[The Atheist Bible (Joan Konner edited) এর অনুবাদ এর কাজ শুরু করেছিলাম আরো আগে। কিছু কিছু অংশ বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন ব্লগে দেয়া হয়েছিল। কাজটি শেষ করার প্রত্যাশা নিয়ে শুরু করছি। অনুবাদের ক্ষেত্রে বিজ্ঞ পাঠকদের মতামত পেলে উপকৃত হবো। দার্শনিকদের নামগুলো উচ্চারণগত বিভিন্নতার কারণে ইংরেজীতেই রাখছি]
পূর্ববর্তী পাঁচটি চ্যাপ্টার আমার ব্লগস্পট থেকে পড়তে পারেন। এখানে আমি আমার ভুমিকাটা সংযুক্ত করে দিলাম, সেই সাথে চ্যাপ্টার ছয়।
ভূমিকা
"পৃথিবী জানলে বিষ্মিত হবে যে,মানবজাতির উজ্জ্বল নক্ষত্রগুলোর অধিকাংশই ধর্মের প্রতি অনাস্থা পোষণ করে।"- বলছিলেন জন স্টুয়ার্ট মিল।
এটা সত্যিই বিষ্ময়কর, প্লেটো থেকে শুরু করে আইনস্টাইন, ইবনে সিনা থেকে মহাত্মা গান্ধী, এ পর্যন্ত জন্ম নেয়া দার্শনিক, বিজ্ঞানী ও চিন্তাবিদ দের অধিকাংশই ঈশ্বরের প্রতি বা প্রচলিত ধর্মের প্রতি না-আস্থা পোষণকারী। এবং এটাও বিষ্ময়কর যে তৃতীয় বিশ্ব বা অনুন্নত বিশ্ব, যেখানে মানুষ শিক্ষা-দীক্ষা বা অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে সেখানেই আস্তিকের হার বেশি। বর্তমান হিসেব মতে, পৃথিবীতে ৩৩ভাগ খ্রীস্টান, ১৯ ভাগ মুসলমান, এবং ১৬ ভাগ নাস্তিক, এবং বলাবাহুল্য- এটাও সত্য যে খ্রীস্টানদের মধ্যে অর্ধেকের বেশি নামে মাত্র খ্রিস্টান,আছে নামে মাত্র মুসলিম, হিন্দু এবং অন্যান্য ধর্মের অনুসারী, এই হিসেবে নাস্তিকের হার দাঁড়ায় সবচেয়ে বেশী। এই গ্রন্থটি নাস্তিকদের বাইবেল নামে পরিচিত এবং সমাদ্রিত। এতে সংকলিত একক কোনো ঈশ্বরের বানী নয় বরং শুরুতেই উল্লেখিত মানবজাতির কিছু নখত্রপুঞ্জের স্রষ্টা,সৃষ্টি ও ধর্ম নিয়ে ভাবনা।
খন্ড ছয়ঃ সুবুদ্ধির পুস্তিকা[b]
ঈশ্বরের অস্তিত্বই প্রগাঢ়ভাবে প্রশ্নবিদ্ধ; কারণ যদি এমন কেউ থেকেই থাকে তাহলে তা অন্ধ ভয়ের চাইতে কারণ বিশ্লেষনের মাধ্যমেই গ্রহনযোগ্যতা পাবে।
—Thomas Jefferson
একজন বিশ্বাসী নিজে একজন সন্দেহবাদীর চেয়ে বেশি সুখী ভাবে কারণ একজন মাতালও একজন সুস্ত মানুষের চেয়ে নিজেকে সুখী ভাবে
—George Bernard Shaw
ঈশ্বর বিষয়ে এই প্রশ্নই অনর্থক যে মানূষ তাঁর নিজের জন্য যথার্থ কিনা!
