বুধো

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: শুক্র, ০২/০৫/২০০৮ - ১২:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


না এভাবে পড়ে থাকলে হবে না । আড়মোড়া ভেঙ্গে উঠে দাঁড়ায় বুধো । বয়স কম হয়নি, আড়মোড়া দিলেও এখন শরীর ব্যাথা করে । চোখ দিয়ে পানিতো পড়ছে কমাস ধরেই । আস্তে আস্তে ডেরা থেকে বেরিয়ে এদিক ওদিক তাকায় ও । সকালটা কেমন জানি ম্যাদা মেরে আছে । আগে তো এরকম লাগত না ! বয়সের দোষ ? আয়েশ করে ড্রেনের ধারে কিছুক্ষণ ঝরে নিয়ে হাঁটতে থাকে ও আস্তে আস্তে । জোর পায় না গায়ে আর আগের মত । অথচ কদিন আগেই দৌড়াত সকাল হলেই । পাড়ার ছেলেরা নানারকম দুষ্টামি করে । ওইতো সেদিন, দুপুরে খাবার খেয়ে একটু ঘুম দিয়েছিল , তা পাড়ল কই ! শুতে না শুতেই এসে পড়তে লাগল ঢিল ! একটু যদি শান্তিতে ঘুমাতে পারত ওদের জন্য ! বের হয়ে যে ধমক দেবে ওই শক্তিটুকুও পায় না । তবে ওদের মধ্যে সবচে ছোটটি, পিন্টু , ওর খুব খেয়াল করে । স্কুল ছুটি হলেই দুদ্দাড় করে ছুটে আসবে । পিন্টু থাকলে কেউ ওকে বিরক্ত করতে পারে না, একদম চেচামেচি করে একাকার করে তুলবে পিন্টু । সবাই ওকে ডাকে ‘বুধোর বাপ’ । দুজনের মধ্যে ভাব অনেক । মাঝে মাঝে বুধোর মনে পড়ে ওর ভাইবোনগুলির কথা, সব গাদাগাদি করে এখানেই থাকত, আস্তে আস্তে যে সব কোথায় চলে গেল । ওর মনে আছে সবার বড়টি মারা গিয়েছিল ও ছোট থাকতেই । অনেকদিন আগের কথা, ঠিকমত মনেও পড়ে না । বুধো আরো একটু জোরে পা চালায় ।


পিন্টুর স্কুল ছুটি হয়ে গেল দু ঘন্টা আগেই । কেন কে জানে, ছুটি পেয়েছে এতেই খুশি ও । কালিম কাকা আসে নি নিতে । আসবে কি করে, এত আগে ছুটি ওতো জানে না ! পিন্টু নাচতে নাচতে রাস্তায় নামে । আজকে বিকেলের আগেই বুধোর সাথে যাবে ও, দুজনে মিলে সরকারবাড়ির বাগানে ঢুকবে আজ । ওদিকটা কেমন অদ্ভুত বুনো ! যাওয়া হয়নি আগে । ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটতে থাকে ও । আইসক্রীমের গাড়ি নিয়ে ঘন্টা বাজিয়ে যায় রমিজ । আহারে দুটা টাকা ছিল, ঝালমুড়ি কিনে খেয়ে ফেলেছে ! করুন চোখে দেখতে থাকে পিন্টু, ছেলেমেয়েরা সব ছেকে ধরেছে রমিজের গাড়ি । কাছে এসে আইসক্রীমের বিশাল স্টিলের বাক্সে হাত বুলায় ও ।
'এই পিন্টু আইসক্রীম খাবি ? ' ভীড়ের মধ্যে থেকে চেচিয়ে উঠে অনিক ।
'নারে টাকা নেই '
'তো কি হয়েছে, আমি দিচ্ছি, রমিজ ভাই আরেকটা কুলফি দেনতো'
পিন্টুর মুখে হাসি ফুঁটে উঠে । অনিকের কাছে সবসময় টাকা থাকে, ওরা অনেক বড়লোক । স্কুল থেকে বাসা বেশী দূরে নয়, হেঁটেই ফিরে ও রোজ কালিম কাকার সাথে । আইসক্রীম খেতে খেতে নেমে আসে ও বড় রাস্তায় ।


বুধোর খিদে পেয়ে যায়, সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি । খুঁজতে খুঁজতে স্কুলবাড়ি এসে পড়েছে । পিচ্চিগুলি দেখি সব বাইরে ঘুরছে, স্কুল ছুটি নাকি ? হ্যাঁ, ওইতো পিন্টু, এদিকেই আসছে । যাক কিছু খাবার পাওয়া যাবে মনে হয় । ভোঁ করে ভটভটিটা পাশ কাটিয়ে যায় ওকে । দেখলে ! আরেকটু হলেই মাড়িয়ে যেত ! যত্তসব ! পিন্টুটা কি জানি খাচ্ছে । ওর সাথে ওইটা কে ? ও, ওই ছেলেটা, দেখেছিল কয়বার পিন্টুর সাথে । বুধো তাড়াতাড়ি পা চালায় । কিন্তু ভটভটিটা কি করছে ওইখানে ? থামল কেন ? কে জানি বেরুচ্ছে ... বুধো বাতাসে নাক বাড়ায়, লোমগুলো দাঁড়িয়ে যায় ওর হঠাৎ করেই । কিছু একটা ঠিক নয় ! অনেকদিন পড়ে ও গা ঝেড়ে দৌড়াতে শুরু করে !

