শব্দহীন অন্ধকার আড্ডায় একদিন
একদিন এক শব্দহীন অন্ধকারে
এসেছিল অদ্ভুত এক বাতাস
অনেকটা দৃশ্যমান হয়ে
কেমন?
মনে হয়েছিল ওথেলোতে বলা সেই ডাইনীর বন
বেয়ে বেয়ে যেন উঠছিল কাধ বেয়ে
ধীরে ধীরে
তারপর কান কাছে ফিসফাস
আর কিছু নমঃ নমঃ মন্ত্র
মনে হচ্ছিল গীর্জার কনফেশন রুমে বসে শুনছি বৈদিক মন্ত্র!
-ফের?
-ফের তো কপালের রে
-বাদ দে...তো! কি বললে?
সব কি বুঝেছি নাকি?.. সব শেষে শুনলাম বললে...
‘ওরে হাড় হাভাতে!! এভাবে আর কদ্দিন!!’
মন্তব্য
...দিন এভাবে না গেলেও এভাবেই কবিতা হয়!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
শেষ ৫ লাইনে খেই হারালাম। দূর্বল পাঠকের অক্ষমতা---
অসম্ভব! শেষের দিকে আইসা আমার খালি লাস্টের লাইনটাই মনে পড়তাসিলো তাই এই অবস্থা। আপনের কোন দোষ নাই।
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
কবিতা লেইখা অনেকে নাম দেয় "ব্লগরব্লগর"। আপনে দিলেন "দিনপঞ্জি"! কী যে ফ্যাশান শুরু হইলো!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
হুরো আপ্নেগো লেইগা দেখি দিনপঞ্জিও লেখতে পারি না..
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
এইটা দিনপন্জি হইলে কবিতা কুনডা? (চিন্তিত)
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ভাল প্রশ্ন...
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
(চিন্তিত) বুঝি নাই, বুঝা (চিন্তিত)
-----------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
ভাল্লাগছে। শেষের অন্যরকমটাও আমার কাছে খারাপ লাগে নাই। :)
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
শেষ দু লাইনের ভাব সম্প্রসারন দাবী করছি।
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
নতুন মন্তব্য করুন