লিলিথ

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: বুধ, ১৫/১০/২০০৮ - ১২:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অদ্ভুত একটা চাঁদ উঠছে, এক্কেরে চন্দ্রাহত হইয়া যাবার মত অবস্থা ! জ্বলতাছে ধকধক কইরা ! কেন জানি মনে পড়ল এই কবিতাটা, উগড়াইয়া দিলাম আরেকবার

লিলিথ
তুমি নগরে আসো প্রাগৈতিহাসিক এক বিষণ্ণতা নিয়ে
কোমল চাদরের ভাজে রপ্ত কর কালো ইন্দ্রজাল
প্রতিদিন, একইভাবে
চোখ রগড়ে আকাশ ঘুমিয়ে গেলে
নেমে আসো দেবী একবুক হাহাকার নিয়ে
তোমার ম্লান চোখে শহর সাজে
অশ্লীল তারাদের নগ্ন-নৈবেদ্যে
মেকি শীৎকারে
তৃপ্ত কর আপামর পামরে

তারপর সব চলে গেলে
আমি শুঁকে চলে আসি তৃণভোজী গবাদির মত
তোমার বুকভরা সোঁদা ঘাস খেতে
আমি জানি, তারা জীবিত এখনো
জানি, তাই
হাতড়ে বেড়াই কোটি বছরের সবুজ পাথর
এখনো গভীর বিস্ময়ে

লিলিথ, ঝরাও কি বৃষ্টি এখনো ?


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

লিলিথডা ক্যাডা। চিন্তিত
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

খেকশিয়াল এর ছবি

কেউ নারে ভাই (দীর্ঘশ্বাস) কেউ না ... মন খারাপ

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

জাহিদ হোসেন এর ছবি

ভাল লেগেছে কবিতাটি। তবে "স্বোদা" শব্দটি বোধহয় "সোঁদা" হবে।
আপনার "কেউ নারে ভাই (দীর্ঘশ্বাস) কেউ না ..." মন্তব্যটি দারুণ! চারদিক যেন কেঁপে উঠলো দীর্ঘশ্বাসে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

খেকশিয়াল এর ছবি

হ ঠিক কইরা দিলাম । ধন্যবাদ ।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ধুসর গোধূলি এর ছবি

- এদিকেও দেখলাম একখানা চাঁদ উঠেছে। বিশাল তার আকার। তবে প্রকৃতি প্রেমিকের ছবির মতো এতো শার্প না, অরূপের ছবির মতো একটু ভোঁতা। কোবতে তো পারি না তাই কোনো কোবতে চাগার দিয়া ওঠে নাই এখনো মনের পরে। তবে জেমসের একটা গান গুনগুনাইছি, "আমি আর একফালি নিষ্পাপ চাঁদ, সারারাত বসে বসে, হয়েছি উদাস!"
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দাদার রসিকতা মনে হয় কখনোই কমে না। হেঃ হেঃ হেঃ তা আমার একটা প্রশ্ন ছেল দাদা-- আপনি কি সারা দিনরাত সচলেই পড়ে থাকেন? আপনি মনে হয় সর্বাধিক কমেন্টকারী সচল।

সেই সাথে আপনার আর আপনার বন্ধু (মতান্তরে শত্রু) হিমুর কমেন্টে যাতে আমরা রেটিং করতে পারি সেজন্য কর্তৃপক্ষের কাছে বিশেষ মডিউল যোগ করার জোর আবেদন জানাই।

ধুসর গোধূলি এর ছবি

- দেঁতো হাসি

সর্বাধিক কমেন্টধারী নাকি আমি? চিন্তিত

নাগোনা, সারাবেলা আমি সচলে পড়ে থাকিনা, আমার নামটা পড়ে থাকে। হাসি

বিশাল প্রবলেমে আছি, সার্ভিস প্যাক তিন ডাউনলোড দিছি কালকে, ইনস্টল হয় না। আজকে সারাদিন পিসি চালু রেখে চলে গেছি, অটোমেটিক আপডেট যাতে হয়, কিন্তু ব্যাটা তো কিছুই বলে না আপডেট শেষ হলো কী হলো না!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