নান্নু কখনো সময় নষ্ট করে না , কখনো করে নি । এই লাইনের রিস্ক অনেক । স্কুটারটা থামিয়ে দেখে নেয় ও ছোড়াদুটোকে । ক্লোরোফোর্ম ভেঁজা রুমালটা পকেটে রেখে কোমরে গোঁজা পিস্তলটা হাতিয়ে নেয় আরেকবার । নেমে আসে ও রাস্তায় ।
'এই যে বাবু শুনো ! আমাকে এই ঠিকানাটা দেখিয়ে দিতে পারো ?'
পিন্টু এতক্ষন দূর থেকে বুধোকে দেখছিল, পাগলের মত দৌড়ে আসছিল ও ! বুধোকে কখনো ও জোরে হাঁটতেই দেখেনি ! ঘাড় ঘুরিয়ে দেখে অনিক এগিয়ে যাচ্ছে লোকটার দিকে, বুধো তখন অনেক সামনে । ওর দিকে তাকিয়ে নেই মোটেও, ছুটে আসছে সোজা লোকটার দিকে ! পিন্টুর জানি কি হয়, চিৎকার করে উঠে ' অনিক !! '

বুধো দৌড়াচ্ছিল, অনেকদিন পর । চারটি পা একসাথে তাল মিলায়নি ওর সাথে অনেকদিন । দৌড়াতে দৌড়াতে ও করে নেয় কিছু স্বভাবসুলভ অংক । শেষবার মাঁপঝোক করেছিল পাড়ায় ছিঁচকে চোরটাকে ধরার সময়, তাও অনেকদিন আগের কথা । অনেকখানি এসে পড়েছে ও, জিভ ঝুলে পড়ে ওর ... বেশ লম্বা লোকটা, এক হাত পকেটে ... এসে গেছি ! ... আরেকটু ... হ্যাঁ এখনি !

লোকজন সব ছুটে আসে গুলির শব্দ শুনে । স্কুটারটা নিয়ে বেশি দূর যেতে পারেনি ড্রাইভার, সবাই ধরে পিটিয়ে নামায় ওকে । লোকটা থেমে থেমে কাঁপছিল একপাশে শুয়ে । গলার জায়গাটায় মাংস খুবলে তোলা । রক্তে ভেসে যাচ্ছে চারদিক,বাঁচবে না বোধহয় । ওর হাতের বেশ কিছু দূরে গড়াগড়ি খায় পিস্তলটা । রাস্তার একপাশে বসে হাঁপাচ্ছিল অনিক । সব ভীড় করে আছে পিন্টুকে । বুধো তখন তার কোলে, রক্তাক্ত । শেষ মূহুর্তে গুলি চালিয়েছিল লোকটা । পিন্টুর সাদা শার্ট লাল হয়ে যায় বুধোর রক্তে । ওর ছোট হাতদুটোর মাঝে কাঁপছিল বুধো । আস্তে আস্তে শ্বাস ক্ষীণ হয়ে আসে ওর । ঝাপসা চোখে দেখে পিন্টুটা কাঁদছে, ভেউভেউ করে । কুইকুই করে উঠে ও, চারপাশটা শুঁকে নেয় শেষবারের মত ।


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

মারহাবা!
(চিন্তা করছি...এখন ত্থেকে আরবিতে কমেন্ট দিব... দেঁতো হাসি )

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

খেকশিয়াল এর ছবি

হাহা ধন্যবাদ, আরবিতে شكرا لك, গুগল ল্যাঙ্গুয়েজ টুলস দিয়ে বের করছি দেঁতো হাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

পরিবর্তনশীল এর ছবি

ইসমি ইসমি!

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতন্দ্র প্রহরী এর ছবি

'ইসমি' মানে 'মাই নেম ইজ' না? নাকি তুমি আবার এমিনেম-এর মত স্লিম শেডি (মাই নেম ইজ) গাওয়া ধরলা! হো হো হো

রায়হান আবীর এর ছবি

আনা ওহাব্বুকা...

