প্রলাপ

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: বিষ্যুদ, ১২/০৩/২০০৯ - ৩:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অদ্ভুত তার সমস্ত জাদু নিয়ে গড়ে তোলে স্বপ্ন। সাথে আসে দুরন্ত আনন্দ, পিঠে হাত রেখে আসে আশা। তবুও আয়না দিয়ে পিছনে উঁকি মারে কালো ভয়, কাঁদো কাঁদো মুখে কিছু পুরনো দুঃখ। স্বপ্ন রেশ কেটে চলে গেলে নামে হাসিমুখ চুপ বাস্তবতা। স্বপ্ন তবু উঁকি দেয়, উঁকি দেয় আশা, সাথে দুঃখ, হতাশারাও। সবাই অভিজ্ঞ এখানে। সবারই পাথেয় কিছু অতীত, কেউ সুন্দর, কেউ নয়। চিন্তা পিঠে আসে কিছু বরং। বরং-এরা বড়ই বিচিত্র। একা তারা অনেক ভীরু, বেশি হলে সাহস আসে বেশ। আবার জ্বালায়ও তারা, যতসব কিন্তু হয়ে। সিদ্ধান্ত বড়ই কঠোর, যেন এক ও অদ্বিতীয় ঈশ্বর। তবু হয় ভুল অথবা ঠিক। তবু অদ্ভুত থেমে থাকে না কখনো। স্বপ্ন দেখায় বারেবারে, ভয়ও। অতীতেরা অভিজ্ঞ করে বর্তমানেরে। কাজ আর কাজ, ছাঁকে তারা উপলব্ধি, সময়ের হেরেফেরে।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কীর্তিনাশা এর ছবি

চ্রম চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সাইফুল আকবর খান এর ছবি

ব্রাট! চলুক

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

মাল্যবান এর ছবি

গ্রেট

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মংখ্রাপ্নাকি?

পান্থ রহমান রেজা এর ছবি

কী হইছে?

সুলতানা পারভীন শিমুল এর ছবি

একে আমি কবিতা বলি।
মন খারাপ থাকলে মানুষ এমন করে লিখে।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সবজান্তা এর ছবি

কী হইলো কমরেড ? কৈলাস যাত্রার আগে এমন বৈরাগ্যের হেতু জান্তে মঞ্চায়।

অবশ্য আপনার মত 'আইলসার' হাত থেকে যদি এমন লেখা বের হয়ে আসে, তাহলে বলবো মন খ্রাপ করাও খ্রাপ না।


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

আরে কমরেড, কৈলাসযাত্রাহেতুইতোবৈরাগ্যহেতু

মন খারাপ না জনগণ, তয় কিছুইভালনালাগা রোগে আছি .. হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক

"কিছুইভালনালাগা" রোগ হইলে যদি এমন লেখা বের হয়, তাহলে মনে হয় রোগটা খুব একটা খারাপ না... চোখ টিপি

অবনীল এর ছবি

প্রলাপ বকে বকে তো পুরা লাইফটাই আনালাইসিস কইরা ফেল্লি। ভাল, মাঝেমাঝে মংখ্রাপ থাকা ভাল।

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।