Love / Hate

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: শুক্র, ২৩/০১/২০০৯ - ৫:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

What is love without hate
What you hate, you my love
You gotta have to hate so much
So, that only you can love
What do you hear with those ears
That enchanting fall of yours?
Deeply it fall with joy, I heard
And so deep too make it soars.
And I know then you rise up
With those passions all you hold
Draw them near to your heart
And you look like you got cold
You do know and it’s true
Hate them and you love them too
Like you haunt me all these time,
Haunt ‘em ‘til they’re haunting you
You hate to loose them, see them gone
Long do with your first love song
I love to hate seeing its fate
Make you right and it all wrong

What is hate without love
What you love, my sweetheart
You gotta have to love me so much
So, that me you lone can hurt


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এইটা কি কোবতে? হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

খেকশিয়াল এর ছবি

হয়নি হয়নি ! ফেল!
আপনি যদি ধা করে লেখার সাথে সাথেই বলে দিতেন তাহলে কোবতে হলেও হতে পারত দেঁতো হাসি , এই দেরীতে এটা এখন কালিয়া-কোপ্তে হয়ে গেছে! ইয়ে, মানে...

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অস্বস্তিতে পড়ার কিছু নাই। চেষ্টার দাম লাখটাকা। তবে বাংলা ব্লগে আংরেজী কোবতে দেখে এই একটু কৌতুহল হয়েছিল আরকি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

খেকশিয়াল এর ছবি

ভাই মাথায় যা আইসে তাই লিক্সি হাহা

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ভাবতেসি, রুশ ভাষায় কিসু লেইখা ছাড়ুম কি না চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

খেকশিয়াল এর ছবি

ওই মিয়া মজা লয়েন কম ! তয় আপ্নে না লেখলে লেখব কে ? কিন্তু এইখানে দিলে তর্জমা কইরাই দিয়েন এট্টু দেঁতো হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

একটি পপি গাইড সুলভ অনুবাদ চেষ্টাঃ

ঘৃণাহীন ভালোবাসা বলে কিছু নেই - প্রিয়তমা
আজকের ঘৃণাকে ভালোবাসবে কাল,
তাই আজ তীব্র ঘৃণা ছুড়বে তুমি - আমার দিকে
শুধু ভালোবাসতে আগামীকাল,
নিজের কানকে প্রশ্ন করে দ্যাখো - কী শুনছো তুমি
কেবলই ভাঙণের ধ্বনি, কেবলই ক্ষয়,
আনন্দময় চুরমারে পতন এবং উত্থান - আমাদের
কাছে আসা আজ ক্ষণিকের নয়!

খেকশিয়াল এর ছবি

ওরে ! এইটা কোন কবিতার অনুবাদ !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কল্পনা আক্তার এর ছবি

অনুবাদটাই বেশী ভালো লাগলো!

..........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

সাফিনাজ আরজু এর ছবি

হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

ভূঁতের বাচ্চা এর ছবি

ভালই তো হৈছে।
তয় আমি মূর্খ মানুষ পুরাটা মনেহয় বুঝিনাই।
আংরেজীতে কিনা তাই !
তাও ভাল লাগল শিয়াল ভায়া।

------------------------------------

--------------------------------------------------------

খেকশিয়াল এর ছবি

আরে আমিই কি পুরা বুইঝা লেক্সি নাকি!
ভাল লাগসে জাইনা ভাল লাগলো।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

পরিবর্তনশীল এর ছবি

খাড়ান। বুঝার চেষ্টা করি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

খেকশিয়াল এর ছবি

হ কথা ঠিক, অম্নে ভাবি নাই, কিছ পরোয়া নেই, প্রথম পাতা থিকা সরায়া দেই।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।