হওয়া

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: রবি, ১৮/০৫/২০০৮ - ১০:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

'শুনেছো ? পাশের বাড়ির হারাধন বাবুতো আর বউয়ের রান্না খাচ্ছেন না, নিজেই রান্না করে খাচ্ছেন, ব্যাপারখানা কি বল দেখি ?' বউয়ের কথায় দীর্ঘশ্বাস ফেললেন উদাসীন গৃহস্বামী, বললেন 'এভাবে হয় না .. এভাবে হয় না ..' ।
পরদিন বউ আবার বলতে লাগল, 'হ্যাঁগো হারাধনবাবুর মতিগতিতো ভাল ঠেকছে না, উনি বলে আজ থেকে বাইরে শোয়া শুরু করেছেন' । গৃহস্বামী আবারো দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, 'এভাবে হয় না .. এভাবে হয় না ..' । পরদিন বউ বলল, 'ওগো হারাধনবাবুর বউতো কান্নাকাটি করছে, উনি নাকি আজ থেকে গেরুয়া বেশ ধারন করেছেন' । গৃহস্বামী একই রকম ভাবে বললেন, 'এভাবে হয় না .. এভাবে হয় না ..' । এবার বউটা রীতিমত রেগে গেল, বলল, 'খালি এভাবে হয় না এভাবে হয় না ! .. কিভাবে হয়, শুনি ?!' গৃহস্বামী হঠাৎ উঠে দাঁড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, 'এই যে এভাবে !'

প্রচলিত গল্প


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

হুমম

দুর্দান্ত এর ছবি

মধুর মর্ম গুবরা পোকা বোঝে না।

ধুসর গোধূলি এর ছবি
অতিথি লেখক এর ছবি

হা হা !! "এই যে এভাবে" !!

সেইরকম!!

---
স্পর্শ

তীরন্দাজ এর ছবি

মজার...! বেশ মজার!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সবজান্তা এর ছবি

গল্পটা এত অদ্ভুত লেগেছিল আমার কাছে যখন প্রথম শুনেছিলাম।

সত্যিই এভাবে হয় না। বজ্র আঁটুনি ফস্কা গেরোই হয় সব সময়।


অলমিতি বিস্তারেণ

রায়হান আবীর এর ছবি

---------------------------------

দ্রোহী এর ছবি

ক্যামনে কী? হারা ধন.......................অমন ই হবার কথা!


কি মাঝি? ডরাইলা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।