অতন্দ্র প্রহরী এর ছবি

খেকশিয়াল ভাই, গল্পটা উপাদেয় হয়েছে হাসি

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ধুসর গোধূলি এর ছবি

- একটা গল্প পড়েছিলাম না? ঐযে মণিবের ভুলে ফেলে যাওয়া টাকার থলের কথা স্মরণ করিয়ে দিতে ঘেউ ঘেউ করছিলো ঘোড়ার পায়ের কাছে। মণিব পাগল হয়ে গেছে ভেবে কুকুরটাকে গুলি করে দেয়। তারপর কুকুরটা আহত অবস্থায় চলে আসে টাকার থলের কাছে, পাহারা দিতে থাকে। মণিবের এক সময় মনে পড়ে টাকার থলের কথা। ঘোড়া ছুটিয়ে এসে দেখে আহত কুকুরটা থলেটা আগলে পড়ে আছে।

গল্পটা ভালো লাগলো হাবিবি।
_________________________________
<সযতনে বেখেয়াল>

খেকশিয়াল এর ছবি

পড়েছিলাম তো মনে হয়, কার জানি গল্পটা ?
মন্তব্যের জন্য ধন্যবাদ ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ধুসর গোধূলি এর ছবি

- গল্পকারের নামটা মনে থাকলেতো নিজের নামেই চালায়া দিতাম! মন খারাপ
_________________________________
<সযতনে বেখেয়াল>

দ্রোহী এর ছবি

গল্প ভালো হয়েছে।


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি
তারেক এর ছবি

বড়ই করুণ বিত্তান্ত... ভালো লেগেছে দেঁতো হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতিথি লেখক এর ছবি

ভালো লেগেছে!

---
স্পর্শ

খেকশিয়াল এর ছবি

দ্রোহী , তারেক অনেক ধন্যবাদ ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

শেখ জলিল এর ছবি

হুম। পশুর কাছে মানুষের এখনও অনেক কিছু শিখবার আছে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সবজান্তা এর ছবি

গল্পটা ভালো হয়েছে। চলুক

হোয়াইট ফ্যাং, দ্য কল অফ দ্য ওয়াইল্ড অতঃপর বুধো ?
------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ কমরেড ।
হায় হায় করিস কি ! নমস্য গল্পগুলির সাথে এই গল্পের নাম নিলি কেন !
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ফারুক ওয়াসিফ এর ছবি

গল্পটা ভালো হয়েছে।

হোয়াইট ফ্যাং, দ্য কল অফ দ্য ওয়াইল্ড অতঃপর বুধো ?
সবজান্তার কমেন্ট পুনরাবৃত্ত করাই উত্তম মনে হলো। দারুণ!


মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

খেকশিয়াল এর ছবি

মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বেশ!!!

আপনি একটা 'পিন্টু সিরিজ' লেখা শুরু করেন। ভালো হবে ।

খেকশিয়াল এর ছবি

বলছেন ? মাথায় থাকল ব্যাপারটা, মন্তব্যের জন্য ধন্যবাদ ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ধুসর গোধূলি এর ছবি
রায়হান আবীর এর ছবি

- "পিন্টু সিরিজ"! চিন্তিত
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হু... ভালো হইছে...
হোয়াইট ফ্যাঙ আর কল অফ দ্য ওয়াইল্ডের কথা মনে করায়ে আরো একটা বাড়তি ঝামেলায় ফেললো মন্তব্যকারীরা... আহা...

পিন্টু সিরিজ হইলে মন্দ হয় না... কিন্তু বুধো তো মইরা গেলো... তারে ছাড়া সিরিজটা ম্যারম্যারা হওনের আশঙ্কা থাকে... অলৌকিক উপায়ে তারে বাঁচায়ে দেন... আমরা আছি... কাউরে কমু না...

______________________________________
পথই আমার পথের আড়াল

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ নজরুল ইসলাম , আসলে এই গল্প বেইস কইরা সিরিজ হওয়ার চান্স নাই, আনোয়ার সাদাত শিমুল মনে হয় শুধু পিন্টু সিরিজের কথা কইসে, হইলে ওইটা বুধোরে বাদ দিয়াই হইতে পারে, তবে আপনার কথা ঠিক, তা ম্যারাম্যরা হবার চান্স বেশি । বুধোরে বাঁচায়া আনতে হইলে কিছু হিন্দী মুভি দেখতে হইব মনে হয়, কি কন? ইয়ে, মানে...

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মুভির চাইতে সিরিয়াল দেখলে ফায়দা বেশি হৈতে পারে...

______________________________________
পথই আমার পথের আড়াল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

এক্কেবারে খাঁটি কথা !
মুর্দারে বারবার জিন্দা করতে হিন্দি সিরিয়ালের জুড়ি নাই।
গল্প ভালো লাগলো।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রায়হান আবীর এর ছবি

গল্পটা পড়লাম। সুন্দর!!!
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।

খেকশিয়াল এর ছবি

সুলতানা পারভীন শিমুল, রায়হান আবীর ধন্যবাদ

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।