বৃষ্টি দুপুর চুপ দেখে চারপাশ
ঠায় যেন বক ধ্যানী একচোখ ঋষি
জলজ গুগলি ছানে ঝড়ো সাঁঝহাস
হাসে দুধস্বাদ স্বপ্নেতে মিলমিশি
অন্ধ আলো লাল থেকে অবলাল
দূর দূরবীনে কাঁচ ঘোলা ঘষাকার
যাযাবর বাণ খুঁজে ফেরে চিরকাল
পায় না হদিশ বোবা কালা চিৎকার
রাতকালো ঢেউ কালো মেটে তল পার
উলট আছাড় গুড়গুড়ে মিহি বালি
দূর হতে নাও আসে ধেয়ে দুড়দাড়
পুবচেরা পিঠ লালরঙা এক ফালি ।
আলো ঝড়ো জল তাপ ধ্বনি রাশি প্রাণ
বৃষ্টি বাতাস ঢেউ ভাঙ্গা কাক স্নান
চোখ মেলা হাসি বোঁজা যত অভিমান
এইসব দিন রাত রূপকথা গান ।
মন্তব্য
সনেট মনে লয় !
কবিতাবালের (কবিতা বিষয়ে আবাল ) কথা ধইরেন না বস।
সাধু হইসে।
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
সনেট ফনেট বুঝি না। সেই কোঙ্কালে মাইকেল চাচ্চুর একখান সনেট পড়ছিলাম। অতিব মধুর হইছেরে দেড় ব্যাটারী।
দৃশা
আরে অত গুইনা আমি লেখতে পারি না, মনজুরাউল ভাই আমিও এক কবিতাবাল । ধন্যবাদ ।
দৃশা তুই না মাইকেলের লগে প্রেম করতি? এখন চাচ্চু বানায়া দিলি? বা-বা !
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
খেকশিয়াল ভাই এই ভাবে চালাইতে থাকলে আপনারে মুরগী দিতে দিতে আমার ভান্ডার ফকফকা হইয় যাইবো। যাউকগা, তারপরও লন এক হালি মুরগী লন। আর ঠাইসা খালি লিখতে থাকেন।
বি:দ্র: আপনে আড্ডায় আসেন নাই দেইখা কিন্তু মাইন্ড খাইসি।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
দাদা এইবার কিছু কাকড়া দেন, মুরগীতে অরুচি ধইরা গেছে
আরে আর কইয়েন না ! একটা আজগুবি দাওয়াত এ ফাইসা গেছিলাম ভাই ।
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আচ্ছা যান আপনার জন্য এক ডজন কাঁকড়া পাঠাইলাম, পুরা মেড ইন বঙ্গপসাগর। হইলো তো!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আইজকা লোকজন এতো খাই খাই কর্তাচে ক্যান। সর্ষে ইলিশ, গরুর গোস্ত, খিচুড়ি... এখন আবার মুর্গী, কাঁকড়া... এইসব কী হইতাছে চার্পাশে!
খেকশিয়ালের আজকে ক্ষুধা কি বেশী লাগছে? এমন ফাটাফাটি লেখা বাইর হতিছে যে...
হ আজব ব্যাপাররে ভাই, ক্ষুধা লাগসে হেভী, কিন্তু পৃথিবী পদ্যময় হইয়া গেছে !
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
পদ্যময়? কয় কি? তারমানে আসল ক্ষুধা এখোনো লাগে নাই। সামনে আইতাছে। তাড়াতাড়ি কিছু একটা করেন।
নতুন মন্তব্য করুন