জাপানী কয়াইদানগুলো বাংলায় রূপান্তর করব ভাবছিলাম । তো ভাবলাম গল্প করার আগে, গল্পের গল্পটা একবার করে নেয়া দরকার ।
জাপানী ভাষায় কয়াইদান অথবা কাইদান কথাটার অর্থ হচ্ছে ভুতের গল্প । কোয়াইদান শব্দটি ‘কয়াই’ আর ‘দান’, এই দুটো কাঞ্জির ( কাঞ্জি হল চীনা যেসব অক্ষর জাপানী ভাষায় ব্যাবহৃত হয় ) সমন্বয়ে তৈরী । কয়াই শব্দের মানে হল অদ্ভুত, রহস্যময় প্রেতাত্মা আর ‘দান’ শব্দের মানে হল কথা বা বচন । এই কয়াইদান গুলো ‘এদো সময়’-এর ( ১৬০৩ থেকে ১৮৬৮ শতাব্দী এর ব্যাপ্তিকাল, এদো হল টোকিও-এর প্রাচীন নাম ) সব দুর্লভ লোককথা । ‘কয়াই’, ‘দান’ শব্দগুলিও বেশ প্রাচীন, এখন আর ব্যবহৃত হয় না । যখন কোন লেখক কয়াইদান এর উল্লেখ করেন, তখন বুঝতে হবে তিনি প্রাচীন ভুতের গল্পের কথা বুঝাতে চেয়েছেন ।
এদো সময়ের এই কয়াইদানগুলো জনপ্রিয় হয়ে উঠে একটা খেলার মধ্যে দিয়ে । খেলাটার নাম ছিল ‘হিয়াকু-মনোগাতারি কয়াইদানকাই’, মানে হচ্ছে ‘একশো ভুতুড়ে গল্পের আসর’ । খেলাটা বড়ই অদ্ভুত কিন্তু খেলতে খুব সোজা । রাত নেমে এলে কোন অন্ধকার ঘরে সবাই বসতো একশোটি মোমবাতি জ্বালিয়ে । এক এক করে সবাই বলে যেত তাদের গল্প । প্রতি গল্প শেষে নিভিয়ে দেয়া হত একটি মোমবাতি । এভাবে গল্পগুলির সাথে যতই অন্ধকার বাড়ত, ঘরে চলে আসত গা ছমছমে এক ভৌতিক পরিবেশ । শেষ মোমবাতিতেই হল আসল ব্যাপার । ধারনা করা হত শততম গল্পটির সাথে মোমবাতিটা নিভিয়ে দিলেই দেখা মিলবে কোন অতিপ্রাকৃতিক অস্তিত্বের । খেলাটা প্রধানত চালু ছিল সামুরাইদের মধ্যে, বীরত্ব জাহির করতে খেলত সবাই । পরে আস্তে আস্তে খেলাটা সব মহলেই জনপ্রিয় হয়ে উঠে । এতটাই জনপ্রিয় হয়ে উঠে যে ছাপার প্রযুক্তি এসে গেলে প্রকাশিত হতে থাকে কয়াইদান-কেন্দ্রিক যত বই । লেখকরা সব সংগ্রহ করতে থাকেন চীন জাপানের নানা জায়গার ভুতুড়ে সব গল্প । এই বইগুলোকে বলা হত ‘কয়াইদানশু’যেগুলোর প্রতিটারই শিরোনামে থাকত ‘হিয়াকু-মনোগাতারি’ কথাটি । গল্পের আসরের খেলার চল উঠে গেলেও প্রকাশিত বইগুলোর অদ্ভুত গল্পগুলো আজো অনেক জনপ্রিয় ।
গল্পগুলোতে মূল বিষয়বস্তু ছিল বুদ্ধীয় দর্শন, কর্মফল-ভিত্তিক আধিভৌতিক কাহিনী, কিন্তু বেশিরভাগই ছিল সব ভুতুড়ে প্রতিশোধের ঘটনা । জীবিতাবস্থায় যাদের অপেক্ষাকৃত কমজোর বা দুর্বল ভাবা হত, যেমন নারী, অধস্তন কর্মচারী, চাকর, মৃত্যুর পরে তারাই ফিরে আসতো প্রবল শক্তিশালী প্রতিশোধ-পরায়ণ প্রেতাত্মা হিসেবে । প্রতিশোধগুলো সাধারনত নিপীড়নকারী্র বিরুদ্ধে থাকলেও কখনও কখনও তা নেমে আসতো জীবিত সকল মানুষের উপর ; রূপ নিত এক প্রবল ঘৃণায় ।
সূত্র : ইন্টারনেট
মন্তব্য
এরকম একটা অপরিচিত (আমার কাছে) ঘরানা তুলে নিয়ে আসার জন্য আপনাকে ধন্যবাদ! জাপানী অপ্রাকৃত কাহিনী আসলেই একটু অন্যরকম। ভূমিকা তো হলো এবার কয়াইদানের প্রথম দান কবে ?
