১.
তারপর পার্সিউস তো মেডুসার মাথা কাইটা লইয়া আইলো । আইনা দিল দ্রৌপদীরে, কইল "দিদি ভাল কইরা মুড়িঘন্ট রানতো দেখি" । এইদিকে দ্রৌপদীর ঘরে তখন যুধিষ্ঠির । পার্সিউসরে দেইখাই হে খ্যাকখ্যাক কইরা উঠল, কইল 'হারামজাদা ! আজকে কি বার ? ভুইলা খাইসস ? যা বনবাসে যা' । বাইরে কুটকুট কইরা হাসতাছিল অর্জুন , কয় 'দাদো, হেইতে বনবাসে যাইব কিয়ের লাই ? হেইতে তো আর আঙ্গো ভাই ন' ।
২. ইন্দ্র কইল 'ভাই জিউস, তোর লগে আমার এত মিল ক্যা ? তুইও লুইচ্চা আমিও লুইচ্চা, তুইও বস, আমিও বস, তুইও বাজ মারস আমিও মারি, আয় একটা কারিকর বিড়ি আঙ্গাই' । জিউস কারিকর বিড়ি আঙ্গাইয়া কয় 'দাদা, আর যাই কস, তুই আমার থিকাও বস, আমি কোনদিন টীচারের বউ আঙ্গাইতে পারলাম না'
৩. মার্কেন্ডয় মুনি দেখলো চারিদিকে হাউকাউ লাইগা গেসে ! পানি উঠসে হিমালয়ের চূড়ায় ! বরফে লাগসে আগুন ! করব কি, করব কি .. দিল এক লাফ ! এক্কেরে এক লাফে এটলাসে আইসা হোচড়পাচড় কইরা এটলাসের কান্ধে উইঠা পড়ল । এটলাস কয় 'করস কি করস কি !' মার্কু কয় 'আরে রাখ ব্যাটা ! দেখসস কি হইতাসে? মাথার উপর আসমান ধরলেই হইব ? আমারে একটু ধর, একটু দেখি, হালারে বিছড়াইয়া পাইতাসি না' এটলাস কয় 'কারে বিছড়াস ?'
'ইস্রাফিলরে, শিঙ্গা ফু দিয়া যে কই গেল .. '
মার্কু দাড়ি চুলকায়, চুলকাইতেই থাকে ...
মন্তব্য
হা হা হা ...... পইড়া হাসতেই আছি , হাসতেই আছি !
সবকয়টাই চরম মজার হইছে, স্পেশালি মাঝেরটা।
চলুক !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
হেহেহে
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
দারুন মজার হইছে। পুরা হুক্কা হুক্কা হুয়া হুয়া!!!
চলুক দৌড়াইয়া চলুক।
-----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
এই রে, ভজঘট লেগে গেছে রে।
হিহি, দুনিয়া জুড়ে লীলাখেলা!
আহ ঈশ্বর, আমাদের ক্ষোভ কি তোমাকে স্পর্শ করে?
আবার লিখবো হয়তো কোন দিন
মজাক
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
আপনিও পৌরানিকে আসলেন তাহলে
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
দাদা পুরান থিকা আমি যাই নাইতো কোনদিন, পুরান আমারে সবসময় টানে, এ এক অদ্ভুত মজার জগত
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
দ্রৌপদী জানি কার বইন? তার ভাইয়েগ নাম জানলেও চলবো!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
ধৃষ্টদ্যুম্নের বোন।
হাঁটুপানির জলদস্যু
হা হা সেইরকম মজা পাইলাম। বিশেষ করে দুই নম্বর টা।
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
- হবে পন্ডিত, আপনাকে দিয়েই হবে। পুরানের ক্যারেক্টারগুলোকে ধরে ধরে ইয়ে মেয়ে উপভোগ্য করা আপনাকে দিয়েই হবে।
কারিকর বিড়ি আঙানোর জায়গায় এসে হাসতেই আছি হাসতেই আছি।
টিচারের বউরে আঙ্গাইতে না পারার আক্ষেপে এসে হাসতে হাসতে কাইত হয়া গেসি।
এটলাসের লগে মার্কুর দেখা হওনের সুমায় হাসতে হাসতে পইড়াই গেলাম।
ভাগ্যিস আফ্রোদিতি আইসা ধর্ছিলো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
দাদা ,
দারুন মজা পেলাম ..
