একদিন আমি

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: বিষ্যুদ, ৩১/০৭/২০০৮ - ৩:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

লোকটা বড়ই খিটখিটে, স্কচটেপ দেয়া দুটাকা বাড়িয়ে ধরতেই খ্যাকখ্যাক করে উঠল, "এইটা চলব না বদালাইয়া দ্যান !"
"আরে ভাই এখন তো সব দুই টাকা মানেই স্কচটেপ, সবাই তো নেয়, কেউ তো কিছু জিগায়ো না .., তোমরাই তো দাও এইগুলা, আবার নিবা না কেন .." বললাম আমি ।
"হ হ .. আমরাই তো দেই ! আপনেরা নেন ক্যান ?" গজগজ করতে করতে টাকাটা নেয় সে । দোকানের ভিতর থেকে খুঁজতে থাকে ব্লেডের বাক্স । "নাহ ! সুপার ম্যাক্স নাই ..বলাকা আছে দিমু ?"
"তখন কইলেন যে আছে ?"
" না ভাই নাই .. বলাকা নিবেন ? " বিরক্ত গলায় বলে সে ।
" বলাকা বলাকা করতাছেন ক্যান ? আমি কি আপনার কাছে বলাকা চাইছি ?", আমিও বিরক্ত ।
"আরে কি মুস্কিল, আমার কাছে তো সুপার ম্যাক্স নাই, না থাকলে কি এখন বানামু নাকি আমি ?"
"আপনে এত মেজাজ দেখাইতাসেন কিসের জন্য ? সমস্যাটা কি আপনের ? আপনের থিকা কি মাগনা সদাই করত আসছিলাম নাকি ? "
"হই মিয়া আমি মেজাজ দেখাইলাম কই ? সাত সকালে ক্যাচক্যাচ করতাসেন !! যান, সুপার ম্যাক্স নাই আমার কাছে, পাশের দোকানে দেখেন !"
"পাশের দোকান কিছু খুলে নাই, এত ভোরে আপনেরটাই খুলে, এর জন্যই তো আসছি।" একটু থেমে বলি, "বলাকা কি ভাল ?"
"বেচা বিক্রী তো খারাপ দেখি না, ভালাই হইব" এবার সে অনেক নরম ।
"কই দেন তো দেখি, কত একটা ?"
"এডি একটাকা"
বলাকা ব্লেডের মোড়কটা খুলে ফেলি আমি । আঙ্গুল দিয়ে ধরে দেখি, ধারটা কেমন যেন ভোঁতা ভোঁতা মনে হয় । রাস্তায় এদিকটায় এখনো কেউ নেই । কয়টা বাজে ? ছয়টা হবে মনে হয় ।
"আরেকটা ব্লেড আছে শার্প, এইটার থিকা ভাল হইতে পারে" বলে উঠে সে আবার, আমার মুখ কুঁচকানো দেখে হয়ত ।
"তার আর দরকার হবে না" বলি আমি আর ঝুঁকে পড়ি তার উপর । বাম হাতে চেপে ধরি মুখ খপ করে, আর ডান হাতে ডাবিয়ে দেই ব্লেডটা তার গলার একপাশে, খুব গাঢ় করে আঁকি একটা সরলরেখা ওপাশ পর্যন্ত .. দাঁপড়াতে থাকে সে .. ঘরঘরে শব্দ করে । .. দেশী ব্লেডগুলো দেখি খারাপ না ...।

.............................................................................
আগেরগুলি :
এবং আমি
আমি ( ক্রমশঃ )


মন্তব্য

স্বপ্নাহত এর ছবি

ডরাইসি!!

এন্ডিংটা যে এমন হবে জীবনেও ভাবিনাই। সত্যি, বিদ্যা ,কসম !!

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

খেকশিয়াল এর ছবি

খেক খেক খেক ...

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

guest_writer এর ছবি

যদিও ছোটগল্প হিসেবে একটু বেশি ছোট......তবু ছোটগল্প হিসেবেই লেখাটা অসাধারণ!!! কারণ সার্থক ছোটগল্পের সমাপ্তিটাই সবকিছু।

- টিকটিকির ল্যাজ

খেকশিয়াল এর ছবি

অনেক ধন্যবাদ টিকটিকির ল্যাজ

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মুশফিকা মুমু এর ছবি

হায় হায় এইটা কি লিখলেন অ্যাঁ আমিতো শেষে থ হয়ে গেলাম
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সবজান্তা এর ছবি

এইটার নাম মুমুয়িত থ খাইছে


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

আপনি দূরে থাকেন ইয়ে, মানে..., বলা যায় না আপনি আবার কোন সিক্রেট এজেন্সীর লোক খাইছে

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কীর্তিনাশা এর ছবি

খাইছে আমারে!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

খেকশিয়াল এর ছবি

ওরে আল্লারে !!