—Epicurus
ধর্মতত্ত্ব সবমিলিয়ে অযুক্তি, অনুমান আর স্বপ্নের অট্টালিকার উপরিকাঠামো যার কোনো ভিত্তিমূল বলে কিছু নেই
—Ambrose Bierce
নিস্পাপ ও কার্যকারণ ছাড়া বিশ্বাস ধর্ম ছাড়ামানব জীবনের প্রতিটি ক্ষেত্রেই অগ্রহনযোগ্য।
—Christopher Hitchens
একজন বিশ্বাসীকে তুমি কিছুতেই তাঁর বিশ্বাসবিমুখ করতে পারবে না; তাদের বিশ্বাস প্রমান নির্ভর নয় প্রয়োজন নির্ভর।
—Carl Sagan
ঈশ্বর বলে কিছু নেই; এটা সূর্যালোকের মতো পরিষ্কার যে ঈশ্বর বলে কিছু নেই, এবং এরপরও ঈশ্বর বলে কিছু থাকবে পারে না।
—Ludwig Feuerbach
আমি মানূষের কাছ থেকে অসংখ্য চিঠি পাই এই বলে যে “স্রষ্টা এটার দেখভাল করবে”। যদিও সে অতীতে কখনো করেনি, আমি জানি না কেন মানুষ এমনটা আশা করে যে সে ভবিষ্যতে করবে!
—Bertrand Russell
বোধ বুদ্ধি পুরোপুরি জাগ্রত হয়নি এমন মানূষেরাই ঈশ্বর, অবতার, ধর্ম তৈরী করেছে।
—Mikhail A . Bakunin
ধর্ম প্রসঙ্গেঃ যে কোনো কিছুর ভুলের জন্য কারণ বিশ্লেষণই হলো সবচেয়ে বড় অস্ত্র। এছারা আমি অন্য কোনো কিছু ব্যবহার করিনি, আর করবোও না।
—Thomas Paine
সব ধর্মই সদিচ্ছার জন্য পুরষ্কারের কথা বলে চিন্তা বা জ্ঞান এর জন্য নয়।
—Arthur Schopenhauer
অলৌকিকতা ছাড়া কোনো যুক্তিবোধসম্পন্ন মানুষের ধর্ম বিশ্বাসের কোনো কারণ নেই!
—David Hume
সাংস্কৃতিক পরিমন্ডল বাদ দিলে আমাদের বেশিরভাগ বা সব ধর্মই মানসিক বিকৃতি ছাড়া কিছু নয়।
—John F. Schumaker
নিজের সাথে প্রতারণা করো না! মহৎ চিন্তাবিদেরা সন্দেহবাদীই হয়।
—Friedrich Nietzsche
এই যদি তোমার ঈশ্বর হয়, তাহলে সে ঠিক মনমুগ্ধকর নয়; সে অনেকবেশি নিরাপত্তাহীন।সে সপ্তাহের সাতদিনই উপাসনা চায়। সে ভুল মানুষ তৈরী করে এবং তাঁর নিজের ভুলের জন্য তাদেরকে দোষ দেয়। একজন উপরঅলার জন্য এটা খুব হীন কৈফিয়ত!
—Gene Roddenberry
পুরো ধর্ম বিষয়টাকেই আমার মজাদার মনে হয় কিন্তু বুদ্ধিলোকেরা কেন এটাকে ঐকান্তিকভাবে নেয় এটাই আমার কাছে রহস্যপূর্ণ।
—Douglas Adams
যদি আমরা মনে করি যে ঈশ্বরের খোঁজকে যদি আমরা অনর্থক খোঁজ বলে মনবে করি তাহলে সেখানে আবিষ্কার করার মতো কোনো সত্য নেই…এবং এরপর ধর্মের ইতিহাস হয়ে যায় মানব মন এর বিচ্যুতির পাঠ।
—Cyril Bailey
নাস্তিক হলো এমন একজন যে মানুষকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য, অভিজ্ঞতা গ্রহন ও যুক্তিসম্পন্ন করার জন্য ক্ষতিকর বিভ্রান্তিগুলো ধ্বংশ করে দেয়।
—Baron d’Holbach
হয়তো মৃত্যুকে অস্বীকার করার জন্য আমাদের সকল সমস্যার মূল সমস্যা হলো আমরা বিষর্জন দেব জীবনের সকল সৌন্দর্য, আমরা নিজেদের বন্দী করবো টোটেম, ট্যাবু, ক্রুশ, মসজিদ, মন্দির, শ্রেনী, গোত্র, পতাকা আর জাতিভেদ এর মধ্যে।
—James Baldwin
