ভালবাসা এক বুনো জন্তু

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: বুধ, ২০/০৮/২০০৮ - ১১:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই কবিতাটি সচলেই লিখেছিলাম, অতিথি হিসেবে । আবার দিতে ইচ্ছে হল, দিয়ে দিলাম । নিখাদ নির্ভেজাল ফাঁকিবাজি যারে বলে আরকি !

ভালবাসা এক বুনো জন্তু

ভালবাসা এক বুনো জন্তু
ছোঁকছোঁকে নাকে সে খুঁজে তোমায়,
আর স্যাঁতস্যাঁতে যত জীর্ন হৃদয়
তাতে বাসা খুঁড়ে পেতে থাকে ওৎ,
চুম্বন মোম-মায়া আতিথেয়তায় ।
হিংস্র ঠোটের পিশাচ-শোষণে
সৃষ্টি করে সে পাজুরে-ক্ষত খাল
বয়ে যায় কোমল নির্যাসে
প্রথমে সুখ হয়ে
পরে কষ্টের চির আশ্বাসে

ভালবাসা এক বুনো শ্বাপদ
আঁচড়ে কামড়ে আমায়
জড়িয়ে ধরে সহস্র শক্ত হাতে
টেনে হিঁচড়ে নিয়ে চলে সে উন্মাদ
তার ঘোর ঘুটঘুটে প্রেমময়-গুহাতে
গোগ্রাসে গিলে সে আমায়
আর উগড়েও দেয় কোন একদিনের
বিরক্তিকর বিবমিষাতে ।

ভালবাসা
তোর মায়া চোখে ডুবুরী যারা
ঠাঁই পায় না কখনো, তবু
মানাতে চায় তোকে পোষ
ধরা দেয় শেষে তোরই দাঁতে-নখে,
করে এক নির্মম আপোষ।

জার্মান ব্যান্ড রামস্টাইনের ' আমোর ' গানটির ভাব অবলম্বনে


Amour - Rammstein


মন্তব্য

সাগর এর ছবি

লেখাটি সুন্দর। তবে " তার ঘোর ঘুটঘুটে প্রেমময়- গুহাতে
গোগ্রাসে গিলে সে আমায়" গুহাতে - আশা করি যান্ত্রিক বিভ্রাট!

খেকশিয়াল এর ছবি

না ঠিকই আছে, এদুটো লাইন একসাথে

টেনে হিঁচড়ে নিয়ে চলে সে উন্মাদ
তার ঘোর ঘুটঘুটে প্রেমময়-গুহাতে

তারপর
গোগ্রাসে গিলে সে আমায়....
ধন্যবাদ

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনার লেখায় "ভালোবাসা" নতুনভাবে সংজ্ঞায়িত হলো! অন্যরকম ভালো লাগা অনুভূতি হলো।

খেকশিয়াল এর ছবি

ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগল
কিন্তু এই দর্শন পুরোপুরিই রামস্টাইনের, আমি বাংলা ভাষায় কীর্তন করলাম কেবল হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কীর্তিনাশা এর ছবি

এই সব ফাঁকি বাজি চলবো না কইয়া দিলাম। তয় যদি পুরান লেখার লগে একটা নতুন লেখা দেন তাইলে চলতে পারে। অতএব একখান নতুন লেখা দেন তাড়াতাড়ি।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

খেকশিয়াল এর ছবি

খেক খেক দিমু দিমু

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

স্বপ্নাহত এর ছবি

পুরানা ভাব ভালোবাসা দেখি নতুন কইরা গজায় উঠতেসে।

ভালো ভালো।

বাতাসে কিসের জানি গন্ধ পাইতেসি চিন্তিত

---------------------------

থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

খেকশিয়াল এর ছবি

জিহাদ পড়াশুনার চাপে তোমার মাথা কিঞ্চিত আউলাইয়া গেছে মনে হয়, তুমি দেখ সবজান্তা একটা পোস্ট করছিল কতিপয় গায়ক(?) নিয়া, ওইখানে একজনের গাওয়া "ভালবাসার গুষ্ঠি কিলাই" গানটা শুইনা মাথাডা ঠান্ডা কর ।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মুশফিকা মুমু এর ছবি

দারুন লাগল। কবিতা আমি বুঝিনা তাই কম পড়ি, আপনার এটা অসাধারণ লাগল, সিম্পলি অসাধারণ! চলুক
আচ্ছা আপনাকে কেমন জানি গথিক টাইপ লাগে, এত ভয়ের গল্প লিখেন আবার কিনাকি ভাষার এমন ডার্ক রক টাইপ গান শুনেন, আবার কি সব ছবি ডিসপ্লেতে দিয়ে রাখেন, কারন কি? চিন্তিত আপনাকে কেমন জানি আমার ভয় ভয় লাগে ইয়ে, মানে...
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

খেকশিয়াল এর ছবি

"ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না-
সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না
মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই,
তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যি নেই
মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না
জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুঁতোই না ? "
শয়তানী হাসি

ভাল লাগল জেনে আমারো ভাল লাগল

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

আপনাকে কেমন জানি আমার ভয় ভয় লাগে ইয়ে, মানে...


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

হো হো হো হাহাহাহাহা মাইর চিনস ? একটা মাইরও মাটিতে পড়ব না

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

মারবেন ? এই জন্যইতো আপনারে আমার ভয় লাগে মন খারাপ


অলমিতি বিস্তারেণ

শেখ জলিল এর ছবি

ভালো লাগলো ভালোবাসার সংজ্ঞা।
নতুন করে পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

খেকশিয়াল এর ছবি

নমস্কার জলিলদা

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

জি.এম.তানিম এর ছবি

জ্বালাময়ী ভালোবাসা।। শয়তানী হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

খেকশিয়াল এর ছবি

মু হা হা হা হা হা হা হা

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।