ল বলে এখনো..)
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
ওই ছবিটার মত
Parents: a peculiar group who first try to get their children to walk and talk, and then try to get them to sit down and shut up.
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
ভায়া আপনারও কি এক্সপেরিয়েন্স আছে?
যদি সুমাদ্রী বাবা হয়ে গিয়ে থাকে, এক্সপেরিয়েন্স না থেকে কি পারে?
সবগুলোগুলো কোটেশনেই "জীবন থেকে নেয়া" মনে হলো, মানে নিজের সাথে মিলে গেল আর কি
লেখায়
@ কৌস্তুভ, জিরু ইক্সপিরিএন্স আমার । @ইয়াসির, জো সুই সেলিবাতের অংকর
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
ওইটা কী ভাষা? অংক'র মত শোনালেও অঙ্ক নয় তো
হাহাহা, সবগুলাতেই মজা পেলাম
Sad but true এর মত, এইগুলা হইল Funny but true!
এইযে বিরিয়ানিদাদা, আপনাকে আজকাল আর দেখা যায় না কেন?
কয়েকটার মধ্যে একচিমটি স্যাড-ও আছে কিন্তু!
প্রতিটা বাক্য একদম খাঁটি!! বইটা ম্যানেজ করতে হবে। তাসনিম ভাইয়ের মত লিখতে পারলে আমিও একটা শিশুপালন সিরিজ শুরু করে দিতাম এতদিনে। ধন্যবাদ!!
পড়ার পরে আবারও মন্তব্য করব। আপাতত আমার শিশুপালন ট্যাগ বেদখল করায় নিন্দা জানিয়ে যাচ্ছি।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
এই সিরিজগুলো কী বাঙলাদেশে পাওয়া যায়? আপনার লেখা ভালো লাগলো। সুন্দর।
তা তো জানি না, পুরোনো বইয়ের দোকানে খুঁজে দেখুন...
বস, খোলা তেল ব্যবহার করবেন না লেবেল ওয়ালা তেলের ফটো দেন
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
facebook
হাহাহাহাহাহাহাহোহোহোহোহোহোহোখুখুখুখুখু....পেট ব্যাথা শুরু হয়ে গেল।
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
ব্যাকা বাবু দেখি পুরাই ইয়ে
একটা ঘানির ছবি দিবার চাইলাম- হইলো না...
ইয়ে, লেখার চাইতেও বেশি মজা পেয়েছি এই ছন্তব্য [ছবিযুক্ত মন্তব্য] খানা দেখে।
চরম উদাসদা পাথর!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
পড়তে পড়তে ভাবছিলাম, বাচ্চা কাচ্চা হয়ে নিক, তারপর বইটা পড়া যাবে নে। এখন ঠিক এপ্রিসিয়েট করতে পারব না। শেষের কোটটা পড়ে খারাপ লাগল, আমার বাসার অবস্থা ঠিক তাই।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
হ্যাঁ ভায়া, লেগে পড়ো, শুভস্য শীঘ্রম।
হা হা, মজার!!!
যারে এইসব ভূগোল বুঝাইলেন তিনি কি পড়ছেন এই লেখা? সচলের পাঠিকাদের মধ্যে, নাকি নানা যন্ত্রণা করে লিঙ্ক পৌঁছায় দিতে হবে?
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আহা, লেখাটা তো সিমনভাইয়ের প্রতি ডেডিকেটেড, তেনারে লিঙ্কও দিয়েছি
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
শেষটা তো
তা কৌদা, হঠাৎ শিশুপালনের দিকে আগ্রহ কেন? কোন সুসংবাদ?
আর না চিনলেও সিমন ভাইকে অনেক অভিনন্দন
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
মরণ!
সিমনভাই তো আজকাল বিশেষ ব্যস্ত, বুঝতেই পারছ...
মনে হচছে এক্সপেরিয়েন্স থেকেই লেখছে
এইগুলো তো কোটেশনের সঙ্কলন, তবে বক্তারা এক্সপেরিয়েন্স থেকেই বলেছেন সন্দেহ নাই
যার জন্যে লেখা সে পড়তেছেতো ?
---------------------
আমার ফ্লিকার
উপরে অন্যায্য সঙ্গীতকে করা মন্তব্য দেখুন
হু হু সবই বুঝি!! তা আঙ্কেল সচলায়তন পড়েতো ?
