ঘোতনা

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: বিষ্যুদ, ২১/০৮/২০০৮ - ৪:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

কি করিলে কি কি হত কি হলে কি হত না
ভাবে বসে একা একা আমাদেরই ঘোতনা
কে বা কারা তরুনীরা দিয়েছিল ছ্যাঁকারে
দুঃখতে তাই তারি মুখ চির ব্যাকা রে
ন্যাকা সুরে তাই সে যে কেঁদে চলে সারা রাত
কু কু সুরে হিকি তুলে নাক টানে ফোঁতফাঁত
বাতচিত করে না সে চিত হয়ে শোয় না
একটাই পাঞ্জাবী পড়ে কভু ধোয় না
খায় না সে চটপটি নাকে নাকি ঠেকে ঝাঁঝ
যায় নাতো সিনেমা সে তার নাকি বড় কাজ !
আজ রাতে তাইতো সে মাঠে বসে আহারে
একমনে গান ভাজে কাহারবা কাহা রে
আজ বুঝি কষ্টটা হল বেশী পষ্ট
মাঠে বসে গাঁজা সেটে ঘোতু হল নষ্ট ।


মন্তব্য

আবু রেজা এর ছবি

ভালো হয়েছে। খুব ভালো।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

ভূঁতের বাচ্চা এর ছবি

ঘোতনার গল্প পড়তাম ছোটবেলায়, সেই চরিত্রটির কথা মনে করিয়ে দিলেন আপনি।
ছড়া পড়ে খুব ভাল লাগল। পুরাই গুল্লি এক্কেবারে।
ঘোতনা বেচারীর জন্য শুভকামনা জানাচ্ছি !

--------------------------------------------------------

অতন্দ্র প্রহরী এর ছবি

খেক খেক খেক দেঁতো হাসি
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

কীর্তিনাশা এর ছবি

হাসতে হাসতে পেট ফাইটা গেল রে!!
পাড়েনও ভাই আপনে।
ছবিটাও জোশ হইছে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সবজান্তা এর ছবি

সচলে দেখি আজকাল আত্মজীবনী দেওয়ার হিড়িক লাগলো। গতকাল আকতার ভাই, আজকে খেকশিয়াল ...

আপনার জন্য সমবেদনা।


অলমিতি বিস্তারেণ

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

হা হা হা

খেকশিয়াল এর ছবি

হগলরে ধন্যবাদ

কমরেড সবজান্তা, আত্মজীবনী তাই না ??? খাড়া , তোরে নিয়া একটা লিখতে হইবো !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

জি.এম.তানিম এর ছবি

সমবেদনা...মানে সমান সমান বেদনা! মন খারাপ
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মুশফিকা মুমু এর ছবি

হাহাহাহা হো হো হো দারুন লিখেছেন!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।