আমি যে কোনো ধর্মে বিশ্বাস করবো যদি ওটার অস্ত্বিত্ব পৃথিবীর জন্মলগ্ন থেকে থাকে। কিন্তু কিন্তু সক্রেটিস, প্লেট, মুসা এবং মোহাম্মদ কারো দিকে তাকিয়েই আমি ওটা খূঁজে পাই না। সব ধর্মেরই উৎস একজন মানুষে গিয়ে শেষ হয়।
—Napoléon Bonaparte
ধর্মানুরাগীরা ধর্ম নিয়ে এবং ক্ষুধার্তরা খাবারের সংস্থান নিয়ে যখন লড়াই করে, এমন মনে হয় যে এরা উভয়েই কোনোটা যথেষ্ট পরিমানে পায় নি।
—Benjamin Franklin
আমি এমন কোনো বুদ্ধিমানের দেখা পাই নি যার দৃষ্টিভঙ্গী ধর্মের দ্বারা নষ্ট হয় নি।
—James Buchanan
ধর্মে অবিশ্বাসীরা প্রায়সঃই আরো মুক্তচিন্তার সুযোগের কথা ভাবে কিন্তু সত্য ও বিজ্ঞানের অসীম সমুদ্রকে ভয় পায়!
—Luther Burbank
শাস্তির ভয় দেখানো ছাড়া পুনর্জন্মের গল্প শোনানোর পেছনে আর কোনো উদ্দেশ্য নেই। এটা প্রতিকারের বদলে প্রতিশোধের ব্যবস্থা, যা নীতিগতভাবে ভুল। পৃথিবী ধ্বংশের সময় কি ধরণের নৈতিক এবং সতর্কীকরন উদ্দেশ্য থাকতে পারে চিরন্তন সাস্তির?
—Lord Byron
মন্তব্য
লেখাটা প্রিয়তে নিচ্ছি সবগুলো পড়ার জন্য।
মন্তব্য পরে করাই মনে হয় ঠিক হবে।
শুভকামনা।
একটু ব্যস্ত ছিলাম বলে মন্তব্য-উত্তরে দেরি হলো।
আপনাকে ধন্যবাদ!
পড়ে মতামত জানাবেন।
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
ব্লগস্পট ছাড়া অন্য কোনখানে পোস্ট না করে থাকলে সচলে প্রথম থেকে পোস্ট করলে মনে হয় ভালো করতেন। অবশ্য মডু দাদারা ভালো বলতে পারবেন।
আর 'প্লেটো' হবে, ভাত খাওনের 'প্লেট' না
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
আমি এ বিষয়ে মডারেটরদের মেইল করেছিলাম। মডারেটর অনুমতি দিয়েছেন। এ লেখাটা প্রথম পাতা থেকে সরে গেলেই দিয়ে দেবো।
ধন্যবাদ আপনাকে!
দ্বিতীয় প্লেটো বানানটা অনিচ্ছাকৃত ভুল
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
শুভকামনা।
ধন্যবাদ আপনাকে, এক থেকে পাঁচ দিয়েছি, সময় থাকলে পড়বেন।
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
নাস্তিকতা কোন ধর্ম নয় যে এর জন্য একটা ধর্ম গ্রন্থথাকতে হবে। তাই এই পুস্তকটির সাথে একাত্ম হতে পারছি না।
উপরন্তু "The Atheist's Bible" এর অনুবাদ "নাস্তিকের ধর্মগ্রন্থ" কিংবা "নাস্তিকের কোরান" হলে বেশী যুক্তিযুক্ত হত।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মুর্শেদ ভাই,
নাস্তিকের বাইবেল আর নাস্তিকের কোরান কি একই ঘরানার নাম হয়ে গেলনা? তবে আপনার সাথে একমত, "নাস্তিকতা কোন ধর্ম নয় যে এর জন্য একটা ধর্ম গ্রন্থথাকতে হবে" ।
সজল
আসলে মুর্শেদ ভাই, আমরা যদি Bible এর Synonyms গুলো দেখি- authority, testament, doctrine, manual, creed, guide, text"। এখানে Bible একটা ধর্মগ্রন্থের উদহারন বাইবেল মানেই ধর্মগ্রন্থ নয়। বা বাইবেল এর বাংলাও কোরান নয়।
আর প্রথম লাইনে- হুম আপনি ঠিকই বলেছেন নাস্তিকতা কোনো ধর্ম নয়। আর এই পুস্তকটিকেও ধর্মগ্রন্থ ভাবার কোনো কারণ নেই। Bible এর অন্যান্য অর্থগুলোর কথা তো বললামই!