---------------------
আমার ফ্লিকার
আঙ্কেল মানে পছন্দনীয় তো? হ্যাঁ সে তো সারাদিনই চালিয়ে বসে থাকে...
কথা সইত্য
। ব্যাপক মজা পাইলাম।
নাহ্! আর দেরি করা যাবে না। এই রোববারেই আনন্দবাজার পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপনের মুসাবিদাটা কীরকম হবেঃ
পূঃবঃ ব্রাহ্মণ, কলিঃদোঃবাঃ, আইআইএস-হার্বার্ট-লন্ডন, উঃশ্যাঃ, ৫'-৭", ২৫+ ............
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
কলিঃদোঃবাঃ ওটা কোত্থেকে পাইলেন?
পাত্রী চাই বিজ্ঞাপনে অমন একআধটু বানিয়ে লিখতেই হয়। আমি যে লন্ডন-ভিলা লিখি নাই সেই যথেষ্ট।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
এই সংক্ষিপ্ত কথাগুলোর পূর্ণ বাক্য কি?
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
_____________________
Give Her Freedom!
মজার পোস্ট। ভাগ্নাভাগ্নি পেলে সামান্য অভিজ্ঞতা আছে। খুব মজা পেলাম।
শাহেনশাহ সিমনকে অভিনন্দন।
আপনার কোনো পোস্টে বলেছিলেন মনে হয়?
ভাই, এই কথাটা যে কতখানি সত্যি, তা টের পাই আমার ছুটির দিনে ছেলের স্কুল থাকলে। ভোরে ঘুম থেকে ওঠার সময় থেকে স্কুল যাওয়ার আগে পর্যন্ত বাড়ি মাথায় করে রাখে, আর আমার ঘুমের বারোটা বাজায়। আমি বিরক্ত হয়ে ভাবি কখন স্কুলে যাবে আর আমি একটু শান্তিতে ঘুমাব! কিন্তু বেলা দশটা বাজতে না বাজতেই বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগতে থাকে আর আমি অধীর আগ্রহে প্রতীক্ষা করতে থাকি কখন দুষ্টুটা ফিরবে স্কুল থেকে!!
মজা পেলাম খুব। আরও লেখার প্রত্যাশায়।
-অয়ন
ছেলে যখন কিশোর হয়ে উঠবে তখনও তার বাড়ি ফেরার জন্য উদ্গ্রীব হয়ে থাকবেন, তবে অন্য কারণে
মজা পাইছি...
তোর জিন গুলো দেখছি ক্ষেপে উঠেছে, আন্টির ফোন নাম্বারটা দিস
আর ব্যাপারটাকে প্যারেন্টহুড করে দিবি নাকি? একটু বেশি নুয়ে পড়েছে না প টা?
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
হ্যাঁ হ্যাঁ, কোনো শাঁসালো শ্বশুরের সন্ধান আছে নাকি? গুটিকতক ভালো লেন্স যে যৌতুক দিতে পারে? বা সবকটা একসাথে না হলেও চলবে, প্রতি জামাইষষ্ঠীতে একটা করে...
"Any man can be a father. It takes someone special to be a dad."
কথা সত্য। বাংলাদেশে এফডিসির বাইরে কেউ "ঢ্য়াঢ" বা "ঢ্য়াঢি" হইতে পারেনা। এফডিসিতেও "ঢ্য়াঢ" হইতে হইলে আপনার গায়ে জমকালো হাউজকোট আর হাতে শুকনা পাইপ থাকতেই হবে। এগুলা না না হইলে আপনে খালি "ফাধাড়", কস্মিনকালেও "ঢ্য়াঢ" হইতারতেন্না। নিয়্ম নাই।
ঢয়াঢ
কমল মিত্র হতে হবে
দুর্দান্ত। যারা এ বই গুলো লিখে, তারা মনের কথাটা আগে থেকে পড়ে ফেলে কী করে?
শেষেরটা পড়ে মার কথা মনে পড়লো। ফোনে কথা হলে মা প্রায়ই ওমনটা বলে।
পুনশ্চঃ হঠাৎ এই বিষয় নিয়ে পড়া লেখার কারণ কি?
