আমার হাতে প্রথম কম্পিউটার আসে অনেক পরে, ভার্সিটিতে পড়ার সময়ে। নিজের একটা কম্পিউটার । শুরু হয় সারাদিন কম্পিউটারে গুতাগুতি, ভার্সিটি দৌড়াদৌড়ি, ভার্সিটির ল্যাবে ইন্টারনেট এর আগাপাশতলা ব্যবচ্ছেদ । তখন বাইরের কিছু ফোরামে ঘুরতাম, কতগুলিতে সদস্যও ছিলাম । মধ্যে আমার অনেকগুলো সময় খেয়ে ফেলে ইন্টারনেট রিলে চ্যাট । ও থেকে যে বের হতে পেরেছিলাম, তাই অনেক ! গ্রাজুয়েশন করা হয়ে গেলে পড়ি আরেক ফ্যাসাদে । চাকরী না বাইরে মাস্টার্স এই দোনোমোনো খেলতে খেলতে পার করে দেই আরো দুটি বছর । তারপর একদিন চাকরী হয়। চাকরী জিনিসটা যে আক্ষরিক অর্থেই চাকুরী, বুঝে ফেলি কিছুদিন পরেই । হায় হায় এর জন্য নাকি এত কাহিনী ? হায় হায় ! এরকম এক হায় হায় দিনে একদিন কমরেড সবজান্তা মাধ্যমে ঘটে আমার সচয়লায়তন প্রবেশ ।
সত্যি কথা বলতে কি বাংলা ব্লগিং, ফোরাম এরকম আমি আগে কোথাও দেখিনি । সচলায়তনে সবার লেখা পড়তে গিয়ে এতই মজা পেতে শুরু করি যে এক সময়ে নেশা হয়ে যায় । নিজেও লিখতে থাকি টুকটাক । সচলায়তনেই যেন খুঁজতে থাকি আমার কলেজের টোটো দিনগুলির হাবিজাবি লেখার ডায়রীটা । পরিচয় ঘটে লীলেনদার গল্প, কবিতার সাথে, উনার কিছু কবিতা আর লেখার আমি এমনই ভক্ত হয়ে যাই যে নিজেই উনাকে আহ্লাদের দাদা বানিয়ে ফেলি । পরিচয় ঘটে হাসান মোরশেদ-এর গল্পের সাথে । লোকটার কিছু গল্প এতই অদ্ভুতরকম ভাল সেগুলি পড়ে আমি আর মন্তব্য করার প্রয়োজন বোধ করিনি । আরো পড়তে থাকি তীরুদার অসাধারন সব গল্প, হিমু ভাইয়ের সূক্ষ্ম রসে ভরপুর যত ঝাকানাকা, লৎফুল আরেফীন, নজমুল আলবাব নুরুজ্জামান মানিক ভাইদের যত লেখা, জলিল ভাইয়ের কবিতা, ফারুক ওয়াসিফ ভাইয়ের জীবন থেকে নেয়া যত গল্প, সবুজ বাঘের যত গুগলি, স্বপ্নাহত, আকতার আহমেদ, মৃদুলদা, সন্ন্যাসীদার মজার যত ছড়া, গল্প আর কত বলব ? .. শেষ হবে না ।
কদিন আগেই সচলায়তনের জন্মদিন গেল । যখন অতিথি পাখি হয়ে উড়তাম, পাসপোর্ট না পাওয়ার আক্ষেপ ছিল, কিন্তু সে আমার থাকত না বেশিক্ষন, ফিরে আসতাম একটু পরেই। লেখাগুলোর টানে, লেখার তাগিদে। তাই যেদিন সচল হলাম সেদিন যেমন আটখানা হলাম তেমনি একটু ভয়ও পেলাম । কারন একটা পরিবারের সদস্য হওয়াতে অনেক দায়িত্বের ব্যাপার থাকে । আমি জানি না আমি কেমন সচল তবে এটুকু বলতে পারি সচলায়তন আরো অনেক সামনে যাবে ।
সচলায়তনের জন্মোৎসবে সকল সচল, অতিথি, কারিগরদের প্রতি রইল আমার প্রাণঢালা শুভেচ্ছা আর আমার খুব প্রিয় pain of salvation-এর একটি গান ।
মন্তব্য
আপনার মাধ্যমেই কয়াইদান-এর মতো একটা অজানা বিষয়ের সাথে পরিচয় আমার... বোধহয় সব সচলেরই... আপনাকে খারাপ সচল বলা কি যায়?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ নজরুল ভাই
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
সচল দুই ধরনের।
১. এখন কোন একটা পোস্ট লিখছে।
২. এখনই কোন একটা পোস্ট লিখবে।
হাঁটুপানির জলদস্যু
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
- কোনো সচল কি মন্তব্য করে না?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কঠিন প্রশ্ন।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
লেখাটি পড়ে অনেক কিছু জানলাম। আপনার ভাবনা শেয়ার করার জন্য ধন্যবাদ।
স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ন দেখতে এবং দেখাতে চাই আজীবন।