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

ওস্তাদ জিলেটের ধার চেক করসেন ?


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

অনেকদিন করি না, নিয়া আয় তো একটা ... শয়তানী হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুলতানা পারভীন শিমুল এর ছবি

সর্বনাশ !
শেষটা একেবারেই আচমকা।
আমিও তো তব্দা খাইয়া গেছি !!

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

খেকশিয়াল এর ছবি

আপনার এই তব্দা খাওয়াতেই আনন্দ-ও-ও (আমার)

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

রাফি এর ছবি

কঠিন .....
গল্প হইব এই রহম...
এই কারনেই এডগার এলেন পো আমার প্রিয় গল্পকার.......

(ইদানীং ... বেশি পড়তেছে, আমার ঘটনা কী?...)
---------------------------------------
অর্থ নয়, কীর্তি নয় ,স্বচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

খেকশিয়াল এর ছবি

গুরুর নাম নিলেন, আপনারে নমস্কার

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আলমগীর এর ছবি

আল্লাইএ বাঁচাইছে ক্যাটাগরি ট্যাগে গল্প। দিনপঞ্জী হলে গেছিলাম আমি।

খেকশিয়াল এর ছবি

হিহি .. আগেরগুলি পড়সেন ? দিনপঞ্জী যে না .. তা কেমনে কই .. শয়তানী হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দেবোত্তম দাশ এর ছবি

ডাক্তার ডাকা দরকার, " দুইজন রুগী কি না ? "
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

খেকশিয়াল এর ছবি

হাহাহাহাহা, দাদা, ডাক্তারও কিন্তু এক পর্বে খালাস ...

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

রণদীপম বসু এর ছবি

আরে সর্বোনাশ ! খেকশিয়ালে কি এমুন কামড় দিতে পারে ? করছেন কি ? দুর্দান্ত ! স্যালুট জানাচ্ছি।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

খেকশিয়াল এর ছবি

হাহা নমস্কার, ধন্যবাদ

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

স্নিগ্ধা এর ছবি

ভালো লাগলো খুব!

খেকশিয়াল এর ছবি

জেনে আমারো

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মনজুরাউল এর ছবি

ছেদন দন্ত দেখেই টের পাওয়া যায় কেনটা পাতি-কোনটা 'খেক'।
বলেছিলাম না, আপনি সমৃদ্ধ করতে পারেন !

সাধু সাধু !!

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ মনজুরাউল ভাই হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

রায়হান আবীর এর ছবি

খাইছে।
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

খেকশিয়াল এর ছবি

দেঁতো হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতন্দ্র প্রহরী এর ছবি

কাটাকাটি, মারামারি, খুনাখুনি, রক্তারক্তি ভাল্লাগে না মন খারাপ

খেকশিয়াল এর ছবি

কি করবেন .. এই নিয়েই তো জীবন মন খারাপ

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দ্রোহী এর ছবি

ব্লেডের কথা পড়েই মাথায় আসলো কাউকে গলায় পোঁচ দিয়ে মেরে ফেলার ব্যাপারটা। গল্পের শেষে এসে দেখি তাই।

ধুর মিয়া আপনে দেখি আমার মতই সিক!!!!!!!!!!!!!!!!!!!!!!


কী ব্লগার? ডরাইলা?

খেকশিয়াল এর ছবি

সিকে সিকে সিকতুতো ভাই ! শয়তানী হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মনজুরাউল এর ছবি

আপনি জাপানি সাহিত্য নিয়ে কাজ করছেন । তাই একটা জিজ্ঞাস্য-
রিউনোসুকে আকুতোগাওয়া'র কিছু আছে আপনার কাছে? আমার দৌড় ওই 'রাসোমন' অব্দি ।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

খেকশিয়াল এর ছবি

রিউনোসুকে আকুতোগাওয়ার রসোমন সহ অন্যান্য ছোট গল্পের একটি অনুবাদসংকলন পড়েছি, পেয়েছিলাম বইমেলাতেই, ওইটা পড়েছেন ? বইটা এখন হাতের কাছে নেই, পরে আপনাকে প্রকাশনীর নামটা বলব।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মনজুরাউল এর ছবি

না। সংকলনটা পাইনি ।
হ্যাঁ, প্রকাশকের নাম হলে ভাল হয়। ধন্যবাদ

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

ঝরাপাতা এর ছবি

বাহ। বেশ তো। একেবারে অকল্পনীয় সমাপ্তি।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অবনীল এর ছবি

দোস্ত তোর লেখাগূলো একটা একটা করে পইড়া যাইতাসি। একটা আরেক্টার থেকে ফাটানো! চরম হইসে ! হাহাহাহাহা, মাথাডা গরম খাইলে এইরকমি মনে হয়, হাহাহাহাহাহা

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।