ছড়া কাটা

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: শুক্র, ১৩/০৬/২০০৮ - ১:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

কতদিন গ্রামে যাই না । যখন পিচ্চি ছিলাম কত কিই না খেলতাম গ্রামে গিয়ে । দাড়িয়াবান্ধা, হা-ডু-ডু, ডাঙ্গুলি, মেয়েদের সাথে বউচি, রান্নাবাড়ি .. আহা এগুলোকি এখনো কেউ খেলে ? শেষ যেবার গেলাম দেখি সব পিচ্চিগুলো ক্রিকেট খেলছে, দেখে একসাথে ভালও লাগলো আবার মনটাও খারাপ হল একটু । ওরাও মনে হয় আর ডাঙ্গুলি খেলে না । গ্রামে গেলে আরো কিছু খেলা খেলতাম, ছড়া কাটার খেলা । দুই জন বা তিনজন মিলে কিছু মজার ছড়া বলে যাওয়া, কথার পিঠে কথা বলার মত, ব্যাপারটা বেশ মজার । দুইটা এখনো আমি মাঝেমাঝে বিড়বিড় করি ..


- পা'র তলে কি ?
- হাসের ডিম
- ভাঙ্গছো কোথায় ?
- রান্নাবান্নায় ( মানে রান্নাবান্না করতে গিয়ে ভেঙ্গে ফেলছে বেচারা)
- কিয়ত্তে ? ( কি করতে গিয়ে, কিভাবে )
- গুচ্চন্ডি !
( গু চন্ডি, চন্ডা বা চডা মানে পারা দেয়া, আসলে এইখানে এই কথাটার মানে নেই, সে একবার বলছে রান্নাবান্নায় আবার বলে গুচ্চন্ডি, সে যে কিভাবে রান্নাবান্নার সময় গুয়ে পারা দিতে গিয়ে হাসের ডিম ভেঙ্গে ফেলছে সেটাই প্রশ্ন ! )


- কই গেছিলা
- ঝিঙ্গাতলা
- কি দেখলা
- শইলের পোনা ( শোল মাছের পোনা আরকি )
- কেমন করে ?
- টগরবগর
- হাতে ওইটা কি ?
- কমলালেবু
- খাও না কেনো ?
- চুকা লাগে
- দেও না কেনো ?
- মায়া লাগে ( মুখে একটু দুঃখ দুঃখ ভাব )
- তুমি এমন হইসো কিয়ের শোকে ?
- ভাতের শোকে মন খারাপ
- ভাত দেয় না কে ?
- পুতের বউয়ে মন খারাপ
- পুতের বউয়ের নাম কি ?
- কল্কি-চোরা ( হুক্কার কল্কি চোর )
- তোমার নাম কি ?
- নাচোইন্না ঘোড়া
- একটু নাচো তো দেখি
( উত্তরদাতা বা দাত্রীর নৃত্য )
- একটু হাসো তো দেখি
( উত্তরদাতা বা দাত্রীর হাহাহিহি করে হাসি )
- একটু কান্দো তো দেখি
( উত্তরদাতা বা দাত্রীর উউউ করে কান্নাকাটি )


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

মজার ।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্পর্শ এর ছবি

বাহ্‌ দারুণ তো!!
এই জিনিষ গুলো সংগ্রহ করে রাখা দরকার! এখনকার পোলাপাইন রা তো এসব ভুলে যাচ্ছে !
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

তীরন্দাজ এর ছবি

পূরোনো স্মৃতিগুলো জাগিয়ে দিলেন আবার!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

পুতুল এর ছবি

পাথ্থরানা মানিক চান
দিঘী কাইট্টা পানি আন।
*****

**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

খেকশিয়াল এর ছবি

দারুন ! হাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নুশেরা তাজরীন এর ছবি

খুব ভাল কাজ। স্মৃতি-জাগানিয়া।
ডঃ আশরাফ সিদ্দিকীর "লোকায়ত বাংলা"সহ আরও কিছু বইতে ভাল সংগ্রহ আছে। বইগুলো সুখপাঠ্য।

