বাম হাতে ডান কান টেনেদে
ডান হাতে টান বামকানে
নানচাকু'দে চুল ছেঁটে দে
জান কেড়ে নে নামগানে
ঘোল মেখে বস কোল পেতে তুই
খোল বাজিয়ে জানান দে
ঝোল ঢেলে খা দুধ-কলা-পুঁই
বোল দে সবাই আনন্দে
কামড়া যত আমড়া তেতুল
চামড়া খেঁজুর বিড়িং ঢোল
দামড়া ওরে আয় টেনে তুল
কামড়ে সবার গালের টোল
ডিগবাজী দে ছাদের উপর
শিক ভাজি খা জগ ভরে
টিপবি যে নাক কোলের গ্যাঁদার
ঠিক পাবি দুধ মগ ভরে
চিটচিটে তেল থুতনি ঠেসে
চাট চেটে খা দুপুর রাত
মিটমিটিয়ে আসলে হাসি
ঠকঠকাঠক ঠুকবি দাঁত
দিলাম সবক যেই কটা আজ
ভাঁজ করে ফেল্ মস্তকে
লাজ না করে দেখ্ না মেনে
কাজ না হলে পুস্তকে
ধরবে না আর পড়ার জুজু
লাগবে না আর ইসবগুল
ভাগবে না আর সুন্দরীরা
ভাঙ্গবে সবার মনের ভুল
মন্তব্য
শুরুটা সুকুমার রায়ের মত হয়ে শেষ আধুনিক কবি----খুবই মজার। সাথের ছবিটাও।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
ধন্যবাদ ক্যামেলিয়াদি
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
"কামড়া যত আমড়া তেতুল
চামড়া খেঁজুর বিড়িং ঢোল
দামড়া ওরে আয় টেনে তুল
কামড়ে সবার গালের টোল
ডিগবাজী দে ছাদের উপর
শিক ভাজি খা জগ ভরে"
(খাইছে)
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
ভাল লাগলো। ছবিটা বেশী সুন্দর।:)
পুরা হাই ভোল্টেজ !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ছড়া আমার বদহজম ভাই
হজমোলা-টক যতই দাও-
লেখার জন্য ফ্রীজ-পাড়া
ধন্যবাদটাই দিলাম,নাও ।।
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
দারুন ছড়া! আমিও প্রথম দিকে সুকুমারিয় স্বাদ পেলাম। ধন্যবাদ খেকশিয়াল ভাই। বেশি করে মুরগী খান আর বেশি করে লেখেন।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
সবাইকে ধন্যবাদ ।
কীর্তিনাশা ভাই, মুরগী খাইতে খাইতে পেটে চড়া পইড়া গেছে, এখন কাকড়া খামু ।
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ধন্যবাদ খেকশিয়াল। দারুণ মজা লাগলো! খেকশিয়াল শুধু মুরগি খেতেই জানে না, খাওয়াতেও জানে।
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
আরে অসাধারণ! অসাধারণ! অসাধারণ!
আপনার ভেতরে ছন্দের এক ঘুমায়িত জাদুকর আছে, যে এখন ধূমায়িত হয়ে উঠছে...
সত্যিই অসাধারণ! সুকুমারীয় বলে ক্লাসিফাইড করে ফেললে আপনার প্রতি অন্যায় করা হবে। সুকুমারীয় ছন্দ এবং ভাবধারা তো আছেই। কিন্তু আপনার ছন্দপ্রতিভা তো অনন্য! আমি মুগ্ধ রীতিমতো!
আপনাকে আমি তিনবার ৫ দিলাম। একবার বাস্তবে আর বাকি দুইবার মনে মনে...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
নমস্কার মৃদুলদা, নমস্কার
অনেক ধন্যবাদ :)
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
"মোটকু পেটুক বৈদ্যনাথ
ঘি দিয়ে খায় পান্তাভাত
ভুড়িতে সে বাজিয়ে ঢোল
চেচায় সারা দিন রাত"
:D
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
দারুণ লাগল।
অন্য প্রসঙ্গ:
হিতোপদেশ নাম শুনেই মনে হলো-
হিতোপদেশ? কার উপদেশ?
হিতাহিতের জ্ঞান দেয় কে?
-হীরক রাজার দেশে
হাহাহা ফাটফাটি কথাটা মনে করায়া দিলেন , ধন্যবাদ
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ম্যালাদিন পর আপনার ছড়া পড়লাম । এতো চমতকার লিখেন আপনি.. কিন্তু নিয়মিত লিখেননা ..এটাই অফসোস !
নমস্কার আকতার ভাই, এখন থেকে আবার লিখব ভাবছি
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
দারুন! আপনি তো ভাই এক বহুমুখী প্রতিভা! :-D
আইক ! কয় কি !
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
প্রকাশের সাথে সাথেই পড়েছি
তারপর আরো কয়েকবার
আরো কয়েকবার
কিন্তু কি মন্তব্য করব ভেবে পাচ্ছি না @ কৌশিক
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আরেক যারা
তারাই প্রচন্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে ( মুজিব মেহদী )
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
জটিল... চলুক...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নমস্কার মানিকদা
নজরুল ভাই আছেন কেমন, দেখাই যায় না ইদানিং, খবর কি ?
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
হায়, হায়! ক্যামনে মিস হইয়া গেসিল!
দুর্দান্ত!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
নমস্কার সন্ন্যাসীদা
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
নতুন মন্তব্য করুন