খেকশিয়াল এর ছবি

চাগার দিয়া উঠসে বলে গড়াগড়ি দিয়া হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তুলিরেখা এর ছবি

খেঁকশিয়াল,
ভারী সুন্দর লাগলো লিলিথ।
কোজাগরী পূর্ণিমার চাঁদ বড়ো মায়াবী।
আর দোলপূর্ণিমার চাঁদও এমনই মায়াবী।
কেউ কেউ বলেন শ্রাবণী পূর্ণিমার চাঁদও।
আমি নিজে অমাবস্যারাতের নক্ষত্রবিলাসী, চন্দ্ররসে বঞ্চিত।:-)

-----------------------------------------------
পৃথিবী চায় নি যারে, মানুষ করেছে যারে ভয়
অনেক গভীর রাতে তারায় তারায়
মুখ ঢাকে তবুও সে-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

খেকশিয়াল এর ছবি

আপনার কমেন্ট টা কিন্তু কবিতাই লাগল
ধন্যবাদ

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সচলায়তনে বেশ কিছুদিন ধরে প্রচলিত ফ্যাশন: ব্লগরব্লগর নাম দিয়ে কবিতা ছাপানো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

খেকশিয়াল এর ছবি

বস, কবিতা ট্যাগ দিতে ডর লাগে, ব্লগরব্লগর তাই অনেক সেইফ খাইছে

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তুলিরেখা [অতিথি] এর ছবি

এদিকে গোলরুটি না পেয়ে পেয়ে মনখারাপ যে সন্ন্যাসী, গোলরুটি দিবেন না?

স্নিগ্ধা এর ছবি

ভালো লাগলো কবিতাটা!

খেকশিয়াল এর ছবি

জেনে আমারো ভাল লাগল

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কীর্তিনাশা এর ছবি

এই কবিতা পইড়া আপনারে গুরু না মাইনা উপায় নাই।

গুরু গুরু

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

খেকশিয়াল এর ছবি

হায় হায় হায় কয় কি !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শিয়াল কবি তো দেখি উদাস হইছে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

খেকশিয়াল এর ছবি

দেঁতো হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতন্দ্র প্রহরী এর ছবি

বাহ।
_______________
বোকা মানুষ মন খারাপ

ভূঁতের বাচ্চা এর ছবি

শিয়াল দাদা মন খারাপ নাকি ?
ব্যাপার না ঠিক হইয়া যাইবো ...
নাইলে বইসা বইসা গেমস খেলেন কিছুক্ষণ
উত্তর দিবেন না তাও জিগাই- লিলিথ ক্যাডা ?

--------------------------------------------------------

খেকশিয়াল এর ছবি

কেউনা জ্যাডা দেঁতো হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মুজিব মেহদী এর ছবি

'আপামর পামর'-এর যুগ্ম মধ্যানুপ্রাস খুব মজা দিল। দারুণ প্রয়োগ। কিন্তু 'ম্লান চোখ' আপনি লিখতে পারেন না, ওটা জীবনবাবুর পেটেন্ট করা।

................................................................
তোমার হাতে রয়েছি যেটুকু আমি, আমার পকেটে আমি আছি যতটা, একদিন মনে হবে এটুকুই আমি, বাকি কিছু আমি নই আমার করুণ ছায়া

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

খেকশিয়াল এর ছবি

হাহাহা আর লিখুম না মুজিব ভাই, নমস্কার নিয়েন

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আকতার আহমেদ এর ছবি

কয়েকবার ঘুইরা গেছি চুপচাপ.. কি কমেন্ট করুম বুঝতে না পাইরা। কবিতা বুঝিনা.. তাই ডরে কিছু কইনা ।
তয় আপনার এই লেখা পড়তে কয়েকবার আসছি .. এটা জানায়া গেলাম !

খেকশিয়াল এর ছবি

আরে মিয়া আমিও কি বুঝি নাকি, যা মন চায় লেখি খালি
নমস্কার

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

জুলিয়ান সিদ্দিকী [অতিথি] এর ছবি

লিলি নামের মাইয়াটার কি কুনো খবর নাই?
তবে কবিতার আগাগোড়া সবটাই একটা দীর্ঘশ্বাস!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।