লালন করতাসিলাম হাজার-বছর-ধারি এক কামুড়
যে কামুড়ে খানখান হইত আসমান
মিষ্টি মিস্রির লাহান
দাঁতে লাইগা ফুটা হইত, পানি পড়ত কলকল কইরা
কামুড়ের ওজনে কুড়মুড় কইরা উইঠা আইত জমিন
দইলা মইত্থা একাকার হইত যত দেশ মহাদেশ
সাগর মহাসাগরের পানিতে মিশ্যা বানাইত প্যাঁচপেইচা কাদার দলা,
আমার টকটকা লাল মুখের ভিতর
উল্টাইত পাল্টাইত পিথিবী যেন্ এক লকমা ভাত
একটাই কামুড় দিতাম
এমুনি আমার খিদা
হাজার বছরের খিদা
মন্তব্য
মেরুদণ্ডহীন কেঁচোর শরীরের পুরোটাই পেট
তাই মাটি ছাড়া কিছুই খেতে পারে না কেঁচো
আর দাঁতহীন জীবন্ত কেঁচো দল বাঁধা পিপড়ার খাবার...
আমার কিন্তু দাঁত আছে !!
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
উঁহু, এভাবে হবে না। যত্ন করে কামড়াতে শিখতে হবে। হিমুর সাথে যোগাযোগ করুন।
কী ব্লগার? ডরাইলা?
@দ্রোহী ভাই - হ ঠিক কামড়ও একটা আর্ট। অনেক চেষ্টা চরিত্র কইরা কামড়ানি শিখতে হবে। আন্ধাগোন্ধা যা পামু তাই কামড়াইয়া গেলে হইবো না।
------------------------------
সচল আছি, থাকবো সচল!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
@দ্রোহী ভাই - হ ঠিক কামড়ও একটা আর্ট। অনেক চেষ্টা চরিত্র কইরা কামড়ানি শিখতে হবে। আন্ধাগোন্ধা যা পামু তাই কামড়াইয়া গেলে হইবো না।
------------------------------
সচল আছি, থাকবো সচল!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কামসূত্রে কামড় শিল্পের বিস্তারিত বর্ণনা আছে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমার পাইসে পেটের ক্ষুধা, আর আপ্নেরা আসেন শিল্প মনোদৈহিক ক্ষুধা নিয়া , হুরো !!
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
জটিল খিদা দেখি। পইড়া আমারো খিদা লাইগা গেল
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
নতুন মন্তব্য করুন