কীর্তিনাশার ভুতের ছড়া দেখে লিখতে ইচ্ছা হল । ছড়াটা উৎসর্গ করলাম রোদেলা, শ্রুতি, মৃদুলতনয়া মৌনামী, ক্যামেলিয়াদির ছানাপোনাসহ সব সচল, অতিথি বাপ-মাদের পিচ্চিকাচ্চিদের ।
ভুতদুটো বেশ মৌজে ছিল
দাঁতগুলো সব কেলিয়ে
জুত করে বেল গাছের ডালে
চারখানি ঠ্যাং ঝুলিয়ে
করছিল বেশ গল্প ওরা
হঠাৎ চেঁচায় মামদোটা
" বাপরে মারে ! ঐটা কিরে
যাচ্ছে নিচে পেটমোটা !!
দুলকি চালে হাঁটছিলো ও
পেট এলিয়ে বেজায় খুশ
দেখিস নি তুই ? কানা নাকি ?
এরেই বুঝি কয় 'মানুষ' !"
বেম্মভুতে শুনছিল সব
বিরক্তিতে মুখ ঠেসে
ভয় দেখে পর মামদো ভুতের
খেঁকিয়ে উঠে বদমেশে
"দুত্তুরি ছাই 'মানুষ' কিরে ?
খায় নাকি সে দেয় মাথায় ?
শোয় নাকি দে পিঠের তলে
কিংবা পিষে কল যাতায় ?
রাত বিরেতে কিসব দেখিস
গিলিস জানি কি পাশ ছাই
শুন বলি ভাই মামদো ওরে
'মানুষ' বলে কিছুই নাই "
.................................
অপরাধ :
একটা উদ্ভট ব্যাপার বলি, যারা তারাপদ রায়ের ভুত ও মানুষ পড়েছেন আর আমার উপর রেগে যাচ্ছেন তারা দয়া করে ভুল বুঝবেন না । আমি কৌতুকটাই আগে শুনেছিলাম । কবিতাটা আমিও পড়েছিলাম বেশ আগে, কিভাবে জানি ভুলেও গেলাম । তাই আজকেই সবজান্তাকে জিজ্ঞাসা করলাম মনে আছে কিনা কবিতাটা কারন আমার মন খচখচ করছিল কবিতাটাও এই একইভাবে দুই ভুতের মানুষ নিয়ে গল্পগুজবের কাহিনী । সবজান্তারও মনে নেই ! ধরলাম বন্ধু অম্বরকে । হ্যাঁ ! যা ভেবেছিলাম তাই, ও বলল কবিতার কিছু লাইন আর আমার মনে পরে গেল ! তবে কবিতাটা একটু টাচি, ওইখানে এক ভুত মানুষ দেখে ঠিকই, কিন্তু অন্য ভুত নানা যুক্তি দিয়ে উড়িয়ে দেয় তার কথা, আবেগ, মন, হৃদয় এসব না দেখে কখনো যেন না বলে সে মানুষ দেখেছে ! হয়ত এখান থেকেই পরে কৌতুকটা এসেছিল । তাই ব্যাপারটা সবাইকে জানাবার প্রয়োজন মনে করলাম । কিন্তু এরকম একটা ভুল আমি কিভাবে করলাম? কিভাবে এতো দারুন একটা কবিতা ভুলে গেলাম ?
মন্তব্য
আরি সব্বোনাশ! দারুন জম্পেশ লিখেছেন খেকশিয়াল ভাই। পড়ে মুগ্ধ হয়ে গেলাম।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আমার শোনা মজার একটা কৌতুক, কৌতুকটা হয়ত পিচ্চিরা বুঝবে না, তবে ছড়া পড়ে মজা পেলেই হল
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
সর্বনাশ মানুষ বলে নাকি কিছুই নাই।
-- ভুত সমাজের পক্ষ থেকে আপনাকে সংবর্ধনা প্রদান করা হৈল--
হে ভুতবান্ধব ভবঘুরে, আপনাদিগের সংবর্ধনায় আমি আহলাদিত, পুলকিত আর যারপরনাই খুশি হইলাম
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আর ছবিটাও হইছে জবরজং!!
খুবই মজা পাইলাম!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
হা হা হা......
মূর্তালা রামাত
যাক, ভালোই একটা বেবিসিটার পাওয়া গেল... অনেকদিন থেকে খুঁজছি...
কিন্তু... খেঁকশেয়ালের কাছে মুরগি ভাগা দেয়া হয়ে যাবে না তো আবার?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
মৃদুল আহমেদ লিখেছেন:
কিন্তু... খেঁকশেয়ালের কাছে মুরগি ভাগা দেয়া হয়ে যাবে না তো
আবার?
