লেখ্ তো বাপু সহজ সরল
লেখ্ না দেখি সহজপাঠ
ক তে কলা খ তে খেয়ে
থাক্ বেঁচে থাক্ বালাই ষাট
পেটে তোদের প্যাঁচ দেখে দেখ্
জিলিপিরাও ভিমড়ি খায়
টেকো যত অংক টিচার
টাক ঠুকে সব অক্কা যায়
নোনতা-মতন বাড়ছে তবু
তোদের মনের অ্যালকালি
বোতলজা...লেখ্ তো বাপু সহজ সরল
লেখ্ না দেখি সহজপাঠ
ক তে কলা খ তে খেয়ে
থাক্ বেঁচে থাক্ বালাই ষাট
পেটে তোদের প্যাঁচ দেখে দেখ্
জিলিপিরাও ভিমড়ি খায়
টেকো যত অংক টিচার
টাক ঠুকে সব অক্কা যায়
নোনতা-মতন বাড়ছে তবু
তোদের মনের অ্যালকালি
বোতলজাত রসায়নের
বদহজমে দেই গালি !
ওরে ছুঁচো বাদর শুয়োর
পাঠা ভোঁদড় চিংড়ি মাছ
লেখ্ এবারে সরল করে !!
আট ঠেঙ্গুরে অক্টোপাস !
- খেকশিয়াল
মন্তব্য
মারথাবা! মারথাবা!!
ওরে কে আছিস খেকশিয়ালরে সচল কররে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ক্যাম্নে বলি ক্যাম্নে সই?
আমিও তো ঝাঁকের কই
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
দইন্যবাদ দইন্যবাদ ও দাদারা দইন্যবাদ !
- খেকশিয়াল
জোরসে মারো
হেইও
আরোজ্জোরে ! হেইও !
- খেকশিয়াল
দারুণ লাগলো !
খেকশিয়াল, আপনার লেখার সাথে আমি পরিচিত মোটামুটি অনেকদিন ধরেই। অনেক ধরণের লেখাই আমি পড়েছি। তবে ছড়া এবং ক্লাইমেক্সওয়ালা ছোট ( হতে পারে হরর বা প্যারানর্মাল লেখা ) গল্পে আপনার অনবদ্য হাতযশ আছে, এমনটা আমার মনে হয়েছে সবসময়।
হয়ত অদূর ভবিষ্যতেই আপনি সচল হচ্ছেন, আশা করবো এ ক্যাটেগরিতে আপনার চমৎকার কিছু লেখা পাবো।
------------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
কমরেড অনেক ধন্যবাদ !
ওং মুখতি ফুলঃ চন্দনায় সংস্থিত
- খেকশিয়াল
সহজ কথা যায়না বলা
মোটেও নাকি সহজে
রবি মশায় যা পারেনি
বলছো আমায় কহ যে?
জটিল কুটিল লোকের ভীরে
সহজ কথা অক্কা প্রায়
কঠিন কথার ঠুকঠুকিতে
দাঁতগুলো আজ তক্কা খায়।
সহজ কথা কইতে গিয়ে
কপাল জুড়ে পিষ্ট ঘাম
যে যেখানে আছিস ওরে
জপতে রে থাক ইষ্টনাম।
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL
---------------------------------
বাঁইচ্যা আছি
ইষ্ট ভায়া ইস্ট-ওয়েস্টের
সামনে করে টাঙ্কিফাই
সহজভাবে রক্ষা করার
তাহার তো আর সময় নাই
জটিল কুটিল কথার ভীড়ে
পদ্যোত্তর বেজায় ফ্রেশ
সহজ ভাবে জটিল ব্যাপার
বুঝিয়ে দিলেন লাগলো বেশ
- খেকশিয়াল
ইষ্ট না হয় ইস্ট ওয়েস্টে
আপনি সেথায় করেন কি??
সহজ কথা বলার ছলে
কঠিন মাইয়া ধরেন কি?
তাই বলি ভাই সময় আছে
সহজ পথে হাঁটুন রোজ
সহজ কথা কঠিন মাইয়া
সবকিছুরই মিলবে খোঁজ।
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL
---------------------------------
বাঁইচ্যা আছি
না মানে... ইয়ে এইতো রে ভাই
ইষ্ট ভায়ার করতে খোঁজ
সরল মনে এসেছিলাম
এসে খেলাম কঠিন ডোজ
ইষ্ট ভায়ার দোষ কি বল
এত দেখি ফুলের হাট
ডোজ না বলে বুলডোজার
বললে পরেও হয় যে ঘাট
সরল সরল টানা টানা
চোখে তাদের হাসির ঢেউ
প্রেম গুরুভাই কালিদাস ও
খাবেন বিষম হবেন ফেউ
- খেকশিয়াল
এতক্ষণে বুঝতে পেলুম
করবো আমি বারণ কি
জংগল ছেড়ে খেকশিয়ালের
ব্লগে আসার কারণ কি।
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL
---------------------------------
বাঁইচ্যা আছি
হা হা হা! জটিল!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
জিনিয়াস ছড়াকার খেকশিয়াল! চমৎকার লিখেছেন।
..স্বপ্নাহত-এর মন্তব্য ছড়াটিও দারুণ।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
অছ্যুৎ বলাই, আনোয়ার সাদাত শিমুল, জলিল ভাই আপনাদের মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
- খেকশিয়াল
ছন্দের কারবারে
আমি "বস" আনাড়ী
আপনাগো লেখা পড়ি..
