বীর লাবী তখন মাটিতে পড়ে । বুকটা তার উঠানামা করছিল দ্রুত, খুবই । অবাক হয়ে তাঁকিয়েছিল বুগ্রীসের দিকে । চোখে যেন প্রশ্ন, ভাই ? তুই ! এভাবে ? শুয়ে থেকে বুকে গাঁথা তীরটা দেখা যায় । উঠানামা করছিল ওটাও, বুকের সাথে সাথে । বুগ্রীসের জানি কি হলো হঠাৎ, কেঁদে দিল একদম হাউ হাউ করে । লাবীর বড় মায়া লাগল । লাবী জানে ভুলটা তারই । কি ভয়াবহ কাজটাই না করতে হল ওকে, সবই তার দোষ । ওহ ঈশ্বর ! মার্ এগিয়ে আসলেন কাছে, দাঁড়ালেন সূর্যকে আড়াল করে । মুখে আকর্ণ বিস্তৃত হাসি । বালী একটু হেসে বলল,
‘মার্ ! তোমার নিশানা তো দারুন ! কোথায় শিখলে হে ?’
‘আজ্ঞে সে আমি...’ একগাল হেসে বলতে যাচ্ছিল মার্, থেমে গেল বালীর কথায়,
‘লুকিয়ে লুকিয়ে বাণ মারতে বেশ পছন্দ কর বুঝি ?’
‘এএএহ! অত কথা বল না ! বুগ্রীসের সাথে যা করলে তা কি আর কোন ভাই করে ?’
‘তাই বুঝি তুমি দু-ভাইয়ের মধ্যে তীর গলাতে এলে ?’
‘চুপ ! তুমি নীচ, তুমি শয়তান । তুমি কদাকার এক লঙ্গুর বিশিষ্ট বাঁদর ! তোমাকে বেঁধে মারলেই কি, আর ঝুলিয়ে মারলেই বা কি, আমি তো নেহাত একটা বাঁদর শিকার করলাম মাত্র ।’
‘তাই বুঝি? কাছে এসো’
মার্ নুইয়ে লাবীর মুখের কাছে আসলে লাবী সশব্দে বলল,
‘তোমার বীরত্বে থ্থু !’
ধড়মড় করে জেগে উঠলেন রাজা মার্ ! অদৃশ্য কি যেন মুছছিলেন মুখ থেকে । ‘একিরে বাবা ! স্বপ্নগুলো কি একটুও ভাল হতে নেই ? এরা কেন বারবার আসে ? ওফ ! দিনটাই মাটি ! মনে পড়ল তীসার কথা । এরা কি সব থুথুবিদ ? কুলটা-টাকে রাক্ষসের সাথেই মেরে থুয়ে আসতুম, নমষ্কল টার জন্য পারলাম না কেবল, এহ! বেশি দরদ ! আরে ব্যাটা বউ তো আমার, আমি বুঝি না ? দেশে আসতে না আসতেই ঢি ঢি । কথা ছিল রাক্ষসে আর বাঁদরে মরবে নরে বগল বাজাবে, বুঝলাম, তো ওকে ওদের সাথে পুঁতে থুয়ে এলে কি একদম মারায়ণ অশুদ্ধ হত ? কাম্লীবি তো লিখেই খালাস ! নষ্টা-টাকে পোড়াতে খারাপ লাগছিল, এত সুন্দর মুখখানা, তো সব ভেবে পুঁতেই ফেললাম । যা যেখান থেকে এসেছিলি সেখানে যা ! তো সে কি করলে ? কাছে আসতেই দিলে একদলা থুথু ঝেড়ে ! এভাবে থুথু ছিটালে মারায়ণ চলে ?’
মন্তব্য
আসলেই মারায়ন
চির আমি
নারায়ন, মারায়ন, মিথোলজি....অভিনব!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
- কঠিন ভাষা!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নামগুলি তো ? ওইগুলা একটু আকার ইকার ঠিক রেখে উলটে দেয়া আর কিছু না,
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ঐটাই মজা হইছে।
মুরগী বেঁধে মারলেই কি, আর ঝুলিয়ে মারলেই বা কি, আমি তো নেহাত একটা মুরগী শিকার করলাম মাত্র ... তাই না, শিয়ালজী?
গল্প ভালো লেগেছে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
সবাইকে ধন্যবাদ, এটা আসলে আমার একটা পরীক্ষামূলক গল্প, রামায়ণের প্রেক্ষাপটে একটা ব্যাতিক্রমী চিন্তা করার চেষ্টা করেছি ।
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আপনি সফল।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
জানি না কদ্দুর, আপনাকে ধন্যবাদ
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
খুব ভালো বুঝি নি। স্পষ্ট যে, দুর্বলতাটা আমার, আপনার নয়।:-)
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
বুঝিনি ভাল করে ------ তবে বিষয়টি অভিনব---- আরও কয়েকটি এ রকম লেখা পেতে চাই অভ্যস্ততার জন্য
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
রামায়ণ নিয়ে ফাজলামো আর কি ! নামগুলো একটু উলটে পালটে দেয়া, আর একটু ভিন্ন সম্ভাব্য ঘটনার কথা ভেবে লেখা, এখানে
মার্ = রাম
লাবী = বালী
বুগ্রীস = সুগ্রীব
নমষ্কল = লক্ষ্মন
তীসা = সীতা
কাম্লীবি = বাল্মীকি
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
সচলায়তন একটা অসাধারণ সময় পার করছে। সবাই বিভিন্ন ফরম্যাটের লেখা বিশেষত গল্প নিয়ে প্রচুর পরীক্ষা নিরীক্ষা করছেন। সচলায়তনের জন্য ভালো, বাংলা সাহিত্যের জন্যও ভালো। হয়ত আগামী দিনের কিছু শক্তিশালী এবং ভিন্ন ধরণের লেখককে পেতে যাচ্ছি আমরা।
লেখার আইডিয়াটা চমৎকার। চলুক !
------------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আমরা সবাই আসলে তীসা । মারায়ন এখনো চলছে যুগ যুগ ধরে।পুঁতে ফেলার আগে দলা দলা থুথু মারা উচিত মারের দলের মুখে।মর সব।
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
নারুদ পগ্ল!
এই ব্যাপারে বাহমুম নীনেল ভাই'র 'অনুভূতি' কি?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
ক্ষীসা ত্যাসন্দন ইভা, পআনি বসএ কি নলেব?
****************************************
খাইছে
এই শৃগালাঙ্গোপনিষদ তো আগে পড়ি নাই
নতুন মন্তব্য করুন