নগরভুদাই ( রাতবোকা ২ )

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: বুধ, ২৫/০৬/২০০৮ - ১:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

autoআন্ধারে চান উঠে রুটির লাহান
চমকাইতে থাকে !
চাইয়া থাকে ..
আমিও থাকি
বেক্কলের লাহান
ধরবার পারি না
খাইবার পারি না
আহারে ..
সুকান্তরে ধইরা পিডাইবার মন চায় !

রুটির চাইরদিকের মেঘগুলান যেন্‌ বাবরি চুল
আহারে ..
বুবা নজরুল
হেও চাইয়া থাকত
তাব্ধা খাইয়া
ফ্যালফ্যাল কইরা
হেও পারল না রুটি খাইবার
মাড়ি চিবাইল খালি

ডুবসে হালায় !
মসকরা করে !
সমস্যা কি তোর ?
উঠসই বা ক্যা ডুবসই বা ক্যা !
কিছু দেহি না
ডর লাগে
কে জানি রশি হাতে গাছ খুঁজে
হে হে .. গাছ নাইরে পাগল !
কাইটা বাড়ি বানাইসি দেহস না ?
কয়দিন সবুর কর
ট্রামলাইন বইব
হাটতে হাটতে আইস একদিন
ভুদাইয়ের লাহান


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

একবার মন্তব্য করলাম আইলো না। তাই আবার :
লেখাটা ভালো হইছে। মন খারাপ করা ভালো।

[img=auto]Free Smileys & Emoticons at Clipart of.com[/img]

------------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

খেকশিয়াল এর ছবি

হায় হায় কান্দে ক্যান ! না না আর এইসব ভুগিচুগি লিখুম না, আসমানী রুটির কসম !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

পরিবর্তনশীল এর ছবি

হাচা কথা কইছেন গো জনাব।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

খেকশিয়াল এর ছবি

হাচই ? দেঁতো হাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুলতানা পারভীন শিমুল এর ছবি

এটার ক্যাটাগরি দিব্যি কবিতা হতে পারতো।
ভালো লাগলো।
ছবিটাও চমৎকার !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

খেকশিয়াল এর ছবি

এডা যে কি হইসে আমিও জানি না
ছবিটা সেইরম না ? দেইখা আমিও টাস্কি দেঁতো হাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

রানা মেহের এর ছবি

আমার কাছেওতো কবিতাই মনে হলো।
অতি সুকবিতা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

স্পর্শ এর ছবি

ভাল্লাগসে!
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

জি.এম.তানিম এর ছবি

হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

খেকশিয়াল এর ছবি

রানা মেহের ভাই, আবজাব ভাই, তানিম ভাই ধন্যবাদ, নমস্কার ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

খেকশিয়াল এর ছবি

থ্যাঙ্কু ধুগো দাদো দেঁতো হাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মাহবুব লীলেন এর ছবি

হাত-মাথা-চান্দি সব কিছুর উপর দিয়া গেলো
বুঝলাম না আমি নগরবুদাই হইলাম না আমারে নগরবুদাই বানাইলো কেউ?

খেকশিয়াল এর ছবি

গুরু, নগরবুদাই হওয়া লাগে না ও, আমরা হগলেই অটো নগরবুদাই ও, নমস্কার দেঁতো হাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অবনীল এর ছবি

জটিল দোস্ত, জটিল দেঁতো হাসি , আর কি বলবো বুঝতে পারতেসি না।

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।