ঈশ্বর তুমি এক কাল্পিক গোল বৃত্ত
ছড়িয়ে থাকো অন্ধকারে
এক বিরাট লাল পরিখা নিয়ে
বের হতে দাও না কাউকে
যারা ঢুকে বিশ্বাস অগোচরে
আর নিজেও পার না কখনো ঢুকতে
ধ্রুব কল্পের আপেক্ষিকতা নেই বলে
ঈশ্বর তুমি এক নিঃশব্দ ঘুনপোকা
কুরে কুরে খাও যত পূজার বেদী
ভর কর প্রতিটি ক্ষুদ্রতায়
আর গলা টিপে মার যত শুভ স্বপ্ন
আতুড়েই নাশো সময়
থমকে থাকে সে শিশু পাথর চোখে
ঈশ্বর তুমি এক নৈর্ব্যাক্তিক টিক
উত্তরে থাকো তুমিই
কাঠপচা কিছু রীতি, ধিক !
ঈশ্বর তুমি কোটি মুন্ডুর নিউরনে গড়া এক অদ্ভুত হাহাকার
স্বমুন্ডুছেদনে মালা গড় বিশাল হে শয়তান মালাকার
মন্তব্য
কবিতা ফাটাফাটি হইছে, বক্তব্যের ব্যাপারে কিছু বললাম না।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
যত দোষ ঈশ্বরের!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
তোরে কে কইছে ইশ্বর কাল্পিক গোল বৃত্ত? স্কয়ারও তো হইতে পারে...পারে না?
দৃশা
কেম্নে কই? আপেক্ষিক কল্পনা তো
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
কিছুদিন ধরে আপনার সম্পূর্ণ এক নতুন অংশ উন্মোচিত হয়েছে। আর কারো কথা বলতে পারব না, আমার কিন্তু বেশ লাগছে
শেষ প্যারাটা ফাটাফাটি।
ভাল্লাগছে খুব।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
কীর্তিনাশা বলাইদা দৃশা প্রহরী জলিলদা সবাইকে নমস্কার
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ঈশ্বর কী ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
হ .. কি? খায় না মাথাত দেয় ?
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
লা জোয়াব !
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
মানিনা, ঈশ্বর অবশ্য অবশ্যই "ত্রিভুজাকৃতি"... যারা মানবে না, তারা কাট্টা নাস্তিক...
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
নতুন মন্তব্য করুন