টুইটার
<নিরীহ ইমো>
মজার পোস্ট।
হাহাহাহাহা
বিয়াপক মজা পাইলাম।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আপনারও তো ছানাপোনা পড়ানো নিয়ে ব্যাপক সব অভিজ্ঞতা
অনেক মজা পেলাম পড়ে।
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
আর আপনাকে দেখলেই আজকাল আমার মজার খাবারদাবারের কথা মনে হয়
কোটগুলো দারুণ মজারু আসলেই
আর ইয়ে- আর দেরী করবেন না কৌস্তুভদা, আপনি পেরিয়ে গেলেই আমরা ছোটরা সাহস পাই
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
ভায়া তোমার তো রাজপথ সুপ্রশস্ত... আমার ক্ষেত্রে এখনও তৈরির কোনো টেন্ডারই জমা পড়েনি!
ওরে সুহান, সাহস যা দেখাবার তাতো আগেই দেখিয়েছিস
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
অতিশয় রসালো এবং উপাদেয় রচনা , মুখস্থ করিয়া পরিখখার খাতায় উগ্ রাইয়া আসিবার মত।
পড়ি আর ভাবি- কি প্রকারে বিধাতা লেখকের মাঝে এত রস এর সন্চার করিয়াছেন !!!
শুভকামনা রইল
Muhammad Asaduzzaman
[আজকাল একটু সাংসারিক দিকে নজর পড়েছে দেখি !! এর পেছনে যে সন্ন্যাসব্রত ভাঙ্গার গন্ধ পাই !! ]
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
'সুযোগের অভাবে সৎ' বলে একটা প্রবাদ আছে জানোতো?
তাই বলে কিন্তু নিজের কথা বলছিনা মোটেই, আমি তো জন্মাবধি সৎ
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
মজাদার পোস্ট।
কালকে রাতেই পড়েছিলাম। বইপড়ুয়া গ্রুপে এই বইটার কথা পড়ে মনে হচ্ছিল যদি পড়তে পারতাম! আপনি সেই আকাঙ্ক্ষা অনেকাংশেই পূরণ করে দিলেন। বাকি বইগুলোও এমন একটু একটু করে তুলে দিলে বড় শান্তি পেতুম
শখের প্রাণ গড়ের মাঠ, ছাত্রদুটি করেন পাঠ...
দারুন হয়েছেরে, দারুন সব কোট আর দারুন সব ছবি
ছবিগুলো অবিশ্যি বইয়ের না, স্ক্যান করা অনেক হ্যাঙ্গাম কিনা, ওগুলো নেট থেকেই জোগাড়।
মজা পেলাম খুব!
লেখাটি পড়ে কেন জানি বাৎস্যায়নের কথা মনে পড়লো। তিনি ছিলেন, আজীবন ব্রহ্মচারী। তারপরও তিনি কামসূত্রর মতো একটি বই লিখেছিলেন। জেনেছি আপনি এখনও অবিবাহিত। অবশ্য পিতা হয়েছেন কিনা সেটা জানা নেই।
শুধু মায়েরা না আমার মতো বাবারাও একমত।
লেখাটির মধ্যে অনেক মজা আছে বটে তবে আমার মতো প্রৌঢ় পিতাদের মনের গভীর অনুভূতিতে নাড়া দিয়ে যাবার বিষয়ও আছে।
ভাল থাকবেন।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
মজা আর মজা
আপনি না লন্ডনে থাকেন, আপনি তো নিজেই এই বইগুলো কিনে ফেলতে পারেন, পরের মুখে ঝাল খেতে হয় না!
পড়ছি। তবে দাদার কথা তো কম পেলুম!
_____________________
Give Her Freedom!
আমার কথা পাবে কোত্থেকে? আমি তো এসবের অআকখ'ও শুরু করিনাই!
মজা পেলাম। ধন্যবাদ কৌ। এবার বিয়েথা করে সুখী (!) হউ, শিশুপালনের দিকে এগিয়ে যাউ
_________________
ঝাউবনে লুকোনো যায় না
হাসতেই আছি
পোস্ট, মন্তব্য, ফটুকসবই বেজাই রকমের মজারু। তবে সবচে' বেশি মজা পেলাম এই মন্তব্যে,
হিহিহিহিহেহেহেহোহোহোহাহাহা
নতুন মন্তব্য করুন