বসে বসে পা নাড়ি ।
আর বলি - আহারে
কেউ যেন না হারে
আহা,মশায় বেশ!!
অতিথিত্ব এই বুঝিবা
চললো হতে শেষ
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL
---------------------------------
বাঁইচ্যা আছি
দাদা তুমি পা নাড়িয়া
লিখিলা কি ছড়া রে
পড়িয়া দি হাত তালি
বাহবা কি বাহা রে !
- খেকশিয়াল
হায়, হায়! এতোক্ষণেও কেউ (বিপ্লব) দাগায় নাই!
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
বিপ্লব ভাই ! ধন্যবাদ ।
- খেকশিয়াল
কি আর কইতাম। মাইনষে বড় কিপটা হইয়া গ্যাছে। লেন আমিও একটা (বিপ্লব)
---------------------------------
এসো খেলি নতুন এক খেলা
দু'দলের হেরে যাবার প্রতিযোগিতা...
হাহা, রায়হান আবীর, অনেক ধন্যবাদ ।
- খেকশিয়াল
যেমন লেখা, তেমন কমেন্ট
দুই শেয়ানের কোলাকুলি
চলছে যেন টাগ-অব-ওয়ার
কাব্যছন্দের ঝোলা খুলি।
চলুক লড়াই, চলুক লড়াই
ভাষার ছুরি শক্ত হাতে
ধরে তোরা এগিয়ে যা রে
এমনি বিনা রক্তপাতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
বিপ্লবী ভাই জাহিদ হোসেন
সালাম নিবেন লাল রঙ্গা
আসুন চালাই ছড়ার ছুড়ি
না মেনে বাঁধ বান মঙ্গা
- খেকশিয়াল
খেকশিয়ালের ছলচাতুরী
পয়লা ছিল ছড়ার ছুরি
এখন আনছে ভারী ভারী
ডিনামাইট আর আর্টিলারী।
ছড়ায় ছন্দে মিলটি এনে
পাঠকদেরই মনটি কেনে
করুন তাকে সচল দ্রুত
হয়তো তখন জং টা ফুরোতো।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
খেকশিয়ালের ছড়া দেখে
মুখে বলি বেশ্ বেশ্
মনে বলি শালার ব্যটা
সচল হলেই বাড়বে লেজ।
শেয়াল ভায়ার লেজটা ধরে
সবাই মিলে টানিও
চুপি চুপি বলি ভায়া
লাইনে আছি আমিও।
আসুন ভায়া লাইনে দাড়াই ( মুখে মুখে )
গালি দিলি ! আয় তোকে ঘাড়াই !( মনে মনে )
মন্তব্যের জন্য ধন্যবাদ
- খেকশিয়াল
চমত্কার!
শক্তিশালী দুই ছড়াকারকে (aa_bd@yahoo.com আর খেকশিয়াল) অচিরেই সচল করে নেয়া হবে বলে মনে হচ্ছে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ছড়াকারের ছন্দমেলায়
ছন্দের যেন ফুট্ছে খই,
কঠিন লেখার পেঁচগি ছেড়ে
ছন্দে পদ্যেই খুশি হই।
কালবেলা
বারে বাহ! ছড়ার ছড়াছড়ি,
ছন্দের ব্যাপক গড়াগড়ি,
এদ্দিনে পড়ল চোখে আহা-
খাসা ছড়া- মন ছুঁয়ে যায়- আহা!!
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
এরকম আরেকটা কবিয়ালের লড়াই হোক
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
মনে হইলো জুরাসিক পার্কের মত মশার জীবাশ্ম থিকা ডাইনোসর জাগাইলেন, হোক হোক কবিয়ালের লড়াই হোক
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আমারে কিছু কইলানা দেখি?
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
এমন করে সহজ কথা
লিখতে যদি পারতামই
আমি তো ভাই ‘আপনি’ হতাম
র’তাম কি আর এই আমি?
কেমন করে এমন সহজ
ছন্দ আসে মন-প্রাণে
শিখতে পেলে ভালোই হতো
সেটা আমার মন জানে।
দেবেন ‘পিলিজ’ অধমজনে
সহজ লেখার বিদ্যাখান?
তাইলে বড়ই লাগতো খুশি
সহজ কথায়-বাড়তো জ্ঞান
দেবদ্যুতি
নতুন মন্তব্য করুন