----------------------------------------------------------
স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ন দেখতে এবং দেখাতে চাই আজীবন।
----------------------------------------------------------
মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আপনি শিয়াল জাতিও সচল ভাইয়া ঃ-}
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
হাহাহাহা
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
যাই করেন ভাই এই নামে উৎসাহ দিয়েননা, শিয়ালের মধ্যে একটা বুদ্ধিমান ভাব আছে....হালায় ব্রয়লার মুরগী অসহ্য... গত চার মাস আমার বাসায় ব্যান করছিলাম। এই মাস থেকে হার্ড চিকেন চলছে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
হার্ড ককের ছোট সংস্করণ।
হাঁটুপানির জলদস্যু
"হার্ড কক" মানে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এই জিনিসের ধড়টা একটু লম্বামতো হয়।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
- তাইলে লংনেক না হয়া হার্ডকক হৈলো ক্যান?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দায়িত্ব পালন করতে থাকুন তাহলে মন দিয়ে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ভয়ের কথাটাই দেখি উদ্ধৃতিতে নিয়ে আসছেন আবার
তবে চেষ্টা করে যাচ্ছি যতটুকু পারি আর কি
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
সচলকথন ভালো হয়েছে।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
আমি হিসেব টিসেব করতে পারি না ঠিকমতো
কিন্তু মনে হচেছ প্রথম জন্মদিন উপলক্ষে পোস্ট হয়ে গেছে প্রায় ১৫ বিশটা
আর যার যা যা কমেন্ট ছিল। যা যা কমেন্ট থাকতে পারে এবং ভবিষ্যতে যা যা কমেন্ট থাকবে সবাই তা কোথাও না কোথাও দিয়ে দিয়েছে
এখন চিন্তা করছি সামনের জন্মদিনে লেখার মতো বিষয় বাকি থাকলো কী?
নাকি সামনের জন্মদিনগুলোতে সবাই লেখা রিপোস্ট করবে?
০২
সচলায়তন এবং সচলায়তনের জন্মদিন সম্পর্কে আমার কমেন্টের স্টক শেষ তাই উপরের এই প্যাচাল ফাঁদলাম
মুরগি খোয়নোর ভয় থাকলেও কয়দান/কয়াইদান (দশবার লিখলেও ঠিক বানানটা লিখতে পারবো বলে মনে হয় না) আমদানির জন্য খেকশিয়ালের ধন্যবাদ পাওনা
গুরু প্রথম জন্মদিন বইলা কথা
কয়াইদান ঠিক আছে
আপ্নারেও ধন্যবাদ
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
লীলেন ভাই, ব্যাপারটাকে এইভাবে দেখেন, মানুষজন সাধারণত ছেলে মেয়ের প্রথম জন্মদিনটা ঘটা করেই করে। তারপর ঘটা করে করতেও পারে, নাও পারে। নিশ্চয়তা নাই সেটার।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
সচল হবার পর প্রথম প্রথম আমার লিখতে ডর লাগতো। কি থুয়ে কি লিখি। এখন সেইটা কেটে গেছে। অনেকের সাথেই হয়ে গেছে আপন সম্পর্ক।
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
সত্যি বলেছেন। সচলায়তন এক ভালবাসার বন্ধনে বেঁধে ফেলেছে। অন্যভাবে, নিজেই ঘাঁটি মেরে বসেছি, কাউকে বেঁধে রাখতে হয় নি ! একবার যে ঢুঁ মেরেছে, তার আর ছাড়াছাড়ি নাই।
সচলের জ্বালায় মাঝে মাঝে বাকি দুনিয়া অচল হয়ে যায়।
এক বছরের পোলা, তাতেই কত গিরিংগি বাঁধাইসে।
একেবারে পোলা তো নয় যেন আগুনেরই গোলা
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
আপনাকে ধন্যবাদ ও অনেক শুভেচ্ছা জানাই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
নতুন মন্তব্য করুন