সেখান থেকে ছোট্ট বাচ্চাকে নিয়ে খেলার মতো একটা:
-আমি একটা কথা জানি
-কী কথা?
-ব্যাঙের মাথা
-কেমন ব্যাঙ?
-সরু ব্যাঙ
-কেমন সরু?
-মিহি সরু
-কেমন মিহি?
-তাঁতীর মিহি
-কেমন তাঁতী?
-বামুন তাঁতী
-কেমন বামুন?
-ভাট বামুন
-কেমন ভাট?
-আচ্ছা ভাট
-কেমন আচ্ছা ?
-বাঁদর আচ্ছা
-কেমন বাঁদর?
-বনের বাঁদর
-কেমন বন?
-সুন্দর বন
-কেমন সুন্দর?
-খোকার মতন
-এই খোকাটা কাদের?
-কপাল ভাল যাদের...

খেকশিয়াল এর ছবি

এইটার একটা ভার্সন আছে এইরকম
...
-কী কথা?
-ব্যাঙের মাথা
-কি ব্যাঙ
-সোনা ব্যাঙ
-কি সোনা
-গিনি সোনা
-কি গিনি
-মানুষ গিনি
-কি মানুষ
-বন মানুষ
-কি বন
-কচু বন
-কি কচু
-মানকচু
-কি মান
-রাধাকৃষ্ণের মান

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আরও একটা সংক্ষিপ্ত প্যারোডি ভার্শন:

- একটা কথা।
- কী কথা?
- ব্যাঙের মাথা।
- কী ব্যাঙ?
- কোলা ব্যাঙ।
- কী কোলা?
- কোকা-কোলা (অথবা পেপসি-কোলা)।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হু... গ্রাম বাংলার অনেক ছড়া আছে... দারুন মজার মজার ছড়া। সবচেয়ে ভালো লাগে সেগুলোতে ছন্দ বা অন্তমিল দিতে আজিব আজিব সব শব্দের ব্যবহার...
মাল টানার সময় এসব ছড়া বেশি ব্যবহার হয়...
আমি একবার যমুনার পাড়ে এক বড় নৌকা পানিতে নামানোর সময় একই পরিবারের তিন প্রজন্মের পুরুষদের যে ছড়া বলতে দেখেছি তাশকি খেয়েছিলাম... মারো ঠেলা হেইয়ো ছিলো ধূঁয়া... আর পরিবারের সবচেয়ে বয়স্ক লোকটা কাটছিলো ছড়া... সে যে কি ভয়ঙ্কর... পুরো ছড়াটা একটা রতিক্রিয়ার বর্ণনা।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

খেকশিয়াল এর ছবি

হাহাহা শুনায়েন একদিন

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

রানা মেহের এর ছবি

আরো কয়েকটা দিন না মনে থাকলে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

স্বপ্নাহত এর ছবি

এই ব্লগটা পড়ে মনে হল ছোটবেলায় ঠোটের আগায় থাকা ছড়াগুলোর কতগুলোই না ভুলে গেছি। মন খারাপ

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

মুশফিকা মুমু এর ছবি

মজার তো হাসি
এই ছড়া খেলার জন্য কি আগে থেকেই ছড়াগুলি জানতে হয় নাকি খেলার মাঝে ভেবে বানাতে হয়?
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

খেকশিয়াল এর ছবি

সাধারনত আগে থেকেই জানতে হয়, তবে প্রথম পর্যায়ে খেলতে খেলতেই হয়ত এগুলো তৈরী হয়েছিল ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

দুধর্ষ ! লেখার আইডিয়াটা চমৎকার। বিষয়বৈচিত্র্যেই মুগ্ধ হয়ে গেলাম।


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

আমি আসলে এইটাই চাইছিলাম যে সবাই তাদের ছড়াগুলো নিয়ে আসুক, আহারে সেই দিনগুলা ! সবাইকে অনেক ধন্যবাদ ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দ্রোহী এর ছবি

      হায়রে জীবন। কতকিছুই না ভুলে গেছি!!!!!!!!!


কি মাঝি? ডরাইলা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।