লাফ

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: সোম, ২১/০৭/২০০৮ - ৪:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

সন্ধ্যা হয়ে গেছে
অন্ধ আলোয় সে উঠে এবার
ব্রিজের কিনারায়
আর নিচে জমে একে একে
পায়েহাটা যত নাগরিক লাশ
হাত মেলে সে পাখির মত
বুক ভরে নেয় বাতাস
এগোয় না সে একচুল
হাসি হাসি মুখে তাকিয়ে থাকে
আর আমি বিরক্ত হই
এগিয়ে যাই গুটিগুটি, লুকিয়ে

বিরক্ত সংক্রামিত হয়
লাশে লাশে
দাঁত খিঁচোয় কিছু
হাত মুঠ করে একদল
বলে,
'লাফ দাও ...'
'আমরা পারিনি'
'লাফ দাও ...'
'আমরা পারিনি কোনদিন'
'লাফ দাও আলোতে, আমাদের হয়ে,
লাফাও !'
আমি এগিয়ে যাই
আরো কাছে

অবাক হয় সে,
কপালে ঘাম নিয়ে বলে,
'আরে !
আমি তো শুধু দেখতে এসেছিলাম উঁচু থেকে
লাফাব কেন ?'
আমি তার পিছনে তখন
ঠেলে দেই মহা আনন্দে
হাত পা ছুড়ে পড়ে সে নির্বোধ
পড়তে থাকে
নিচে মরা চোখগুলো হেসেকেঁদে চকচক
বলে,
'তুমি জানলে না কি মহান ছিল সেই লাফ
জানবে
যখন নিযুত সূর্যেরা গ্রাস করবে
অন্ধ তোমায় ...
লাফ দাও হে অনন্ত
লাফ দাও আমাদের নিয়ে'

রামস্টাইনের 'spring' গানটির ভাব অবলম্বনে


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

ভালো লাগলো।

------------------------
সচল আছি, থাকবো সচল!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ফারুক ওয়াসিফ এর ছবি

হুমম. বেশ ভালো। ভাবাল।

......................................................................................
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

জিফরান খালেদ এর ছবি

আমার খুব প্রিয় ব্যান্ড আর প্রিয় একটা গান।

খেকশিয়াল এর ছবি

কীর্তিনাশা, ফারুক ভাই নমস্কার
জিফরান খালেদ বলেন কি ! রামস্টাইন ভক্ত ? জটিল !!
গানটা বেশি জোস একটা গান

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ওডিন এর ছবি

ভালো ভালো লেখাগুলোর কাছে বারবার ফিরে আসতে হয়! হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।