I hung my head, I hung my head

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: মঙ্গল, ১৬/০৯/২০০৮ - ৪:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

একদিন এক খুনচাপা ভোরে উঠি
রাইফেল নিয়ে পাহাড়েতে গুটিশুটি
ধুলো করে এক ঘোড়াচড়া মাঠ কেটে
যায় দেখি নিচে, রুটিখানা মুখে সেঁটে
সই করে যেই হাতে নেই রাইফেল
পিছলে .. হঠাৎ .. গুড়ুম ! .. বেয়াক্কেল !
গুলি ছুটে চলে কোনাকুনি শীষ তুলে
ছুটে চলে ঘোড়া ধুলোয় আরোহী ফেলে !
ছুটে গেছিলাম আমিও সেদিন ভুলি
ফাঁস ভোরে তাই ফেরারী দড়িতে ঝুলি ..

প্রথম প্যারাটা রূপান্তর করলাম কেবল, বাকিটা গানেই শুনুন ..

I hung my head - Sting


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

গান টা কার ভাই ।
নিবিড়

পরিবর্তনশীল এর ছবি

নেটের যেই স্পীড। আর গান। মন খারাপ
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

চলুক
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

মুশফিকা মুমু এর ছবি

ইয়ে, মানে... অনেক পুরোনো গান মনে হয়, কার?
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

প্রকৃতিপ্রেমিক এর ছবি

I hung my head, I hung my head
Tra la la la
I hung my head, I hung my head
And that's a job well done!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।