Website বলেন তো যেখানে original পুরান পড়া যায় ....
ওয়েবসাইট অমনে তো জানি না, তবে গুগলিং করেন, গুগলের উপর জিনিস নাই । greek mythology, ramayana, mohabharat লিখা সার্চ দিতে থাকেন ।
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
হগলরে নমস্কার
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
জটিলস্য জটিল!!
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
ধন্যবাদ শ্যাজাদি
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আমার বাচ্চাদের স্কুলে ফ্রিহ্যান্ড রাইটিং এর জন্য "ফ্র্যাকচারড ফেয়ারী টেইল" বলে একটি জিনিস লিখতে হোত। নিয়মটা ছিল যে বিভিন্ন রূপকথার চরিত্রগুলোকে একগল্পের মধ্যে ঢোকাতে হবে। যেমন স্নো হোয়াইটকে তাড়া করেছে লিটল রেড রাইডিং হুডের নেকড়ে। তবে এই জাতীয় সৃষ্টিশীলতায় ঢাকার সিনেমওয়ালারা পথ দেখিয়েছে অনেক আগেই। একবার একটা ছবি হয়েছিল "আলাউদ্দীন, আলীবাবা, সিন্দাবাদ" নামে যেখানে আলীবাবার ছেলে ছিল আলাউদ্দীন, আর তার ছেলে ছিল সিন্দাবাদ। গরুকে নদীর কাছে নেওয়াতে ঢাকার সিনেমওয়ালাদের জুড়ি নেই।
আপনার লেখাটি পড়ে খুবই আনন্দ পেয়েছি বলেই কথাগুলো লিখলাম।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
জেনে আমারো ভাল লাগল,
আলাউদ্দীন, আলীবাবা, সিন্দাবাদ এই ছবিটা কোন সালের ? দেখতে ইচ্ছা করছে হাহা
ধন্যবাদ আপনাকে
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
চলচ্চিত্রটার নাম ছিল 'আলাদীন, আলীবাবা, সিন্দাবাদ'। ১৯৮১ সালে মুক্তি পেয়েছিল। ছবিতে আলাদীনের (অভিনয়ে জাভেদ) দুই পুত্র আলীবাবা আর সিন্দাবাদ। তারা আবার ছোট বেলায় হারিয়ে গিয়েছিল। মুভিটাতে সিন্দাবাদের সমূদ্রযাত্রায় মোহাম্মদ খুরশীদ আলমের কণ্ঠে একটা গান ছিল -
নীল নীল আসমান, নীল সাগরে
ঢেউয়ে ঢেউয়ে বাঁধা এ'জীবন রে
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
দারুন...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
খেকশিয়াল ভাই সরি, ৩-৪ বার পড়েও কিছুইতো বুঝলাম না
সবার এত হাসাহাসি দেখে আমারোতো হাসতে ইচ্ছা করতেসে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
নজরুল ভাই নমস্কার
মুমু'জী, সবগুলিই পৌরাণিক কাহিনী থেকে নেয়া তো, পড়ে ফেলেন মূল কাহিনীগুলো ।
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
মারাত্মক!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
এই লেখা অবশ্যই কন্টিনিউ করতে হবে।।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
পলাশদার সাথে আমিও একমত। শুধু ভাতের থেইকা খিচুড়ি খাইতে বেশী মজা , হাহাহাহাহা।
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
এইটা আগে পড়ি নি, হাসতে হাসতে অস্থির হলাম। আরে একটা লম্বা সিরিজ লিখে ফেলুন!
আরে এইটা তো আমিও আগে পড়ি নি । চ্রম মজারু ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নতুন মন্তব্য করুন