খেঁকশেয়ালের চরিত্র নিয়া এহেন মানহানিকর প্রশ্ন তোলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি । শেয়াল নিয়ে মশকরা, দেশ ও জাতির লস করা !তাই প্রিয় ছড়াকার সুকুমার বড়ুয়ার একটি ছড়া উদ্ধৃত করে মৃদুল আহমেদের মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি -
শেয়াল নাকি লোভ করেনা পরের কোন জিনিসটার
কী পরিচয় দিল আহা কী সততা কী নিষ্ঠার
তাই সে হল বনের ভেতর এডুকেশন মিনিস্টার !
অতএব.. খেঁকশেয়াল জিন্দাবাদ.. শেয়াল নিয়ে নিন্দা বাদ !
হাহাহাহাহাহাহহাহাহাহাহাহাহা
ধন্যবাদ আকতার ভাই, এই শিয়ালের পাশে দাঁড়ানোর জন্য
, মন্তব্যে (বিপ্লব)
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আইক ! নানা আমি বেবিসিটিং পারুম না, তাইলে আমারে আমার সিটার বকব !
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
জব্বর হইছে। ঈমানে কইলাম।
হাচা কইতাছেন ? ঈমানে ? হাহা ধন্যবাদ
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
দারুন মজার! অসাধারণ খেকশিয়াল ভাই!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
থেঙ্কু থেঙ্কু
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
সেইরাম ! কৌতুকের কবিতার ভার্সন।
নামটা দেইখা তারাপদ রায়ের একটা কবিতার কথা মনে পড়লো, ভূত ও মানুষ। পড়সেন ওইটা ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
হ অনেক আগে পড়সিলাম, আরেক্ষান জিনিস এই তারাপদ গুরু
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
...
"শুন বলি ভাই মামদো ওরে
'মানুষ' বলে কিছুই নাই "
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
আমি এখনি কপি করে আমার পিসি-তে রাখছি। আমার পিচ্চিদের উৎসর্গ করে এই প্রথম ছড়াটা মিস হতে দেবনা। আর সম্ভব হলে মুখস্ত করিয়ে রেকর্ড করে পাঠাব।
ছড়াটা খুব খুব খুব ভাল
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
হাহাহা নমস্কার দিদি, অনেক ধন্যবাদ, মন্তব্যে মন ভরে গেল ।
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
---------------------------------------
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
চমত্ কার!
রাত বিরেতে কিসব দেখিস
গিলিস জানি কি পাশ ছাই
শুন বলি ভাই মামদো ওরে
'মানুষ' বলে কিছুই নাই "
হা হা হা
মজা পেলাম খুব।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
কেয়া বাত হ্যায় খেকশিয়ালজী
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
রাফি, জলিল ভাই, শিমুলজী, জিহাদ সবাইকে নমস্কার
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
জটিল হইসে!
ভয়ংকর ভালো!!
একটা উদ্ভট ব্যাপার বলি, যারা তারাপদ রায়ের ভুত ও মানুষ পড়েছেন আর আমার উপর রেগে যাচ্ছেন তারা দয়া করে ভুল বুঝবেন না । আমি কৌতুকটাই আগে শুনেছিলাম । কবিতাটা আমিও পড়েছিলাম বেশ আগে, কিভাবে জানি ভুলেও গেলাম । তাই আজকেই সবজান্তাকে জিজ্ঞাসা করলাম মনে আছে কিনা কবিতাটা কারন আমার মন খচখচ করছিল কবিতাটাও এই একইভাবে দুই ভুতের মানুষ নিয়ে গল্পগুজবের কাহিনী । সবজান্তারও মনে নেই ! ধরলাম বন্ধু অম্বরকে । হ্যাঁ ! যা ভেবেছিলাম তাই, ও বলল কবিতার কিছু লাইন আর আমার মনে পরে গেল ! তবে কবিতাটা একটু টাচি, ওইখানে এক ভুত মানুষ দেখে ঠিকই, কিন্তু অন্য ভুত নানা যুক্তি দিয়ে উড়িয়ে দেয় তার কথা, আবেগ, মন, হৃদয় এসব না দেখে কখনো যেন না বলে সে মানুষ দেখেছে ! হয়ত এখান থেকেই পরে কৌতুকটা এসেছিল । তাই ব্যাপারটা সবাইকে জানাবার প্রয়োজন মনে করলাম । কিন্তু এরকম একটা ভুল আমি কিভাবে করলাম? কিভাবে এতো দারুন একটা কবিতা ভুলে গেলাম ?
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আপনারা, মনে হচ্ছে, সচলায়তনকে ভূতায়তন বানিয়ে ছাড়বেন
মজাদার ছড়া।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নতুন মন্তব্য করুন