এক যে অকালপক্ব রে,
ওই মেয়ে তার লক্ষ্য রে,
ভাবনা শুধু তারেই নিয়ে
চায় হতে তার সখ্য রে।
ভ্যালেন্টাইনের চক্করে,
একটি প্ল্যানের ছক করে,
লিখলো জামায় নিজ রক্তে,
সেই প্রিয় নাম, অক্ষরে।
রক্তে বড়ো অক্ষরে,
নাম লেখা শার্ট সখ করে
গায় চাপিয়ে সেই মেয়েটির
দরজাতে সে ‘নক’ করে।
দরজা খুলে ‘টক’ করে
যেইনা মেয়ের লক্ষ্য রে
পড়লো গিয়ে রক্ত লেখায়,
ফাঁসলো প্রেমের চক্করে।
ভ্যালেন্টাইনের হুল্লোড়ে,
রক্তে দিয়ে মূল্য রে,
ভালোবাসার ফসল ঘরে
ঠিক ছেলেটি তুললো রে।।
মন্তব্য
ভালো লাগে নাই ছড়া
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ভালো লেগেছে আপনার মন্তব্য।
____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।
ছড়া ব্যাপক মজাদার হইছে! অন্তত আপনি ছড়াই লিখেছেন, ছড়াকে ভাবগম্ভীর কবিতা বানান নাই!
.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল
কে বলে আপনি দীনহিন? দেবার জন্যে আপনার আছে অগাধ।
____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।
অজ্ঞাতবাস
আপনার ভাল লেগেছে, আর কিছু চাই না।
____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।
এইসব পড়ার জন্য সচলে আসি না। এগুলি প্রথম আলোব্লগে ঠিক আছে।
মন্তব্য এলে নিশ্চিত হওয়া যায় কেউ আমার লেখা পড়েছে। সেজন্যে
____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।
এই ধরনের কমেন্ট সচলে একদম মানায় না! যদিও পণ্ডিতদের চুলকানি সবখানেই
এরপরে হলো কী তা, বলতে কি পার ভাই,
লাড্ডুটা খাওয়া শেষে পস্তানো মাফ নাই।
হ্যান চাই, ত্যান চাই, হয়ো নাকো রুষ্ট,
কোন পাপে, এই ফাঁদে, ভেবে মাথা নষ্ট!
ছড়াবাজকে চ্যালেঞ্জ করার সাহস আমার নাই।
____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।
ভালো লেগেছে
নতুন মন্তব্য করুন