প্রথম দান আসছে খুব শীঘ্রই , মন্তব্যের জন্য ধন্যবাদ ।
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আমার কাছেও বিষয়টা অপরিচিত। ধন্যবাদ।
ভূত প্রেতের ব্যাপারে আমার কখনই আগ্রহ ছিলো না। নাইও... কিন্তু সম্প্রতি বিষয়টা নিয়া ভাবতে হইতেছে, কারন একটা ভৌতিক সিরিয়াল লেখার ক্ষেপ আছে। জলদি গল্প ছাড়েন দেখি কিছু মারা যায় কি না।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হায় হায় কয় কি ! গল্প মারামারি নিষেধ !
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
হা হা হা হা... সমস্যা নাই... আপনের গল্প মারুম না... আপনে লেখেন।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আরে মজা করলাম ! আমার গল্প কিসের, সবার গল্প এইগুলা । অবশ্যই পারলে কিছু নাটক কইরেন । কয়াইদান নামে একটা মুভিও হইসিল, ওইখানে চারটা গল্প আসিল, বেশি জোস একটা মুভি ।
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
অপেক্ষায় রইলাম, শিয়ালমশাই
আসিতেছে অচিরেই
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
কয়াইদানকে পরিচিত করার জন্যে ধন্যবাদ। অপেক্ষায় রইলাম।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
যাক
বাংলার শেয়াল জাপানের মুরগি খোঁয়াড়ে ঢুকে পড়েছে এটা সুসংবাদ
আশা করি অনেকগুলো তরতাজা মুরগির সাপ্লাই পাবো
হাহাহা
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
লীলেনদারে ঘোষনা দিয়া গুরু মানলাম
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
অপেক্ষায় রইলাম জাপানী ভুতের সাথে পরিচিত হবার আশায়...
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
ভূত নেই, কিন্তু ভূতের গল্প আছে। কাজেই এ গল্পের আগাগোড়া সৃজনশীল।
নামান কিছু।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
আপনি কি জাপানে থাকেন বা ছিলেন কখনও?
জাপানী কাইদানগুলা মাঝেমাঝে ভালোই গায়ে কাঁটা দেয় ,,,, বছরখানেক আগে একটা সিনেমা হয়েছিলো "চাকশিন আরি" (ইউ হ্যাভ নিউ মেসেজ) ,,, ভূত মেসেজ পাঠায়!!
আমি ভাবতেছি আমার সত্যি সত্যি ভৌতিক অভিজ্ঞতাটা তুলে ধরব একদিন
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
না ভাই কখনো যাই নি, জাপানী গল্প, মুভি, ওদের দারুন দারুন সব এনিমেশন সিরিজগুলো দেখেই যা পরিচয় জাপানের সাথে । চাকশিন আরি এখনো দেখিনি, দেখবো । আপনার সত্যিকারের অভিজ্ঞতা !! বলেন কি !! দিয়ে দেন শিজ্ঞির !
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আগে আপনার দেওয়া একটা স্যাম্পল চেখে দেখে মজা পাইসি।
তবে জাপানি দের ১০০ মোম বাতি জ্বালিয়ে গল্প বলার আডিয়া তা জোস লাগছে। তাদের মাথায় আসলেই 'জিনিস' ছিল। নাইলে কি আর এইরকম ওয়ার্ল্ড লিডার হইতে পারে।
তাড়াতাড়ি গল্প ছাড়তে থাকেন।
-----------------------------
এখনো নজরবন্দী!
ইচ্ছার আগুনে জ্বলছি...
অপেক্ষায় থাকলাম।
- ভূমিকা পড়লাম, মূল গল্প শুরু হলে মোমবাতি জ্বালিয়ে বসে পড়বো, নো চিন্তা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দারুন ইন্টারেসটিং তো, তারাতারি গল্পগুলো লিখে ফেলুন
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ, গল্প কিন্তু শুরু !
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
দেরিতে হলেও পড়তে আসলাম।
কি মাঝি? ডরাইলা?
নতুন মন্তব্য করুন