গালিজীবন

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: মঙ্গল, ০৮/০৭/২০০৮ - ১২:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ওই শুয়োরের বাচ্চা শুয়োর
ঘোঁতঘোঁত করবি না একদম
এদিকে আয়
আয় দেখি তোকে আরো কাছে থেকে
দেখি কতটা কুৎসিত তুই
কতটা ময়লা তোর রোমে রোমে
আয় খুবলে দেখি মাথাটা
দেখি সেখানে কতটা অপমান আর কতটা বোধি
এগিয়ে আয় তুইও
হ্যা তুই'ই ... কুত্তার বাচ্চা !
শুঁকতে শুঁকতে তো ছিলে ফেলেছিস নাক !
লজ্জ্বা করে না ?
করবেই বা কেন ?
নামই যদি যায় মাপকাঠি দখলে
মুতে মুতে রাস্তা অধিকারে কার কি আসে যায়
এই ছেলে হাসছিস যে বড় ?
তোর মা ওই পাড়ার বেশ্যাটা না ?
এখনো টিকে আছিস তোরা ?
পড়াশুনা করিস ?
খেলাধূলা ?
নাকি গালি হয়েই আছিস এখনো
একদল ভদ্রলোকের

আয় তবু দেখি
আয় যত অচ্ছুতেরা
আয় হাসিমুখে তলানিটুকু চেটে
করি বসি তোদের শৈশব তর্জমা ।


মন্তব্য

খেকশিয়াল এর ছবি

ভয়ে ভয়ে ইয়ে, মানে...

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

রায়হান আবীর এর ছবি

খাসা!!

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

খেকশিয়াল এর ছবি

হাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

এইটা কেমন গালি জীবন হইলো চুদির্ভাই জাতীয় চমৎকার গালি গুলির দেখাই পেলাম না। খেলবো না।


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

খেলিস না, পড়াশুনা কর

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দৃশা এর ছবি

####################****************#########**************#############################################***********###############**********###################################################******#######
বাংলার বুকে যত কুৎসিত গালি আছে সব তোরে দিলাম হৃদয়ের অন্তঃস্থল থেইকা... তুমি হেফি দোস্ত?

দৃশা

খেকশিয়াল এর ছবি

আবার কয়, মোর দেন হেফি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

উদ্ধৃতি
আয় তবু দেখি
আয় যত অচ্ছুতেরা
আয় হাসিমুখে তলানিটুকু চেটে
করি বসি তোদের শৈশব তর্জমা

_____________________
কবির নাম-এর জাগায় শিয়াল একটা। কবি কই?
চমৎকার লাগলো। এমন কবিতা আর কেউ লিখেছে?
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

খেকশিয়াল এর ছবি

ভাই শিয়াল পাতিয়ালেরাই এইসব আব্‌জাব্‌ লেখে ইয়ে, মানে...

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

খেকশিয়াল এর ছবি

নাহ কিছু হয় নাই মনে কয় !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কীর্তিনাশা এর ছবি

ওরে আল্লাহ্ গালি দিয়া পুরা শোয়াইলাইছে! তয় কবিতাই হইছে মনে হয়।
---------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নিরিবিলি এর ছবি

এত্ত গালি এক জায়গায়!

ধুসর গোধূলি এর ছবি

- কোবতেটা হালার্পুত টাইপের মিষ্টি হৈছে।
মাগার এইটাতে রেটিং এক দেইখা সিরিয়াস মজা পাইছি। যে-ই দিছে পুরা মজা কইরা দিছে। গড়াগড়ি দিয়া হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অবনীল এর ছবি

খেকশিয়াল পুরা কোবাইসে, তবে আমিও চ-বর্গীয় গালিগুলো না পাইয়া বড়ই নাখোশ ইয়ে, মানে...

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।