পিথিমী

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: মঙ্গল, ০৪/১১/২০০৮ - ১০:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

পিথিমীটা একটা ভ্রান্ত ধারনা মাত্র
এই ভ্রান্ত ধারনায় এলাইয়া দিয়া গাত্র
বসি..উঠি..শুই..খুড়ি, খুটি মিছা খুশকি
খাই.. দাই..গিলি..চিবাই ফাদার দুষ্টভস্কি
দিনে..রাতে বাড়ে..কমে ফাটকি ফাটকি ঋণ
ফাটকি ট্যাহায়..আপুষ করি (ইউ নো..ওয়াট আই মিন)
ব্রাদার..হোচিমিন... (দীর্ঘঃশ্বাস)
পিথিমীটাই..এট্টা বিরাট..ভ্রান্ত..সীন

উৎসর্গ: এট্টা ভার্চুয়াল সবুজ বাঘ


মন্তব্য

সবজান্তা এর ছবি

হা হা ! জোস জোস !!

দারুন মজা পাইছি, জাঝা


অলমিতি বিস্তারেণ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জাঝা
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কীর্তিনাশা এর ছবি

হায় পিথিমী!!

ছড়ায় জাঝা।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

খেকশিয়াল এর ছবি

নমস্কার দাদারা

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আলমগীর এর ছবি

ভোট দিলাম।

কল্পনা আক্তার এর ছবি

সাংঘাতিক হইছে‍!!!

তবে, আপনার কোন লেখায় আমি কমেন্টাইতে ডর পাই... শুধু মাত্র আপনার "সিগনেচার" এর লেখাটার জন্য...এইটা আমার চোখে পড়া মাত্রই কেন যেন, প্রিয় কোন মানুষ হারানো বা প্রিয় মানুষদের কাছ থেকে হারিয়ে যাওয়ার ভয় ঢুকে যায় আর বুকের ভেতর চিনচিনে একটা যন্ত্রনা শুরু হয়ে যায়।

কি ভয়ংকর লেখা "এই ঘুম চেয়েছিলে বুঝি?" ...........!!!!!

..................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

খেকশিয়াল এর ছবি

আসলেই ভয়ংকর, খুবই ভয়ংকর

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দুর্দান্ত এর ছবি

পঞ্চতারকায়েসু।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।