আরো সহজ করার জন্য আমি Bible শব্দটির হিস্টরি যোগ করে দিচ্ছি।
Word Origin & History
Bible
early 14c., from Anglo-L. biblia , from M.L./L.L. biblia (neuter plural interpreted as fem. singular), in phrase biblia sacra "holy books," a translation of Gk. ta biblia to hagia "the holy books," from Gk. biblion "paper, scroll," the ordinary word for "book," originally a dim. of byblos "Egyptian papyrus," possibly so called from Byblos (modern Jebeil, Lebanon), the name of the Phoenician port from which Egyptian papyrus was exported to Greece (cf. parchment). Or the place name might be from the Gk. word, which would then probably be of Egyptian origin. The Christian scripture was refered to in Gk. as Ta Biblia as early as c.223. Bible replaced O.E. biblioðece (see bibliothek) as the ordinary word for "the Scriptures." Figurative sense of "any authoritative book" is from 1804.
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
অনুবাদ-উদ্যোগ ভাল। তবে মামুন ভাই, এটা লোকে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে চাইতে পারে, বানানের দিকে একটু নজর দেন।
বানানের ব্যাপারে আমি সচলের বানানবিদ দের সাহায্য প্রত্যাশা করছি। আসলে কিছু অনিচ্ছাকৃত থাকলেও আমি কনফিশন থেকেই বানানগুলো ভুল করি। সুতরাং কেউ যদি সাহায্য করেন ঠিক করে নিতে পারবো।
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
হুঁ, বানানবিদদের প্রতি সে আক্ষেপ আমারও রয়েছে। আমার কিছু লেখাতে তাঁদের মন্তব্য পেলেও, সংশোধনী কখনও পাইনি।
চমৎকার উদ্যোগ।
বইটা কোথায় পাবো বলতে পারেন?
বইটা আমি যেখানথেকে ডাউনলোড করেছিলাম। কপিরাইট সমস্যা'র কারণে সরিয়ে ফেলেছে। আমি নিজেও আপলোড করেছিলাম, সরিয়ে ফেলেছে। টাকা খরচ করতে চাইলে আমাজান থেকে কিনে পারেন মূল বইটা, সংগ্রহ করার মতো বই। আর না চাইলে ইমেইল এড্রেস দিন আমি মেইলে পাঠিয়ে দেবো। আমার ইমেইল।
আসলে এই কপিরাইটের ব্যাপারে আমার একটু ভিন্ন দৃষ্টি আছে। যদিও এটা সম্পাদকের জন্য পরিশ্রমসাধ্য কাজ তবুও এ ধরনের জিনিশ কপিরাইটেড হওয়া উচিত না বলেই আমি মনে করি। আর বাংলায় পাঠকদের জন্য আমি চেষ্টা করছি পুরোটা বাংলা করতে। শেষ হলে একসাথে পি ডি এফ করে আপলোড করবো কোথাও।
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
কপিরাইটের কথা উঠল যখন, তখন বলি, এটা পিডিএফ করে কোথাও ছাড়ার সময় আপনি নিজের দিকটাও একটু দেখে নেবেন, যে কোনো সম্ভাব্য ঝামেলার থেকে সেফসাইডে থাকছেন কি না।
দুর্ধর্ষ একটা কাজ হচ্ছে !
প্রথম পর্ব থেকেই পড়ার আগ্রহ জানাচ্ছি। যদিও আপনার ব্লগে ঢুঁ মারবো সহসাই।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
থ্যাঙ্কস রণদীপম দা।
এই পোস্ট প্রথম পাতা থেকে সরে গেলে আমি এক থেকে পাঁচ দিয়ে দিচ্ছি।
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
নতুন মন্তব্য করুন