লিখতে গিয়ে হাসি পাচ্ছে বেশ, আমার লিখা প্রথম ছড়া । ক্লাস ফোরে লিখেছিলাম, ছাপিয়েছিল স্কুল ম্যাগাজিনে । ছড়াটার কিছু জায়গায় দাদা, দিদির হেল্প ছিল । ম্যাগাজিনে প্রথম নিজের ছড়া দেখে যেই অনুভূতি হয়েছিল ওটা ভুলতে পারব না কোনদিন, ওইটার সাথে তুলনা চলে না কোনকিছুর ।
পটলবাবু
এক যে ছিল পটলবাবু
পটল খেলেই হত কাবু
পটল তবু ছাড়ল না ভাই
গোনা গোনা দশটি যে চাই
দুয়েক খানা কম হলে ভাই !
মারবে লাথি ভাঙ্গবে কড়াই !
চায় না কিছুই পটল ছাড়া
পটল নিয়েই করত বড়াই
একদিন সেই পটলবাবু
দিতে গিয়ে জোরসে হাঁচি
আটকে গেল গলার মাঝে
মস্ত বড় একটা বিঁচি
সেই ব্যাথাতেই পটলবাবু শয্যাশায়ী যে
পটল খেয়ে পটল বাবু পটল তুলেছে ।
মন্তব্য
শুধুমাত্র ক্লাশ ফোর বলে কি, এখনকার জন্যেও বেশ মজার ছড়া!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
হাহা ধন্যবাদ তীরুদা, আমার লেখা প্রিয় একটি ছড়া এইটা !
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ক্লাস ফোরে পড়ার সময় লেখা আপনার ছড়াটি দেখে আমি ভীষণ মুগ্ধ । ধারণা করতে পারি একটু সিরিয়াস হলেই ছড়া লেখায় আপনি ছাড়িয়ে যাবেন অগ্রজ অনেককেই !
ভালো থাকবেন !
আপনার ছড়াপ্রতিভার প্রতিবন্ধক হিসেবে অগ্রজরাই দায়ী। এখন আবার শুরু করা যায় কিনা ভেবে দেখেন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
শুরু করেন ছড়া লেখা। ভবিষ্যত উজ্জ্বল।
---------------------------------
সচলে কিন্তু আমি ছড়া দিয়েই শুরু করেছিলাম, অতিথি ছিলাম যখন । এখনো লিখিতো, তবে ওইগুলা কিছু হয় নাকি কে জানে ।
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
লেখেন লেখেন ভাই আরো লেখেন। কি যেন ? হ ঘ্যাজর ম্যাজর কইরা লেখেন। লেকতে থাকেন।
আমরা চাতক
ছড়ার পাঠক।
কীর্তিনাশা
দাদা, সব দায়িত্ব নিজের ঘাড়ে রাখলে কি চলে? আপনার লেখা ছড়া "কিছু হয় কি না হয়" সেটা না হয় আমরা- পড়িয়েরাই - ঠিক করি? আপনি ওসব চিন্তা বাদ দিয়ে শুধু একটু লিখেই নাহয় যান?
ক্লাস ফোরে যে ওরকম ছড়া লিখতে পারে তার নিয়মিত ছড়া না লেখাটা পেটাই হবার মত একটা অপরাধ বলেই আমি মনে করি ...... :)
আমি ছুড আমাকে মারবেন না :D
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
সেই ছোটবেলার ক্লাস ফোরের আপনার জন্য পাঁচ তারা!
এর এখনকার এই আপনার জন্য কয় তারা দেই সেটা একটা ছড়া লিখে পরখ করে দেখুন!
কয়াইদানের পর্ব কোথায়? ভীষণ ফাঁকিবাজি করছেন কিন্তু আপনি!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
ধন্যবাদ মৃদুলদা, ফাঁকিবাজি করছি নারে ভাই :( আমার অবস্থা খুব খারাপ, অফিসে হেভী চাপ । একটু সামলে নিতে হচ্ছে, আবার বসব লিখতে ।
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
মর্নিং শোওজ দা ডে! :-)
আপনার প্রতিভা যে এইদিকেও ঠেলে বের হবে কে জানত ভায়া..........না হলে কি আর ছোট বেলায়......যাই হোক ভালো,খুব ভালো.......তবে ভুত কে ভুলে গেলেও ভুত তোমাকে ভুলবে না.......আর ভুতের গল্প শুরু করলে কিন্তু শেষ করতে হয়......নইলে......হা হা হা হা হা......ভয় অনেক ভয়......হা হা হা
হ শেষে দেখা যাইব আমিও একটা ভুত হইয়া সচলে ঘুরতাসি :D
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ক্লাস ফোরে থাকতেই এই? সব্বোনাশ।
খেকশিয়াল ভাই, মাইর খাইবেন? আপনার না আরও কয়েকদান কয়াইদান ছাড়ার কথা??????????
কি মাঝি? ডরাইলা?
ধন্যবাদ সবাইকে, সবার আশীর্বাদপুষ্ট হয়ে যেন আমি ছড়াদুষ্ট হয়ে উঠি :D
@দ্রোহী ভাই মাইরেন না, অফিসে হেভী গিরিঙ্গিতে পড়সি রে ভাই, লিখুম, একটু সময় কইরা লই ।
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
যা বলার বলে দিয়েছেন স্নিগ্ধা আপুমনি
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
হি হি হি কিউট :)
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আরে আরে!! আপনি তো ক্লাস ফোরে থাকতেও বস ছিলেন!!
ফাটাফাটি ছড়া! ক্লাস ফোরের সেই ছেলেটাকে একটা জাঝা !!
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
নতুন মন্তব্য করুন