চামচের খোঁজে

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: সোম, ২৮/০৪/২০০৮ - ১২:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই গল্পটা মোটামুটি সবখানেই করি, সচলেও তুলে দিলাম । আমার বন্ধু সুমন, একদিন কোথায় জানি একটা সিগারেট হাতে হাঁটছে । ধরাবে কিন্তু কোথাও কারো কাছে ম্যাচ, লাইটার কিছুই পাচ্ছে না । কাছে ধারে কোন সিগারেটের দোকানও নেই যে গিয়ে ধরাবে । হাঁটতে হাঁটতে কোন এক বাস স্টপেজে বোধহয় দেখে একজন বসে পেপার পড়ছে, সুমন বলল, " ভাই, ম্যাচ আছে ? " লোকটা পেপার থেকে মুখ সরিয়ে সুমন কে এক পলক দেখল এবং আবার পেপার দেখতে দেখতে বলল, " গু খাও আর চামচ রাখো না ? "


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

একেবারে উচিত উত্তর! মজা পেলাম বেশ!
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

লুৎফুল আরেফীন এর ছবি

হাহাহাহাহাহাহহাহাহাহাহাহা হো হো হো

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

বিপ্লব রহমান এর ছবি

ওরে, এ যে 'উন্মাদের' সেই 'অবান্তর প্রশ্নের পটু উত্তর!' হো হো হো
---
কিন্তু বাস স্টপেজের সেই লোকটি আমাদের হের ধূ. গো. নন তো? উত্তর শুনে কেমন যেনো সন্দেহ হচ্ছে!... চোখ টিপি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

ধুসর গোধূলি এর ছবি

- বিপ্লব ভাই আপনে খালি আমারে বেজায়গায় সন্দেহ করেন। মন খারাপ

কোনো বালকরে যদি কখনো দেখেন পকেটে চামচ থুইয়াও সুন্দরী ললনাগো কাছে 'চামচ' খুঁজতাছে, ধুগো রে ঐখানে সন্দেহ করতে পারেন।
_________________________________
<সযতনে বেখেয়াল>

অতন্দ্র প্রহরী এর ছবি

হো হো হো

মুশফিকা মুমু এর ছবি

একেবারে উচিত উত্তর!

হাহাহাহা দেঁতো হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍গু খাও আর চামচ রাখো না ?

গড়াগড়ি দিয়া হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।